মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আজ বৃহস্পতিবার ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ভারতের হামলায় ৩১ জন পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত ও ৫৭ জন আহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্ট করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, “জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে পাকিস্তান আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।”

আরো পড়ুন:

কাশ্মীর সীমান্তে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক: দাবি রাজনাথ সিংয়ের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুবিওকে ‘ভারতের আক্রমণ পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে, একই সাথে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে’ বলে জানিয়েছেন।

শেহবাজ ভারতের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাকিস্তানের প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তানের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।”

শেহবাজ ভারতের ‘অপ্ররোচনামূলক যুদ্ধের’ কর্মকাণ্ডের প্রতি পাকিস্তানের ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের প্রশংসা করেছেন শেহবাজ।

ফোনালাপে রুবিও এই সংকটের উপর ওয়াশিংটনের নিবিড় নজরদারির কথা জানান।

পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পরিস্থিতির উত্তেজনা কমাতে পাকিস্তান ও ভারত উভয়েরই ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম র ক ন পরর ষ ট রমন ত র কর ছ ন শ হব জ

এছাড়াও পড়ুন:

ব্যালন ডি’অর: মেসির অভিনন্দনবার্তা, নেইমারের হতাশা

বারবার চোটে পড়া তো ছিলই, সমালোচিত ছিলেন মাঠের বাইরে কর্মকাণ্ড নিয়েও। একসময় হুমকিতে পড়েছিল ক্যারিয়ারও। বার্সেলোনায় ব্যর্থ হয়ে হতাশা নিয়ে শেষ পর্যন্ত পাড়ি জমান পিএসজিতে। আর নিজ দেশে ফিরতেই যেন বদলে গেল উসমান দেম্বেলের ভাগ্য। ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে এখন তিনি জিতে নিলেন ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ ট্রফি ব্যালন ডি’অরও।

গত মৌসুম শেষ হওয়ার পর দেম্বেলের ব্যালন ডি’অর জয় একরকম অনুমেয়ই ছিল। ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়সহ পিএসজির ট্রেবল জয়ে এমবাপ্পের ব্যাপক ভূমিকা ছিল। গোল করায়, করানোয় এবং দলকে উজ্জীবিত রাখায় সমান ভূমিকা রেখেছেন তিনি।

যার ফলস্বরূপ মিলেছে বর্ষসেরার এই পুরস্কার। পুরস্কার পাওয়ার পর দেম্বেলেকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। ব্যালন ডি’অরের রাজা ও দেম্বেলের সাবেক সতীর্থ লিওনেল মেসিও শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুনকান্নায় ব্যালন ডি’অর বরণ দেম্বেলের, বোনমাতির তিনে তিন১৩ ঘণ্টা আগে

গতকাল রাতে ব্যালন ডি’অর জয়ের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করে দেম্বেলে লিখেছেন, ‘অনেক আনন্দ, গর্ব আর আবেগে মন ভরে আছে। একটি স্বপ্ন সত্যি হলো। এই যাত্রাপথে যারা সব সময় আমাকে সমর্থন করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা।’ দেম্বেলের এই পোস্টের মন্তব্যে মেসি লিখেছেন, ‘দারুণ! অভিনন্দন, আমি তোমার জন্য খুব খুশি। তুমি এটা পাওয়ার যোগ্য।’

দেম্বেলের পোস্টে মেসির মন্তব্য

সম্পর্কিত নিবন্ধ