খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়-কুয়েটে যেই অচলাবস্থা দীর্ঘায়িত হইতেছে, উহা হতাশাজনক। আড়াই মাস পর রবিবার বিশ্ববিদ্যালয়টি খুলিলেও শিক্ষকরা শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করেন নাই। মঙ্গলবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে দেড় বৎসরের পরীক্ষাজটের মধ্যে রহিয়াছে; তাহার উপর সাম্প্রতিক অচলাবস্থা শিক্ষার্থীদের ক্ষতি বৃদ্ধি বৈ হ্রাস করিবে না। শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষকরা শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ না করিবার যেই ঘোষণা দিয়াছেন, উহাও পরিস্থিতি জটিলতর করিয়া তুলিবে। শিক্ষার্থীরা ইতোমধ্যে দ্বিতীয় দফায় ক্ষমা প্রার্থনা করিবার পর শিক্ষক সমিতির পক্ষে উহা গ্রহণ করাই উচিত হইবে। 

কুয়েটের অচলাবস্থার সূচনা হইয়াছে চলতি বৎসরের ১৮ ফেব্রুয়ারি। ঐ দিন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ প্রশ্নে ছাত্রদলের সহিত সাধারণ শিক্ষার্থীদের সংঘাতের অঘটন ঘটে। ইহার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। বস্তুত উক্ত ঘটনার পর কুয়েট প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে লইতে ব্যর্থ হয়। হামলাকারীদের শাস্তির আওতায় না আনিয়া সাধারণ শিক্ষার্থীদের বহিষ্কার এবং তাহাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। যেই কারণে শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের সূচনা করেন। এমনকি তাহারা আমরণ অনশন কর্মসূচিও পালন করিয়াছেন। অবশেষে কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়া সরকার অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ দিয়াছে। 

প্রশ্ন হইল, কোন বিবেচনায় ‘অন্তর্বর্তী’ উপাচার্য নিয়োগ দেওয়া হইয়াছে? নিকট অতীতে বিশ্ববিদ্যালয়ে এই প্রকার নিয়োগের দৃষ্টান্ত আমরা দেখি নাই। ভারপ্রাপ্ত উপাচার্যরূপে কুয়েট হইতেই স্বনামধন্য কোনো অধ্যাপককে এই দায়িত্ব দেওয়া যাইত, যাঁহার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা রহিয়াছে। ‘অন্তর্বর্তী’ সরকার ক্ষমতাসীন; তজ্জন্যই কি অন্য বিশ্ববিদ্যালয় হইতে ‘অন্তর্বর্তী’ উপাচার্য নিয়োগ দেওয়া হইয়াছে? বস্তুত সরকার চিন্তাভাবনা করিয়াই একজন পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগ দিতে পারিত। যাহাই হউক, সমকালের প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তী উপাচার্য সোমবার পৃথকভাবে শিক্ষার্থী ও শিক্ষকগণের সহিত দীর্ঘ বৈঠক করিয়াছেন। উপাচার্যের আহ্বানে সাড়া দিয়া শিক্ষার্থীরা ক্ষমা প্রার্থনার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তদনুযায়ী সোমবার অপরাহ্ণ ৩টায় শিক্ষকদের নিকট ক্ষমা চাহিয়া শ্রেণি কার্যক্রম সূচনা করিতে উপাচার্যকে পত্রও দিয়াছেন। ইহার পর অপরাহ্ণে শিক্ষকদের সহিত উপাচার্যের বৈঠকের পরও বিদ্যমান সংকটের সমাধান না হওয়া হতাশাব্যঞ্জক।

অস্বীকার করা যাইবে না, শিক্ষকদের কটূক্তি ও লাঞ্ছনা করিয়া শিক্ষার্থীরা অন্যায় করিয়াছেন। কিন্তু যেহেতু তাহারা স্বীয় ভ্রান্তি উপলব্ধি করিয়া ক্ষমা প্রার্থনা করিয়াছেন; শিক্ষকদের উচিত হইবে উহা গ্রহণ করিয়া শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা। শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল হইয়া শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া জরুরি। তাহারা ঠুনকো অজুহাতে যেইভাবে শ্রেণি কার্যক্রম বন্ধ করিয়া নানামুখী তৎপরতায় যুক্ত হন, উহা আদতে তাহাদেরই ক্ষতির কারণ। কথায় কথায় কর্মসূচি না দিয়া বরং শিক্ষক ও প্রশাসনের সহিত বৈঠক করিয়া সামাধানের চেষ্টাই শিক্ষার্থীদের অগ্রাধিকারে থাকা উচিত। 
স্মরণে রাখিতে হইবে, অনতিবিলম্বে কুয়েটে শিক্ষা কার্যক্রম আরম্ভ না হইলে উহা যদ্রূপ সাত সহস্র শিক্ষার্থীকে বিপাকে ফেলিবে, তদ্রূপ বিশ্ববিদ্যালয়ের পরিবেশও অস্থিতিশীল রাখিবে। বলিবার অপেক্ষা রাখে না, শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘতর হইলে উহা তাহাদের পরিবারেও সংকট তৈয়ার করিবে। সর্বোপরি দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক না হইলে উহা শিক্ষকদের জন্যও অমঙ্গলজনক হইতে পারে। সমকালের সহিত সাক্ষাৎকারে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলিয়াছেন, তাহারাও দ্রুত শ্রেণিকক্ষে প্রত্যাবর্তন করিতে চাহেন। আমাদের বিশ্বাস, তাহাদের এই সদিচ্ছাকে কার্যে পরিণত করিয়া সংকট নিরসনে নিজেরাই দায়িত্বশীল ভূমিকা পালন করিবেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপ চ র য ন য় গ দ শ ক ষকদ র কর য় ছ ন র সহ ত

এছাড়াও পড়ুন:

ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

ইয়েমেনে বোমা হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে তারা আর লড়াই করতে চায় না। আমরা তাদের এ প্রতিশ্রুতিকে সম্মান জানাব এবং বোমাবর্ষণ বন্ধ করব। হুতিরা আত্মসম্পর্ণ করেছে।

তিনি আরও বলেন, আমরা তাদের প্রতিশ্রুতি বিবেচনায় নেব। হুথিরা জানিয়েছে, তারা আর জাহাজ ধ্বংস করবে না। আর আমরা এটির জন্যই বোমাবর্ষণ করছিলাম। আমি মনে করি এটি একটি ইতিবাচক বিষয়। তারা সমুদ্রে চলা অনেক জাহাজ উড়িয়ে দিচ্ছিল। যুক্তরাষ্ট্র হুতিদের ওপর এ মুহূর্ত থেকে বোমা হামলা বন্ধ করে দেবে। খবর আলজাজিরার

গত মার্চের মাঝামাঝি সময় থেকে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ শুরু করে মার্কিন সেনারা। হুতিরা ফিলিস্তিনিদের পক্ষ হয়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীসহ বিভিন্ন জায়গায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। তবে তারা যেন এসব হামলা না চালাতে পারে সেজন্য হুতিদের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ওমান জানায়, তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমাদের এ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। ভবিষ্যতে কেউ কারও ওপর এবং লোহিত সাগর ও বাব-আল মান্দাব প্রণালীতে মার্কিন জাহাজের ওপর হামলা চালাবে না। এরমাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক শিপিং সুন্দরভাবে হওয়া নিশ্চিত হয়েছে। তবে হুতিরা এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা দেয়নি। 

সম্পর্কিত নিবন্ধ