বান্দরবানের আলীকদমের পানবাজার-কলারঝিরি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেছে একটি জিপ। এ সময় তনয়া ম্রো (২৮) নামের এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ২৩ জন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হতাহত ব্যক্তিরা সবাই ম্রো সম্প্রদায়ের। বিয়েকে কেন্দ্র করে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনায় সময় তাঁদের বহনকারী জিপটি প্রায় ৬০ ফুট গভীর খাদে পড়ে যায়।

জিপটি থানচির তংপংপাড়া থেকে নারী-পুরুষসহ প্রায় ৩০ জনকে নিয়ে আলীকদমের মেনপাপাড়া এলাকায় যাচ্ছিল। জানতে চাইলে থানচির তংপংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুমরুই ম্রো বলেন, গত মাসে তংপংপাড়ার এক তরুণের সঙ্গে মেনপাপাড়া এক তরুণীর বিয়ে হয়েছে। ম্রো সমাজের প্রথা অনুযায়ী কনের পরিবারকে বরপক্ষের কনেপণ দিতে হয়। আনুষ্ঠানিকভাবে ওই কনেপণ দেওয়ার জন্য বরপক্ষ মেনপাপাড়ায় যাচ্ছিল। হতাহত ব্যক্তিদের মধ্যে নারী-শিশুর সংখ্যাই বেশি।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিপে ধারণক্ষমতা ১২-১৪ জন। কিন্তু গাড়িতে অন্তত ৩০ জনের মতো উঠেছিলেন। খাড়া পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ভূখণ্ড নিয়ে ‘কোনো আপস’ হয়নি: রুশ কর্মকর্তা

যুদ্ধের ইতি টানতে ইউক্রেনীয় ভূখণ্ড নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ‘কোনো আপস’ হয়নি। মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বৈঠকের পর এক রুশ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার মঙ্গলবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার অংশ হিসেবে তাঁরা এ বৈঠক করেন। এ বৈঠক প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এবং মধ্যরাতের পর শেষ হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো আপসে পৌঁছাতে পারিনি। তবে মার্কিন কিছু প্রস্তাব নিয়ে আলোচনা এগোতে পারে।’

উশাকভ মঙ্গলবারের আলোচনাকে ‘খুবই ইতিবাচক ও গঠনমূলক’ উল্লেখ করলেও তিনি জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন ও মস্কো— উভয় পক্ষের সামনে এখনো অনেক কাজ বাকি।’

মার্কিন প্রতিনিধিদল একটি শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে রাশিয়ার রাজধানীতে গিয়েছিল। সেখানে আগের ফাঁস হওয়া ২৮ দফা শান্তি পরিকল্পনার খসড়ার হালনাগাদ সংস্করণ নিয়ে আলোচনা হয়। ফাঁস হওয়া ‘খসড়াটি রাশিয়ার পক্ষে গেছে’— ইউক্রেন ও দেশটির মিত্রদের এমন কঠোর সমালোচনার মুখে ওয়াশিংটন এতে পরিবর্তন আনে।

কিয়েভ ও ইউরোপের পাল্টা প্রস্তাবটিরও নিন্দা করেছে ক্রেমলিন। পুতিন বারবার বলে আসছেন, এটি তাঁর দেশের কাছে ‘অগ্রহণযোগ্য’।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো, রাশিয়া; ২ ডিসেম্বর, ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ