প্রশাসন নয়, পর্দাকেই বেছে নিলেন নিকিতা
Published: 7th, May 2025 GMT
নেটফ্লিক্সের নতুন থ্রিলার ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী নিকিতা দত্ত। সাইফ আলী খান ও জয়দীপ অহলাওয়াতের সঙ্গে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। সাহসী সংলাপ, সংবেদনশীল অভিনয় এবং পর্দায় রসায়নের জন্য দর্শকের মন জয় করেছেন নিকিতা। তবে অভিনয় নয়, তিনি হতে চেয়েছিলেন ভারত সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তা। সম্প্রতি ওয়েভস সামিট ২০২৫-এ অংশ নিয়ে নিকিতা জানান তাঁর জীবনের সেই অপ্রকাশিত অধ্যায়ের কথা।
নিকিতা বলেন, ‘আমি একজন সেনা পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই কঠোর অনুশাসনের মধ্যে বড় হয়েছি। আমার আশপাশের প্রায় সবাই সেনাবাহিনী কিংবা প্রশাসনিক দপ্তরে যুক্ত ছিলেন। এমন একটা পরিবেশে বেড়ে ওঠায় আমিও ভেবেছিলাম, জীবনে শৃঙ্খলা ও কর্তব্যকেই প্রাধান্য দেব। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু একসময় বুঝলাম, সৃজনশীলতা আমার ভেতরে সাড়া দিচ্ছে। অভিনয়ের প্রতি টান তৈরি হচ্ছিল। তবে সিদ্ধান্তটা সহজ ছিল না। প্রশাসনিক ক্যারিয়ার ছেড়ে এই অনিশ্চিত ইন্ডাস্ট্রিতে আসাটা আমার জন্য অনেক বড় পরিবর্তন ছিল।’
নিকিতা দত্ত। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের ‘দ্য ম্যাজিক্যাল মেন’-এ আলোচিত প্রযোজক
তরুণ নির্মাতা বিপ্লব সরকারের সিনেমায় যুক্ত হয়েছেন এশিয়ার আলোচিত প্রযোজক ফ্রান বর্জিয়া। সিঙ্গাপুরের এই প্রযোজক দীর্ঘ প্রায় দুই দশক সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত। এশিয়ার বেশির ভাগ তরুণ নির্মাতার সিনেমার প্রযোজক হিসেবে তিনি আলোচিত। তাঁর হাত ধরে উঠে এসেছেন অনেক তরুণ। এবার তিনি প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা ‘দ্য ম্যাজিক্যাল মেন’-এর প্রযোজক হিসেবে যুক্ত হলেন। একই সঙ্গে দেশের এই সিনেমায় যুক্ত হয়েছেন ফ্রান্সের আরেক প্রযোজক ফ্রঁসোয়া ডি-আর্টেমেয়ার। আন্তর্জাতিক অঙ্গনে বিকল্পধারার সিনেমার প্রযোজক হিসেবে তিনিও আলোচিত।
কান, ভেনিস, লোকার্নোসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সব চলচ্চিত্র উৎসবেই থাকে ফ্রানের সিনেমা। গোল্ডেন গ্লোবেও ছিল তাঁর প্রযোজিত সিনেমার মনোনয়ন। সর্বশেষ গত বছর তাঁর প্রযোজিত সিনেমা স্ট্রেঞ্জার আইস ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে। তার আগে ফ্রান আলোচনায় ছিলেন মালয়েশিয়ার টাইগার স্ট্রাইপস সিনেমা দিয়ে। কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল বিভাগে জায়গা পাওয়া এটি ছিল দেশটির প্রথম কোনো নারী নির্মাতার সিনেমা। কানের আঁ সার্তে রিগা বিভাগে অংশ নিয়ে ক্রিটিকস উইক গ্র্যান্ড পুরস্কার জিতে নেয় সিনেমাটি। এর পরিচালক ছিলেন আমান্দা নেল।
প্রযোজক ফ্রান বর্জিয়া। ছবি: আইএমডিবি