এখন থেকে এজেন্ট ব্যাংকিংয়ের অর্ধেক এজেন্ট হবেন নারী
Published: 9th, May 2025 GMT
এখন থেকে দেশের ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং সেবার ন্যূনতম অর্ধেক বা ৫০ শতাংশ এজেন্ট হবেন নারী। বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে নতুন এই নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, আর্থিক লেনদেনে নারীর সক্ষমতা ও নারীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য নারীবান্ধব ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা দরকার। তারই অংশ হিসেবে এজেন্ট ব্যাংকিং সেবায় নারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে এজেন্ট ব্যাংকিং সেবার চাহিদা ও গুরুত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ সহজতর ও সহজলভ্য হচ্ছে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে গ্রামীণ এলাকায় এজেন্ট ব্যাংকিং সুবিধা চালু হওয়ায় নারী গ্রাহকদের অংশগ্রহণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তবে সেই তুলনায় নারী এজেন্টের সংখ্যা এখনো সীমিত পর্যায়ে রয়েছে। এ কারণে এজেন্ট ব্যাংকিং সেবায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যৎ এজেন্ট নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নারী এজেন্ট নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারি শেষে দেশে এজেন্ট আউটলেটের সংখ্যা ছিল ২১ হাজার ৪৩। এর মধ্যে ১৮ হাজার ১৯টি গ্রামাঞ্চলে আর ৩ হাজার ২৪টি শহরাঞ্চলে। আর ফেব্রুয়ারি শেষে সারা দেশে এজেন্টের সংখ্যা ছিল ১৫ হাজার ৮৬০। এর মধ্যে ১৩ হাজার ৩৫৯ জনই গ্রামীণ এলাকার। আর শহরাঞ্চলে এ সংখ্যা ছিল ২ হাজার ৫০১।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি শেষে এজেন্ট ব্যাংকিং সেবায় পুঞ্জীভূত আমানতের পরিমাণ ছিল ৪১ হাজার ৩১৬ কোটি টাকা। আর ফেব্রুয়ারিতে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৯৩৩ কোটি টাকা। ফেব্রুয়ারি শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৩৯৯ কোটি টাকা।
বিশ্বের প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়েছিল ব্রাজিলে। বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা–সংক্রান্ত নীতিমালা জারি করে। ওই নীতিমালার ওপর ভিত্তি করে দেশে ২০১৪ সালের ১৭ জানুয়ারি প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া। তারা পরীক্ষামূলকভাবে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় এই কার্যক্রম শুরু করে। ওই উপজেলার জৈনসার ইউনিয়নের ব্যবসায়ী ইসলাম শেখকে প্রথম এজেন্ট হিসেবে নিয়োগ করে ব্যাংকটি। প্রায় ১১ বছরের ব্যবধানে এজেন্ট ব্যাংকিংয়ের ব্যাপক প্রসার ঘটে দেশে। সর্বশেষ গত ফেব্রুয়ারি শেষে এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৪ লাখে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ রহণ
এছাড়াও পড়ুন:
সৈকত নাসিরের নয়া কৌশল
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির ‘দেশা দ্য লিডার’ এর পর ‘পাষাণ’, ‘হিরো ৪২০’, ‘তালাশ’, ‘সুলতানপুর’, ‘পাপ’, ‘ক্যাসিনো’সহ ‘ব্যাড বয়েজ’, ‘দ্য ট্রাপ’ এবং নেটওয়ার্ক’ এর মতো সফল ওয়েব সিরিজ নির্মাণ করেছেন।
‘মাসুদ রানা’সহ তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। সিনেমা-ওয়েব সিরিজের ফাঁকে ফাঁকে তিনি নির্মাণ করে থাকেন মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন। যেসব কাজে থাকে পরিপূর্ণ সিনেমার ফিল। তার নির্মিত গানের মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে থাকে অসামান্য কোরিওগ্রাফির জাদু, শিল্পীদের নাচের মুভমেন্ট।
সৈকত নাসিরের কাজের মান নিয়ে কোনো সন্দেহ নেই! ছোট হোক বা বড় বাজেট, তিনি ‘ভিন্ন স্বাদ’ দেওয়ার ম্যাজিক জানেন! আসিফ আকবরের ‘আগুন’ গান দিয়ে মিউজিক ভিডিওর চেনা স্টাইলকে বদলে দিয়েছিলেন তিনি!
আরো পড়ুন:
আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি, প্রেম জীবন নিয়ে জয়া
ফয়সালকে বন্দি রাখার অভিযোগে আমিরের পরিবারের বিবৃতি
সম্প্রতি সৈকত নাসির নির্মাণ করেছেন নতুন মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন জাহের আলভী ও অলংকার চৌধুরী। এটি মূলত একটি ব্যান্ডের প্রোমোশনাল ক্যাম্পেইন। ‘ঘুরাই চলো মনের হুইল’ শিরোনামের মিউজিক ভিডিওটি ভিজ্যুয়ালাইজারের ব্যানারে নির্মিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন—কনা ও হাসান এস ইকবাল।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই প্রমোশনাল ভিডিওটি দেখে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাদের ভাষ্য— “এত সূক্ষ্ম ও সৃজনশীলভাবে করা হয়েছে, লিরিক থেকে ভিজ্যুয়াল পর্যন্ত যা প্রোডাক্ট প্লেসমেন্টের নতুন মডেল হিসেবে আদর্শ বলা যায়। এডিটিং মাস্টারি, শট ট্রানজিশন থেকে টেম্পোর ম্যানিপুলেশন, সবই নিখুঁত! শিল্পীদের পারফম্যান্স; এক কথায় ফায়ার! শুভকামনা সৈকতদা, আপনার জন্য শুভকামনা সবসময়! তাই তো আপনার নাম ম্যাজিকম্যান।”
ঢাকা/রাহাত/শান্ত