কেউ করছেন টিকটক, কেউবা সাক্ষাৎকার দিচ্ছেন টিভিতে। ফেসবুক লাইভে আশপাশের পরিবেশ দেখাচ্ছেন কেউ কেউ। মঙ্গলবার সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফির (সিসিটি) ভেন্যুতে এসে এমন চিত্রই প্রথম চোখে পড়ে। ৫ মে থেকে জমেছে দেশের বিনোদন তারকাদের মিলনমেলা, যা শেষ হবে ১৩ মে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে এদিন মাঠে নামে জেভিকো কিংস ও গিগাবাইট টাইটানস। দুই দলের হয়ে এদিন তারকাদের মধ্যে সিয়াম আহমেদ, আরিফিন রুমি, জোহাদ রেজা, জিয়াউল রোশান, রাশেদ সীমান্ত, সাঞ্জু জন, পার্থ শেখ, সাইদুর রহমান পাভেল, রাফসান সাবাবরা। নারী তারকাদের মধ্যে আফসান আরা বিন্দু, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদসহ ছোট পর্দা ও র‌্যাম্পের অনেকেই উপস্থিত ছিলেন।

২০ ওভারের ম্যাচ হয়েছে দুই ভাগে। নারী তারকারা ২ ওভার খেলেছেন। বাকি ১৮ ওভার নির্ধারিত ছিল পুরুষ তারকাদের। নারীদের ম্যাচ তেমন না জমলেও দর্শকদের বিনোদন দিয়েছে। পুরুষ তারকারাও প্যাভিলিয়ন থেকে তাঁদের উৎসাহ জুগিয়েছেন। তবে পুরুষদের ম্যাচ হয়েছে বেশ উত্তেজনাপূর্ণ। নারী ও পুরুষ—উভয় ম্যাচে জয় পেয়েছে গিগাবাইট টাইটানস। নারী দল জেভিকো কিংসকে হারিয়েছে ১০ উইকেটে। আর পুরুষ তারকারা ৫ উইকেটের জয় পেয়েছেন। ম্যাচে সর্বোচ্চ রান ও উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অভিনেতা পাভেল।
পুরো ম্যাচে একাধিক তারকার খেলা দর্শকের চোখে আরাম দিয়েছে। তাঁদের একেকটা শট, ফিল্ডিং ও বোলিং–দক্ষতায় মনে হয়নি তাঁরা পেশাদার ক্রিকেটারদের চেয়ে পিছিয়ে আছেন। এদিন জেভিকো কিংসের হয়ে সর্বোচ্চ রান আসে চিত্রনায়ক জিয়াউল রোশানের ব্যাট থেকে। ব্যক্তিগত ৩৮ বলে ৩৭ রানের ইনিংসে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলেন তিনি। ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে ২টি উইকেটও তিনি সংগ্রহ করেন। টাইটানসের হয়ে পাভেল ১৭ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন, বোলিং করতে এসে নিয়েছেন ২টি উইকেট।

জেভিকো কিংস টিম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ