পান্ডিয়ার রানআউট মিসে শেষ বলে জিতে সবার ওপরে গিলের গুজরাট
Published: 7th, May 2025 GMT
১ বলে ১ রান।
মাত্রই উইকেটে যাওয়া আরশাদ খান দীপক চাহারের করা বলটিকে মিড অফ ফিল্ডার হার্দিক পান্ডিয়ার দিকে ঠেলেই পড়িমরি করে দৌড় লাগালেন। পান্ডিয়ার থ্রো ভাঙতে পারেনি নন স্ট্রাইকার প্রান্তের উইকেট। আর তাতে ১ রান পূর্ণ করেই মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গুজরাট টাইটানসকে ৩ উইকেটে জয় এনে দিলেন আরশাদ।
১১তম ম্যাচে পাওয়া অষ্টম এই জয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল শুবমান গিলদের গুজরাট। অন্যদিকে টানা ছয় ম্যাচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেয়ে মুম্বাই নেমে গেলে চারে (১২ ম্যাচে ১৪ পয়েন্ট)।
ওয়াংখেড়ে দুবার বৃষ্টির কারণে বন্ধ হওয়া ম্যাচে প্রথমে ব্যাটিং করে স্বাগতিক মুম্বাই করেছিল ৮ উইকেটে ১৫৫ রান। রান তাড়ায় দুবার বৃষ্টির বাধায় পড়া গুজরাট যখন শেষবার আবার ব্যাটিংয়ে নামল দলটির লক্ষ্য ১৯ ওভারে ১৪৭ রানের। যার অর্থ ১ ওভারে দলটির দরকার ১৫ রান।
সেই ওভারটি করলেন দীপক চাহার। ভারতীয় পেসারের প্রথম ৩ বলে ১টি করে চার-ছক্কা মেরে রাহুল তেওয়াতিয়া ও জেরাল্ড কোয়েৎজি ৩ বলে ৪ বানিয়ে ফেলেন সমীকরণটাকে। পরের বলটা হলো নো বল, ব্যাটসম্যানরা দৌড়ে নিলেন ১ রান। তাতে ৩ বলে ২ রানের হিসাব গুজরাটের। ফ্রি হিটে তেওয়াতিয়া ১ রান নেওয়ার পর আবার নাটক। এবার বল আকাশে তুলে আউট কোয়েৎজি। আর তাতেই সমীকরণটা হয়ে যায় ১ বলে ১ রানের। এরপর পান্ডিয়ার সেই রানআউট মিস। তাতে সুপার ওভারের নাটকে গড়াতে পারল না ম্যাচটি।
শেষ বলে রানআউট মিস করে হতাশ মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক হার্দিক পান্ডিয়া.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম কবে আসছে, কী সুবিধা থাকছে
গুগল সাধারণত আগস্ট মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উন্মুক্ত করে থাকে। তবে এবার নির্ধারিত সময়ের আগেই জুলাই মাসে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। নতুন এ সংস্করণে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্যবস্থাপনায় উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
গুগল জানিয়েছে, আগামী ১৩ মে ‘দ্য অ্যান্ড্রয়েড শো’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে অ্যান্ড্রয়েড ১৬-এর মূল সুবিধা ও পরিবর্তনগুলো। নতুন সংস্করণটির কোডনেম রাখা হয়েছে ‘বাকলাভা’। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় একটি মিষ্টির নামে রাখা হয়েছে কোডনেমটি।
অ্যান্ড্রয়েড ১৬–এর ডেভেলপার প্রিভিউ প্রোগ্রাম শুরু হয়েছে ২০২৪ সালের নভেম্বর মাসে। ইতিমধ্যে গুগল সংস্করণটির প্রাথমিক এসডিকে, সিস্টেম ইমেজ ও এপিআই ডকুমেন্টেশন ডেভেলপারদের জন্য উন্মুক্ত করেছে। নতুন সংস্করণে ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি নিয়ন্ত্রণব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। ফলে অপ্রয়োজনীয় অ্যাপগুলো স্মার্টফোনের ব্যাটারি ব্যবহার না করায় ফোনের চার্জ দ্রুত শেষ হবে না।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর স্মার্ট রিপ্লাই, স্বয়ংক্রিয় কনটেন্ট জেনারেশন ও অ্যাপভিত্তিক এআই সহায়তার মতো একাধিক সুবিধা যুক্ত করা হতে পারে। এ ছাড়া লক স্ক্রিনে কাস্টমাইজড উইজেট ও শর্টকাট যুক্ত করার অপশন থাকতে পারে। ব্যাকগ্রাউন্ডে চলা কাজগুলো আরও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য সিস্টেম লেভেলেও পরিবর্তন আনতে পারে গুগল।
সূত্র: টেকলুসিভ