মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে পাঠানো ১৫ জন বাংলাদেশি নাগরিককে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দিতে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে পুলিশ।

আজ শুক্রবার তাঁদের থানায় হস্তান্তর করে বিজিবি। তার আগে গত বুধবার কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে বিজিবি।

আটক ব্যক্তিদের মধ্যে নয়জন পুরুষ, তিনজন নারী ও তিনটি শিশু। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। পুলিশে হস্তান্তর করা ১৫ জনের মধ্যে দুজন বাগেরহাটের রামপাল উপজেলার, চারজন খুলনার বটিয়াঘাটা উপজেলার এবং অন্যরা নড়াইলের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন প্রথম আলোকে বলেন, আটক প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ তাঁদের বাংলাদেশে ঠেলে দিলে বিজিবি তাঁদের আটক করে। আজ সকালে বিজিবি তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি বলেন, ‘আমরা আটক ব্যক্তিদের পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা তাদের নিয়ে যাবে। আমরা তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেব।’

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে জেলার বড়লেখা সীমান্ত দিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাঁদের আটক করে বিজিবি। তাঁদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৪ বাংলাদেশি নাগরিককে আজ সকালে বড়লেখা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তাঁদের মধ্যে ৩০ জনের বাড়ি নড়াইলে। অন্যদের বাড়ি সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায়। তাঁদেরও পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনবড়লেখা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৪৪ জনকে পুলিশে হস্তান্তর করল বিজিবি৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কমলগঞ জ পর ব র

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছেন বলে তার পরিবার অভিযোগ করেছে।

ওই ব্যক্তির নাম বদরউদ্দীন (৩০)। তিনি জেলার জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্কুল পাড়ার আব্দুল করিমের ছেলে।

আরো পড়ুন:

পাহাড় থেকে পা পিছলে পড়ল শিশুটি, বিজিবির সহায়তায় জীবনরক্ষা 

দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক: বিজিবির মহাপরিচালক

বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদরউদ্দীন মানব পাচারে জড়িত। বুধবার সীমান্ত দিয়ে অবৈধভাবে পাঁচ থেকে ছয় জনকে ভারতে পাচার করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে বদরউদ্দীনের সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়। তবে, ধরা পড়েন তিনি। পরে বিএসএফ সদস্যরা তাকে নোনাগঞ্জ ক্যাম্পে ধরে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, ‘‘বিএসএফ সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিজিবি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘‘বিএসএফ এক জনকে ধরে নিয়ে গেছে বলে লোকমুখে শুনেছি।’’

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘‘অসমর্থিত সূত্রে জানতে পেরেছি, বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর, সবাই কয়রার বাসিন্দা
  • সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো মৃত বাবার মুখ দেখলেন মেয়ে
  • জীবননগর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ