সারাদেশে চলছে মৃদু তাপপ্রবাহ। চৈত্রের কাঠফাটা রোদে চট্টগ্রামে ক’দিন ধরে তাপমাত্রা উঠছে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাড়তি এই তাপমাত্রায় তীব্র গরম অনুভূত হচ্ছে। এতে হাঁসফাঁস জনজীবন। কাঠফাটা এই গরম কষ্ট বাড়িয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায় খাঁচায় বন্দি থাকা সাড়ে ছয় শতাধিক পশুপাখির। খরতাপে বাড়ছে অস্বস্তি। অনেক পশু-প্রাণীর শরীরে দেখা দিচ্ছে পানিশূন্যতা। এতে আচরণগত পরিবর্তন দেখা দিচ্ছে পশুপাখির মধ্যে। গরমের কারণে খাবার গ্রহণেও দেখা দিচ্ছে অরুচি। অনেক পশু-পাখি গরমে শুধু হাঁপাচ্ছে। দুঃসহ এ গরম থেকে পরিত্রাণ পেতে এখন বেশির ভাগ সময় পানিতেই কাটছে বাঘ, সিংহ, ভালুকসহ বেশির ভাগ পশু প্রাণীর।
চট্টগ্রামে প্রতিনিয়ত গরমের তীব্রতা বাড়তে থাকায় পশু-প্রাণীদের নিয়ে দুশ্চিন্তা বাড়ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। রোগবালাই থেকে রক্ষা করতে বাড়ানো হয়েছে যত্ন ও নজরদারি। পানিশূন্যতা থেকে রক্ষা করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন সংশ্লিষ্টরা। এ জন্য গরম থেকে কিছুটা হলেও প্রশান্তি দিতে প্রতিদিন বাড়তি পানি দেওয়া হচ্ছে। খাবারের তালিকায় আনতে হচ্ছে ভিন্নতা। দেওয়া হচ্ছে বাড়তি স্যালাইন, ভিটামিন সি, গ্লুকোজ জাতীয় তরল খাবার। সরেজমিন গিয়ে গরমের তীব্রতায় মাংসাশী প্রাণীগুলোকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে দেখা গেছে। স্বাভাবিক সময়ের মতো বাঘ-সিংহের সেই হুঙ্কার তেমন চোখে পড়েনি। স্বাভাবিক সময়ে চিড়িয়াখানার প্রবেশমুখে
থাকা সিংহের হুঙ্কার শুনতেন দর্শনার্থীরা; চোখে পড়তো বাঘ ও সিংহের খাঁচার চারপাশে রাজার মতো ঘুরে বেড়ানো ও ছুটোছুটির দৃশ্য। তবে গরম থেকে কিছুটা মুক্তি পেতে এখন বেশিরভাগ সময় কাটছে খাঁচার ভেতরে থাকা পানির চৌবাচ্চায়। মাথাসহ পুরো শরীর ভিজিয়ে বসে থাকে প্রাণীগুলো। কখনও খুনসুটি করে; পানিতে ডুব দিয়ে সময় কাটছে বাঘ করোনা, জয়া, জো বাইডেন, শুভ্রার। স্বাভাবিক সময়ের মতো চিৎকার, চেঁচামেচি এখন তেমন নেই ম্যাকাউ, টিয়াসহ বেশিরভাগ পশু-পাখির। ভালুক কখনো পানিতে কখনও খাঁচায় বসে পার করছে সময়। খাঁচার এক কোণে বসে থাকে মায়া হরিণ।
চিড়িয়াখানার কিউরেটর ডা.
পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তারা বলছেন, জলীয় বাষ্পের আধিক্যের কারণে চট্টগ্রামে তাপমাত্রা বাড়ছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকায় গরমের তীব্রতা বেশি অনুভব হচ্ছে। কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও এতে তেমন কমবে না গরমের তীব্রতা। এপ্রিলের চেয়ে মে মাসে গরমের তীব্রতা আরও বাড়বে।
চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে দুই ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় আসা মো. ইরফান বলেন, ‘বাঘ-সিংহসহ পছন্দের কিছু পশু-প্রাণী দেখতে দুই ছেলেকে নিয়ে এসেছি। তবে এখানে এসে স্বাভাবিক সময়ের মতো বাঘ, সিংহসহ বেশিরভাগ পশু-প্রাণীর দৌড়ঝাঁপ চোখে পড়ছে না। মানুষের মতো গরমে হাঁসফাঁস প্রাণীরাও।’ বড় ছেলে মো. ইমরুল বলেন, ‘এসেছিলাম বাঘ-সিংহ মামার হুঙ্কার দেখতে, তাদের ছুটোছুটি দেখতে। ইচ্ছা ছিল খাঁচার সামনে বাঘ, কিংবা সিংহের সাথে একটি ছবি তোলার। অনেকক্ষণ অপেক্ষা করেও তাদের দেখা পায়নি। কারণ তাদের বেশিরভাগ সময় কাটছে পানির চৌবাচ্চায়। গরমে আমাদের মতো ভালো নেই তারাও।’
উৎস: Samakal
কীওয়ার্ড: স ব ভ ব ক সময় র ভ গ সময় গরম থ ক
এছাড়াও পড়ুন:
গাজীপুরের পাঁচ এলাকায় বেপরোয়া অপরাধীরা, বাসিন্দারা আতঙ্কে
ঢাকা থেকে উত্তরার আবদুল্লাহপুর পার হলেই টঙ্গী। গাজীপুর মহানগরীর সীমানা এখান থেকেই শুরু। ছিনতাই, খুনসহ নানা আপরাধের শুরুটাও যেন এখান থেকেই। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে দুই কিলোমিটার এগিয়ে গেলেই স্টেশন রোড এলাকা। থানার পাশে হলেও এখানে বেপরোয়া আপরাধীরা। সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চান্দনা চৌরাস্তা এখন অপরাধের রাজত্ব। পাশাপাশি টঙ্গী উড়ালসড়ক, জয়দেবপুর ও কোনাবাড়ী এলাকাও এখন অপরাধীদের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মহানগর পুলিশের তথ্যমতে, টঙ্গী স্টেশন রোড, টঙ্গী উড়ালসড়ক, চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর ও কোনাবাড়ী— এই পাঁচ এলাকায় সবচেয়ে বেশি চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো ঘটনা প্রায়ই ঘটছে। এসব এলাকায় টহল পুলিশের সংখ্যা ও নজরদারিও বাড়ানো হয়েছে। তারপরও বন্ধ করা যাচ্ছে না এসব ছোট–বড় অপরাধ। গত ৫ আগস্টের পর এই অপরাধপ্রবণতা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অপরাধপ্রবণতা বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণের কথা বলছে পুলিশ। মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেন, গাজীপুরে ৫ আগস্টের পর অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে ক্রাইম বেড়ে যায়। এটা জননিরাপত্তার জন্য হুমকি। আগের রেজিম (সরকার) এই জেলায় শক্তিশালী। সেই দলটি গাজীপুরকে অস্থিতিশীল করছে। সেটিও নজরদারি করা হচ্ছে। এই নজরদারি করতে গিয়ে অন্যান্য অপরাধ মনোযোগ নষ্ট করছে।
মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর ৮টি থানায় গত ৭ মাসে ৪৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি খুনের মামলা হয়েছে মহানগরের সদর থানায়। ৭ মাসে এ থানায় ১১টি হত্যা মামলা হয়েছে। ২০২৪ সালের ১২ মাসে সদর থানায় হত্যা মামলা হয়েছিল ৮টি। গত বছর নগরের আট থানায় মোট হত্যা মামলা হয়েছিল ৪৮টি।
গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় কুপিয়ে হত্যা করা হয়েছে