কেউ করছেন টিকটক, কেউবা সাক্ষাৎকার দিচ্ছেন টিভিতে। ফেসবুক লাইভে আশপাশের পরিবেশ দেখাচ্ছেন কেউ কেউ। মঙ্গলবার সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফির (সিসিটি) ভেন্যুতে এসে এমন চিত্রই প্রথম চোখে পড়ে। ৫ মে থেকে জমেছে দেশের বিনোদন তারকাদের মিলনমেলা, যা শেষ হবে ১৩ মে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে এদিন মাঠে নামে জেভিকো কিংস ও গিগাবাইট টাইটানস। দুই দলের হয়ে এদিন তারকাদের মধ্যে সিয়াম আহমেদ, আরিফিন রুমি, জোহাদ রেজা, জিয়াউল রোশান, রাশেদ সীমান্ত, সাঞ্জু জন, পার্থ শেখ, সাইদুর রহমান পাভেল, রাফসান সাবাবরা। নারী তারকাদের মধ্যে আফসান আরা বিন্দু, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদসহ ছোট পর্দা ও র্যাম্পের অনেকেই উপস্থিত ছিলেন।
২০ ওভারের ম্যাচ হয়েছে দুই ভাগে। নারী তারকারা ২ ওভার খেলেছেন। বাকি ১৮ ওভার নির্ধারিত ছিল পুরুষ তারকাদের। নারীদের ম্যাচ তেমন না জমলেও দর্শকদের বিনোদন দিয়েছে। পুরুষ তারকারাও প্যাভিলিয়ন থেকে তাঁদের উৎসাহ জুগিয়েছেন। তবে পুরুষদের ম্যাচ হয়েছে বেশ উত্তেজনাপূর্ণ। নারী ও পুরুষ—উভয় ম্যাচে জয় পেয়েছে গিগাবাইট টাইটানস। নারী দল জেভিকো কিংসকে হারিয়েছে ১০ উইকেটে। আর পুরুষ তারকারা ৫ উইকেটের জয় পেয়েছেন। ম্যাচে সর্বোচ্চ রান ও উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অভিনেতা পাভেল।
পুরো ম্যাচে একাধিক তারকার খেলা দর্শকের চোখে আরাম দিয়েছে। তাঁদের একেকটা শট, ফিল্ডিং ও বোলিং–দক্ষতায় মনে হয়নি তাঁরা পেশাদার ক্রিকেটারদের চেয়ে পিছিয়ে আছেন। এদিন জেভিকো কিংসের হয়ে সর্বোচ্চ রান আসে চিত্রনায়ক জিয়াউল রোশানের ব্যাট থেকে। ব্যক্তিগত ৩৮ বলে ৩৭ রানের ইনিংসে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলেন তিনি। ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে ২টি উইকেটও তিনি সংগ্রহ করেন। টাইটানসের হয়ে পাভেল ১৭ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন, বোলিং করতে এসে নিয়েছেন ২টি উইকেট।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার