নেটফ্লিক্সের নতুন থ্রিলার ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী নিকিতা দত্ত। সাইফ আলী খান ও জয়দীপ অহলাওয়াতের সঙ্গে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। সাহসী সংলাপ, সংবেদনশীল অভিনয় এবং পর্দায় রসায়নের জন্য দর্শকের মন জয় করেছেন নিকিতা। তবে অভিনয় নয়, তিনি হতে চেয়েছিলেন ভারত সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তা। সম্প্রতি ওয়েভস সামিট ২০২৫-এ অংশ নিয়ে নিকিতা জানান তাঁর জীবনের সেই অপ্রকাশিত অধ্যায়ের কথা।

নিকিতা বলেন, ‘আমি একজন সেনা পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই কঠোর অনুশাসনের মধ্যে বড় হয়েছি। আমার আশপাশের প্রায় সবাই সেনাবাহিনী কিংবা প্রশাসনিক দপ্তরে যুক্ত ছিলেন। এমন একটা পরিবেশে বেড়ে ওঠায় আমিও ভেবেছিলাম, জীবনে শৃঙ্খলা ও কর্তব্যকেই প্রাধান্য দেব। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু একসময় বুঝলাম, সৃজনশীলতা আমার ভেতরে সাড়া দিচ্ছে। অভিনয়ের প্রতি টান তৈরি হচ্ছিল। তবে সিদ্ধান্তটা সহজ ছিল না। প্রশাসনিক ক্যারিয়ার ছেড়ে এই অনিশ্চিত ইন্ডাস্ট্রিতে আসাটা আমার জন্য অনেক বড় পরিবর্তন ছিল।’

নিকিতা দত্ত। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফেসবুকে ভিডিওতে ‘জয় বাংলা, আমি শেখ হাসিনার লোক’, কিশোর গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন মন্তব্য করায় এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি ওই কিশোরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। গতকাল শনিবার রাতে কুলাউড়া পৌর শহরের ভাঙারিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। তার বাবা একটি সাজসজ্জা প্রতিষ্ঠানের কর্মী; মা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। ভাঙারিপট্টি এলাকায় তাঁরা ভাড়া থাকেন। তাঁদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।

ছড়িয়ে পড়া ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই কিশোর একটি কক্ষে চেয়ারে বসে আছে। সামনে টেবিল রাখা। পেছনের দেয়ালে বিএনপি নেতা প্রয়াত এম সাইফুর রহমানের ছবিসংবলিত একটি ব্যানার টানানো। ভিডিওতে সে বলে, ‘একমাত্র শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী। ইনশা আল্লাহ তিনি একদিন না একদিন ফিরে আসবেন। ইনশা আল্লাহ আওয়ামী লীগ আবার ফিরে আসবে। জয় বাংলা, জয় বাংলা। আমি শেখ হাসিনার লোক। গর্ব করে বলতে পারি আমি বঙ্গবন্ধুর সৈনিক। ইনশা আল্লাহ আবার দেখা হবে রাজপথে, ধন্যবাদ।’

পুলিশ জানায়, ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ায় গতকাল রাত ১০টার দিকে বাসায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রকে আটক করা হয়। পরে ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলাউড়া থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার প্রতিবেদনে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফ্যাসিস্টের পক্ষে ওই স্কুলছাত্র সক্রিয় ছিল এবং তার বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছিল।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর না বুঝে এ কাজ করেছে বলে দাবি করেছে। তার মা যে বাসায় কাজ করেন ওই বাসার মালিকের ব্যক্তিগত কার্যালয়ে ভিডিওটি ধারণ করা হয়। তাকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত নিবন্ধ