জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) সোমবার জানিয়েছে, ২০১৪ সালে ইউক্রেনের আকাশে মালয়েশিয়া এয়ারলাইনসের যাত্রীবাহী ফ্লাইট এমএইচ-১৭ ভূপাতিত করার ঘটনায় রাশিয়া দায়ী। ওই ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছিলেন।

মন্ট্রিলভিত্তিক সংস্থাটি জানায়, ওই বছরের ১৭ জুলাই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফ্লাইট এমএইচ-১৭ ভূপাতিত করার ঘটনায় অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস যে অভিযোগ এনেছে, তা ‘তথ্য ও আইনের দিক থেকে যথার্থ’।

গতকাল সোমবার আইসিএওর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালে মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটি ভূপাতিত করার ঘটনার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক বিমান আইনের আওতায় নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

আইসিএও আরও বলেছে, সংস্থাটির কাউন্সিল প্রথমবারের মতো সদস্যরাষ্ট্রগুলোর বিরোধ যাচাই করে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত জানাল।

নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিল বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। পথে দোনেৎস্কে এটি বিধ্বস্ত হয়। সে সময় ওই অঞ্চলে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত ছিলেন।

রুশনির্মিত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়োজাহাজটি ভূপাতিত হয়। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুই-তৃতীয়াংশ ছিলেন ডাচ্‌ নাগরিক, ৩৮ জন ছিলেন অস্ট্রেলীয় ও ৩০ জনের মতো মালয়েশিয়ার নাগরিক। এর মধ্যে অনেকেরই দ্বৈত নাগরিকত্ব ছিল। তৎকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছিলেন।

বিচ্ছিন্নতাবাদীদের দাবি, উড়োজাহাজটিকে ইউক্রেন সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এর জন্য দায়ী ইউক্রেন।

তবে ওই ঘটনার পরদিন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, উড়োজাহাজটিকে যেখান থেকে গুলি করা হয়েছিল, তা ছিল রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন এলাকা। তিনি জানান, রাশিয়ার সহায়তা ছাড়া তারা এটিকে ভূপাতিত করতে পারত না।

২০২২ সালে একটি ডাচ্‌ আদালত এ ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এঁদের মধ্যে দুজন ছিলেন রুশ নাগরিক। তবে রাশিয়া তাঁদের হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়।

রাশিয়া বরাবরই এমএইচ-১৭ বিধ্বস্ত হওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে।

গতকাল রাতে আইসিএওর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস সরকার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ প ত ত কর ইউক র ন র ঘটন য়

এছাড়াও পড়ুন:

জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: জি এম কাদের

জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে প্রশ্ন আসে, একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে ব্যাপক গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ দায়ী সংগঠনগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত হবে। কারণ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি গণহত্যা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময়।’

জি এম কাদের বলেন, ‘আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। নিয়মতান্ত্রিক রাজনীতি করছে বা করতে চায়, এমন কোনো দলকে আমরা নিষিদ্ধ করার পক্ষে নই। আওয়ামী লীগ সরকার যখন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছে, আমরা তার প্রতিবাদ করেছি।’

আজ শনিবার জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জি এম কাদের এ কথা বলেন।

জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে জাতীয় পার্টির অংশগ্রহণ ও সমর্থন ছিল বলে আবারও উল্লেখ করেন জি এম কাদের। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে জাতীয় পার্টির দুজন নেতা শহীদ হয়েছেন। আক্ষেপ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, আন্দোলনে আমাদের অবদান শুধু অস্বীকার করাই হচ্ছে না, ছাত্র হত্যার মামলায় অন্যায়ভাবে আমাদের আসামিও করা হচ্ছে।’

জাতীয় পার্টি নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে, এমন অভিযোগ খণ্ডন করে জি এম কাদের বলেন, ২০১৪ সালের নির্বাচনে তাঁর নেতৃত্বে জাতীয় পার্টির প্রায় ২৭০ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছিলেন। বিভিন্নভাবে তাঁকে নির্বাচনে থাকতে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। তিনি বলেন, বিএনপি ২০১৪ সালের নির্বাচনে না গেলেও ওই বছর স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিয়েছিল। আবার ২০১৮ সালের নির্বাচনে বিএনপিসহ সব দল নির্বাচনে গিয়েছিল। তাহলে ২০১৪ সালের স্থানীয় সরকার নির্বাচন ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপিসহ অন্য দলগুলো কী আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেয়নি, এমন প্রশ্ন তুলেন তিনি।

জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. আরিফ আলীর পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হকও বক্তব্য দেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: জি এম কাদের