রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ না করলে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ ঘোষণা দেয় সংগঠনটি। বিক্ষোভ মিছিল কর্মসূচিও পালন করে এই সংগঠনের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বাহন। এতে অনেক আহত ও নিহতের ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে সরকার রাজধানীর প্রধান সড়ক ও হাইওয়েতে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ না করলে ১৩ ও ১৪ মে সিএনজি অটোরিকশা বন্ধ রেখে ধর্মঘট পালন করা হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।
মাননবন্ধনে উপস্থিত ছিলেন, সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের আহ্বায়ক মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন বগুড়ার সাংবাদিক নেতারা।
শনিবার (৯ আগস্ট) বগুড়া প্রেস ক্লাবের উদ্যোগে শহরের সাতমাথায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মহসিন আলী রাজু, এটিএন নিউজ বগুড়ার ব্যুরো প্রধান চপল সাহা, জেইউবির সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, দৈনিক উত্তরকোণর সম্পাদক অ্যাডভোকেট সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বগুড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি সুমন সরদার প্রমুখ।
আরো পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।
ঢাকা/এনাম/রাজীব