কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের ‘পুশইন’ করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি মনে করছে, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এটি ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির পটভূমিতে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে চাপে ফেলতে নয়াদিল্লির একটি কৌশলগত চাল।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ভারত-অনুগত দীর্ঘদিনের স্বৈরাচারী সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর বহুমুখী কূটনৈতিক ও ভূরাজনৈতিক চাপ প্রয়োগের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। এই পুশইনের ঘটনা সেই চাপ প্রয়োগের একটি নগ্ন প্রকাশ, যা রাষ্ট্রীয় শিষ্টাচার ও প্রতিবেশীসুলভ আচরণের সম্পূর্ণ পরিপন্থী।

ভারতের এই ‘পুশইন’ প্রতিশোধের বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাই হুমকির মুখে পড়ছে না, স্বাধীন পররাষ্ট্রনীতিরও অবমাননা ঘটছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে, এ ধরনের আচরণ প্রতিরোধে প্রয়োজন আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক জবাব, জাতিসংঘসহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোয় অভিযোগ দেওয়া এবং জাতীয়ভাবে একটি সাহসী ও তথ্যভিত্তিক প্রতিরোধ গড়ে তোলা।

এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। বিবৃতিতে সংগঠনটি বলেছে, পুশইন হওয়া ব্যক্তিদের আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে নিরাপদ ও সম্মানজনকভাবে মোকাবিলা করতে হবে। তবে ভারতের অপকৌশল মেনে নিয়ে কোনোভাবেই বিষয়টিকে ‘মানবিকতার’ আবরণে লুকানো যাবে না। সীমান্ত নিরাপত্তা ও তথ্য বিশ্লেষণ জোরদার করে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে। এ ঘটনায় বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প শইন

এছাড়াও পড়ুন:

শামীম হাসান সরকারের জনপ্রিয়তা বনাম বিতর্ক

টেলিভিশন নাটকের আলোচিত নাম শামীম হাসান সরকার। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও স্বল্প সময়ে টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন। সহজাত অভিনয়শৈলী আর হাস্যরসাত্মক চরিত্র রূপায়নের দক্ষতা তাকে আলাদা পরিচিতি দিয়েছে। ওয়েব সিরিজ, মঞ্চ নাটক এবং বিজ্ঞাপনেও রেখেছেন সফল পদচারণা। কিন্তু জনপ্রিয়তার আলোচনার পাশাপাশি বিতর্কের কাঁটাতার যেন তাকে ঘিরে রেখেছে।

সম্প্রতি উদীয়মান অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে যৌন হেনস্তা ও ধর্ষণের হুমকির অভিযোগ তুলেছেন। এ নিয়ে উত্তাল শোবিজ অঙ্গন। তাছাড়া কয়েকজন নাট্য নির্মাতাও এই অভিযোগের পালে হাওয়া দিচ্ছেন। বেশ কয়েকজন নাট্যনির্মাতা শামীম হাসানের বিরুদ্ধে নানা অসদাচরণের অভিযোগ তুলেছেন। নির্মাতা সরদার রোকন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন। এ পরিচালক ফেসবুকে লিখেন, “দুইদিন পরপর তোমাকে নিয়েই এত বিতর্ক কেন ভাই?”

শামীম হাসান সরকারের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা সরদার রোকন। গণমাধ্যমে তিনি বলেন, “তার সঙ্গে বেশ আগে আমার একবারই কাজ হয়েছিল। একবারের কাজের অভিজ্ঞতাই অনেক খারাপ। নির্মাতাদের সঙ্গে তার ব্যবহার অত্যন্ত খারাপ। সে যেন কাউকে মানুষই মনে করে না। ইন্ডাস্ট্রিতে অপূর্ব, নিশো, জোভান, তৌসিফদের মতো শিল্পীও রয়েছে, যারা কিনা জনপ্রিয়তার চূড়ায় থেকেও সবার সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলে কিন্তু শামীম এ রকম না। আমার যতদূর মনে হয়, ওর সঙ্গে যে দুই-তিনজন নির্মাতা কাজ করে তাদের ছাড়া আর কাউকে সে নির্মাতা বলে মনেই করে না। নির্মাতা তো পরে, মানুষ বলেই মনে করে না, এত বাজে আচরণ করে। ও যে সেটে কাজ করে সেই সেটের সবার সঙ্গেই খুব বাজে আচরণ করে, এটা তাদের জিজ্ঞেস করলেই জানা যাবে। একজন শিল্পীর আচরণ কখনো এমন হওয়া উচিত নয়।”

আরো পড়ুন:

‘মুসলিমদের বাড়ি ভাড়া দিই না’

ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলার মতো কিছু করিনি: শামীম হাসান সরকার

প্রেম, ব্যক্তিগত জীবন, শুটিং সেটে অসৎ আচরণ ও মাদক সেবনের মতো ভয়াবহ অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী অহনা রহমান একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে অভিনয় করেন। মাঝে দু’জনার প্রেমের সম্পর্কের গুঞ্জনও উঠেছিল। যদিও বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে কয়েক দিন আগে শামীম হাসান সরকার জানান, অহনার সঙ্গে ৭ মাসের সম্পর্ক ছিল।

এদিকে, বেশ কিছু দিন ধরেই বিভিন্ন সাক্ষাৎকারে ‘প্রাক্তন’-কে ‘জানোয়া’ সম্বোধনসহ নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় অহনাকে। এ অভিনেত্রীর মন্তব্যের কারণে নেটিজেনরা মনে করেন, শামীম হাসান সরকারের দিকেই তির ছুড়েছেন অহনা। ফলে এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন অভিনেতা। এ জন্য প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগের পর আয়োজিত সংবাদ সম্মেলনে অহনার প্রসঙ্গে ওঠে।

এ সময় তিনি জানান, প্রাক্তন বলতে অহনা যার কথা বুঝিয়েছেন, সেই ব্যক্তি তিনি (শামীম হাসান সরকার) নন। অহনার প্রাক্তন বলতে যার কথা দাবি করেছেন, তিনি হচ্ছেন ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। তার সঙ্গে ৬-৭ বছরের সম্পর্ক ছিল। মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম আমি, তখনো তার (মেহেদী) সঙ্গে রিলেশন ছিল। এ কারণেই ওর (অহনা রহমান) সঙ্গে সম্পর্ক টিকেনি আমার।

শামীম হাসানের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলম ফেসবুক পোস্টে লেখেন, “একটা মানুষ নিজের দোষ ঢাকতে গিয়ে আরো দুজন মানুষকে বিপদে ফেলা, সেটা কি অপরাধের খাতায় পড়ে না? এইটা কোন কথারে ভাই!”

তার অপেশাদার এবং অশালীন আচরণ নিয়ে অভিযোগ তুলে এই নির্মাতা গণমাধ্যমে বলেন, “সে নিজেকে কর্মজীবী মনে করে, অথচ নির্মাতারা তাকে দুপুর ১২টায় কল দিলে সে বলে, তোমরা গরিব, ছোটলোক, এত সকালে কেউ কাউকে ফোন দেয়? এগুলো কেমন ধরনের ব্যবহার? একজন শিল্পীর ব্যবহার এমন হতে পারে? এর চেয়েও আরো জঘন্য শব্দে সে কথা বলে নির্মাতাদের সঙ্গে। তার ফোন ধরতে ইচ্ছে নাহলে নাই ধরতে পারে কিন্তু কারো সঙ্গে এমন ব্যবহার করতে পারে না।”

অভিনেতার আচরণকে অশ্লীল দাবি করে জিয়া উদ্দিন আলম বলেন, “ওর আচরণ যে কত খারাপ সেটা ইন্ডাস্ট্রির সবাই জানে। সে নির্মাতাদের গরিব, ছোটলোক বলে গালাগালি করে যেটা সে কখনো কারো সঙ্গে করতে পারে না। তার আচরণ এত খারাপ যেগুলো মুখেও আনা যায় না।”

শুধু নির্মাতাদের অভিযোগই নয়, কয়েক বছর আগে প্রোডাকশন বয় রাব্বির মুখে গরম চা ঢেলে দেয়ার অভিযোগও ওঠেছিল এই অভিনেতার বিরুদ্ধে। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার এ বিষয়ে নীরবতা ভেঙেছেন। তবে শামীম হাসান সরকার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাব্বির শরীর পুড়ে যাওয়ার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। 

প্রিয়াঙ্কা প্রিয়ার মাদক সেবনের অভিযোগের জবাবে শামীম হাসান সরকার সংবাদ সম্মেলনে জানান, তিনি সিগারেট খান এবং বিয়ের আগে গাঁজা সেবন করলেও এখন এসব থেকে দূরে। তিনি আরো দাবি করেন, নাট্যাঙ্গনের এক অভিনেত্রীর সঙ্গেও অতীতে এসব করতেন। শামীম হাসান সরকারের বিরুদ্ধে প্রিয়াঙ্কা প্রিয়ার যৌন হেনস্তা ও ধর্ষণের হুমকির অভিযোগ সংবাদ সম্মেলনে অস্বীকার করেন শামীম হাসান। 

২০২০ সালে শামীম হাসান সরকারের শুটিং সেটে এক ক্যামেরাম্যানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং সেট ছেড়ে চলে যাওয়ার ঘটনা নিয়েও সমালোচনা হয়। পরে এই বিষয়ে ক্ষমা চেয়ে শামীম বলেন, “সেটে কাজের চাপের কারণে মুহূর্তের উত্তেজনায় এমন ঘটনা ঘটেছে।”

এতসব বিতর্কের মধ্যেও শামীম হাসান সরকারের পেশাগত অবস্থান এখনো শক্ত। অভিনয়ে তার দক্ষতা এবং চরিত্র রূপায়ণে সাবলীলতা দর্শকদের মন জয় করেই চলেছে। যদিও অনেক দর্শক অভিযোগ করেন, তিনি একই ধরনের চরিত্রে অভিনয় করে যাচ্ছেন, যার ফলে বৈচিত্র্যের অভাব দেখা দিচ্ছে।

বিনোদন জগতের তারকাদের নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। শামীম হাসান সরকারও এর বাইরে নন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা এখনো প্রমাণিত হয়নি। তবে এতসব বিতর্কের মাঝেও ব্যক্তিগত জীবন আড়াল রেখে পেশাগত কাজ চালিয়ে যাওয়াই এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনপ্রিয়তা ধরে রাখা এবং বিতর্ক থেকে নিজেকে সরিয়ে পেশাদারিত্বের উদাহরণ তৈরি করাই হবে শামীম হাসান সরকারের আগামী দিনের বড় লড়াই।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • কৌশলগত নেতৃত্ব বিকাশে জোর দেওয়ার আহ্বান সেনাপ্রধানের
  • শামীম হাসান সরকারের জনপ্রিয়তা বনাম বিতর্ক
  • ভারত-পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশের ঝুঁকি
  • তথ্যযুদ্ধ: ভারত ও পাকিস্তান কি হামলা নিয়ে সত্য বলছে
  • প্রতিবেশী দেশগুলোয় বড় প্রভাবের শঙ্কা
  • বাংলাদেশ-কোরিয়া কৌশলগত অংশীদারিত্ব জোরদারের তাগিদ
  • ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ৫ ভবিষ্যদ্বাণী
  • স্বাধীনভাবে চলতে মামলামুক্ত হতে তৎপর হেফাজত
  • রাজুতে ফাঁসির মঞ্চের প্রতিকৃতিটি ‘শেখ হাসিনার’, ‘জাগ্রত জুলাইয়ের’ ছয় দফা ঘোষণা