মেয়েদের ত্রিদেশীয় সিরিজ????

শ্রীলঙ্কা–দক্ষিণ আফ্রিকা
সকাল ১০–৩০ মি. ???? শ্রীলঙ্কা ক্রিকেট ইউটিউব চ্যানেল

টেনিস ????

ইতালিয়ান ওপেন
দুপুর ২টা ???? সনি স্পোর্টস টেন ৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ⚽

ব্রাদার্স ইউনিয়ন–বসুন্ধরা কিংস
বিকেল ৪টা ???? টি স্পোর্টস

ফর্টিস এফসি–মোহামেডান
বিকেল ৪টা ???? টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

চট্টগ্রাম আবাহনী–ঢাকা ওয়ান্ডারার্স
বিকেল ৪টা ???? টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

আইপিএল????

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রাত ৮টা ???? টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা ⚽

ভলফসবুর্গ–হফেনহাইম
রাত ১২–৩০ মি.

????সনি স্পোর্টস টেন ২

লা লিগা ⚽

লাস পালমাস–রায়ো ভায়েকানো
রাত ১টা ???? স্পোর্টজেডএক্স অ্যাপ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প র টস

এছাড়াও পড়ুন:

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিলসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা দাবি জানান।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- আউটসোর্সিং নীতিমালা ২০২৫ ঠিকাদার প্রথা বাতিল করা; মাসিক বেতন প্রদান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার নির্ধারণ ও বাৎসরিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা; উৎসবভাতা, বৈশাখী ভাতা, অধিকাল ভাতা, চিকিৎসা ভাতা ও ঝুঁকি ভাতা প্রদান করা; ৬ মাস মাতৃত্বকালীন ছুটি ও বাৎসরিক ২০ দিন নৈমিত্তিক ছুটি প্রদান করা; এবং চাকরিচ্যুতদের চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন প্রদান করা।

সংগঠনের নেতারা বলেন, সরকারি দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতদের বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ীকরণ করা উচিত।

তারা অভিযোগ করেন, করোনাকালে দৈনিক ভিত্তিক নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে সেবা দিয়েছেন। লকডাউনের সময় বিদ্যুৎ, পানি, গ্যাসসহ সরকারি হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবুও করোনা পরবর্তী সময়ে সরকারি প্রণোদনা থেকে তারা বঞ্চিত হয়েছেন।

তারা জানান, বিগত সরকারের শাসনামলে দীর্ঘ ১৫-২০ বছর ধরে তারা বিভিন্নভাবে লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন এবং বৈষম্যের শিকার হয়ে আসছেন। ৫ আগস্টের পর ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্ব সরকার দায়িত্ব গ্রহণ করে এবং শ্রম সংস্কার কমিশন গঠন করে। গত ২১ এপ্রিল কমিশন প্রধান উপদেষ্টা বরাবর সংস্কার প্রস্তাব জমা দিলেও এর আগেই ১৫ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা-৩ থেকে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা প্রকাশ করা হয়।

নেতারা জানান, এই নতুন নীতিমালায় দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের পূর্বের নীতিমালায় প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, যা নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • টাইমের ১০০ প্রভাবশালী স্বাস্থ্য নেতৃত্বের তালিকায় আইসিডিডিআর,বির তাহমিদ
  • শনিবার ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন’
  • টাইম ম্যাগাজিনের বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় আইসিডিডিআরবির ডা. তাহমিদ আহমেদ
  • মাদ্রাসার ছুটির তলিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিতে মাস্টার্স, কোর্সের মেয়াদ ১ বছর
  • ২০২৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: যা কিছু জানার আছে
  • আজ টিভিতে যা দেখবেন (৮ মে ২০২৫)
  • সীমান্তে উত্তেজনা তুঙ্গে, তবু নির্ধারিত সময়েই চলবে আইপিএল
  • দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি