প্রথমবারের মতো বেরোবিতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন
Published: 14th, May 2025 GMT
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীর অংশগ্রহণ করেছেন।
বুধবার (১৪ মে) সকালে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত রংপুর শহরের দর্শনা মোড়ে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক মো.
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এনামউল্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান, ইন্সটিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরী এবং নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড ইকোনোমিকস অ্যান্ড এনভায়রনমেন্টের নির্বাহী পরিচালক ড. পরশ খারেল।
বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত দুইদিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথমদিন ছয়টি সেশন অনুষ্ঠিত হয়। এবারের কনফারেন্সের থিম হলো- ‘সোশ্যাল সায়েন্স টুডে অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট: ট্রেন্ডস, ডিলেমাস অ্যান্ড অপারচুনিটিস’। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ তিনটি ভেন্যুতে পর্যায়ক্রমে ছয়টি পৃথক সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ তাদের ৬৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক লিসেল রিচি সামাজিক স্থায়ীত্ব ও স্থিতিস্থাপকতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পর্নো তারকা থেকে বলিউডে, সানি লিওনের জানা-অজানা গল্প
পর্নো ছবির তারকা থেকে বলিউডে জায়গা করে নেওয়া অভিনেত্রী সানি লিওনের আজ জন্মদিন। আজ মঙ্গলবার, ১৩ মে, তিনি ৪৪ বছরে পা রাখলেন। সাহসী উপস্থিতি আর নানা বিতর্ক পেরিয়ে আজ তিনি কেবল গ্ল্যামার-আইকন নন, বরং একজন সফল তারকা মুখ।
জীবনের নানা বাঁকে, নানা পরিচয়ে দেখা দিয়েছেন সানি লিওন। কেউ তাঁকে দেখেন সাহসী নারী হিসেবে, কেউবা বিতর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু নিজের পরিচয় গড়েছেন নিজেই। জন্মদিনে চলুন জেনে নিই সানির জীবনের কিছু পরিচিত এবং কিছু কম পরিচিত অধ্যায়।
নার্স হওয়ার স্বপ্ন, বেকারি থেকে রুপালি পর্দায়
সানির জন্ম কানাডার অন্টারিওতে, এক শিখ-পাঞ্জাবি পরিবারে। তাঁর আসল নাম করনজিৎ কাউর ভোহরা। ছোটবেলায় ধর্মীয় স্কুলে পড়াশোনা করেছেন। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিলেন সক্রিয়। বড় হয়ে পড়েন পেডিয়াট্রিক নার্সিংয়ে। কাজও নেন একটি জার্মান বেকারিতে। কিন্তু জীবনের মোড় ঘোরে ১৯ বছর বয়সে। সেই বয়সেই তিনি সাহসী সিদ্ধান্ত নেন—পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন অন্যতম পরিচিত নাম।
বলিউডে অভিষেক
বলিউডে পা রাখার আগে সানি চারবার ঘুরে যান ভারত। ২০০৫ সালে প্রথমবার ভারতের টেলিভিশনে দেখা যায় তাঁকে—এমটিভি অ্যাওয়ার্ডসে রেড কার্পেট রিপোর্টার হিসেবে। ২০১১ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে প্রথমবার ভারতের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। সেখান থেকেই পরিচালক মহেশ ভাটের নজরে আসেন। এরপর ২০১২ সালে ‘জিসম ২’ দিয়ে শুরু বলিউড–যাত্রা। এরপর ‘রাগিনি এমএমএস ২ ’, ‘এক পাহি লিলা’, ‘মাস্তিজাদে’, ‘তেরি মেরি কাহানি’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন। শাহরুখ খানের ‘রইস’-এ একটি বিশেষ গানে তাঁকে দেখা যায়, যা দারুণ জনপ্রিয় হয়।