মায়ের কোন কথাটা অক্ষরে অক্ষরে মানেন রাশা
Published: 11th, August 2025 GMT
‘আজাদ’ দিয়ে শুরু হয়েছে রাশা থাডানির বলিউডযাত্রা। সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে না পারলেও নজর কেড়েছেন রাভিনা ট্যান্ডন–কন্যা। অনন্য স্টাইল, আত্মবিশ্বাসী উপস্থিতি আর নাচের দক্ষতায় জয় করেছেন দর্শকের মন। বলিউডের ‘ড্যান্স কুইন’ মাধুরী দীক্ষিতও তাঁর নাচে মুগ্ধ।
অভিনয়ের পাশাপাশি নিজের জীবনধারা নিয়েও স্পষ্ট অবস্থান রাখেন রাশা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম অমর উজালাকে দেওয়া সাক্ষাৎকারে এই তরুণ অভিনেত্রী বলেন, তাঁর প্রজন্ম জেন-জি—নিজেদের মতো করে বাঁচতে ভয় পায় না। ‘আমরা নিজের ব্যক্তিত্ব নিয়ে গর্ব করি। নিখুঁত হওয়ার সামাজিক চাপ নিই না, বরং খোলাখুলি মতামত প্রকাশ করি।’
রাশা থাডানি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিরাজদিখানে ট্রাকের পেছেনে বাসের ধাক্কা, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, রাতে এক্সপ্রেসওয়ের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় হানিফ পরিবহনের একটি বাস। এসময় ঘটনাস্থলে বাসের এক যাত্রী মারা যান। আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
আরো পড়ুন:
মিরপুরে পিকআপের ধাক্কায় নিহত ১
শ্রমিকদের সড়ক জিম্মির খেলা বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।”
ঢাকা/রতন/মাসুদ