বান্দরবানের আলীকদমের পানবাজার-কলারঝিরি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেছে একটি জিপ। এ সময় তনয়া ম্রো (২৮) নামের এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ২৩ জন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হতাহত ব্যক্তিরা সবাই ম্রো সম্প্রদায়ের। বিয়েকে কেন্দ্র করে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনায় সময় তাঁদের বহনকারী জিপটি প্রায় ৬০ ফুট গভীর খাদে পড়ে যায়।

জিপটি থানচির তংপংপাড়া থেকে নারী-পুরুষসহ প্রায় ৩০ জনকে নিয়ে আলীকদমের মেনপাপাড়া এলাকায় যাচ্ছিল। জানতে চাইলে থানচির তংপংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুমরুই ম্রো বলেন, গত মাসে তংপংপাড়ার এক তরুণের সঙ্গে মেনপাপাড়া এক তরুণীর বিয়ে হয়েছে। ম্রো সমাজের প্রথা অনুযায়ী কনের পরিবারকে বরপক্ষের কনেপণ দিতে হয়। আনুষ্ঠানিকভাবে ওই কনেপণ দেওয়ার জন্য বরপক্ষ মেনপাপাড়ায় যাচ্ছিল। হতাহত ব্যক্তিদের মধ্যে নারী-শিশুর সংখ্যাই বেশি।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিপে ধারণক্ষমতা ১২-১৪ জন। কিন্তু গাড়িতে অন্তত ৩০ জনের মতো উঠেছিলেন। খাড়া পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

হলান্ডের জোড়া গোল, গোল দুই অভিষিক্তর, সিটির বড় জয়

উলভারহ্যাম্পটন ০: ৪ ম্যানচেস্টার সিটি

মলিন্যুতে ম্যাচ। তবু আজ উলভারহ্যাম্পটনের বিপক্ষে নিরঙ্কুশ ফেবারিটই ছিল ম্যানচেস্টার সিটি। ফুটবলের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা অপটা প্রেডিকটরের হিসেবে শতকরা ৯৪ ভাগ জয়ের সম্ভাবনা নিয়েই মাঠে নেমেছিল পেপ গার্দিওলার সিটি। ভবিষ্যদ্বাণী মিলিয়ে বড় ব্যবধানেই জিতেছে সিটি। উলভারহ্যাম্পটনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে সিটিজেনরা।

দুই অর্ধে দুটি করে গোল করেছে সিটি। দুই অর্ধেই একটি করে গোল পেয়েছেন আর্লিং হলান্ড। সিটিতে যোগ দেওয়ার পর চার মৌসুমেই প্রথম ম্যাচে গোল করার ধারা ধরে রাখলেন নরওয়েজীয় স্ট্রাইকার। সিটির অন্য দুটি গোল দুই অভিষিক্ত খেলোয়াড় তিজানি রেইন্ডার্স ও রায়ান শেরকির।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না সিটির। অফসাইডের কারণে উলভসের মার্শাল মুনেতসির একটি গোল বাতিল না হলে এগিয়েও যেতে পারত তারা। ২৬ মিনিটে সেই গোল বাতিলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সিটি। ৩৪ মিনিটে হল্যান্ডের গোল এগিয়ে যায় দলটি।

প্রিমিয়ার লিগ অভিষেকেই গোল পেয়েছেন সিটির ডাচ মিডফিল্ডার তিজানি রেইন্ডার্স

সম্পর্কিত নিবন্ধ