বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে জিপ, এক নারী নিহত, আহত ২৩
Published: 16th, May 2025 GMT
বান্দরবানের আলীকদমের পানবাজার-কলারঝিরি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেছে একটি জিপ। এ সময় তনয়া ম্রো (২৮) নামের এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ২৩ জন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হতাহত ব্যক্তিরা সবাই ম্রো সম্প্রদায়ের। বিয়েকে কেন্দ্র করে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনায় সময় তাঁদের বহনকারী জিপটি প্রায় ৬০ ফুট গভীর খাদে পড়ে যায়।
জিপটি থানচির তংপংপাড়া থেকে নারী-পুরুষসহ প্রায় ৩০ জনকে নিয়ে আলীকদমের মেনপাপাড়া এলাকায় যাচ্ছিল। জানতে চাইলে থানচির তংপংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুমরুই ম্রো বলেন, গত মাসে তংপংপাড়ার এক তরুণের সঙ্গে মেনপাপাড়া এক তরুণীর বিয়ে হয়েছে। ম্রো সমাজের প্রথা অনুযায়ী কনের পরিবারকে বরপক্ষের কনেপণ দিতে হয়। আনুষ্ঠানিকভাবে ওই কনেপণ দেওয়ার জন্য বরপক্ষ মেনপাপাড়ায় যাচ্ছিল। হতাহত ব্যক্তিদের মধ্যে নারী-শিশুর সংখ্যাই বেশি।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিপে ধারণক্ষমতা ১২-১৪ জন। কিন্তু গাড়িতে অন্তত ৩০ জনের মতো উঠেছিলেন। খাড়া পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
বাউবির এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ, কবে কখন কোন বিষয়ে পরীক্ষা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে ৪ জুলাই, শেষ হবে আগামী ৮ আগস্ট।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষাকক্ষে নিজের আসনে বসতে হবে।
বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে। একনজরে দেখে নিই কবে, কখন, কোন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকালের পরীক্ষা-সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
৪ জুলাই: বাংলা (আবশ্যিক) প্রথম পত্র
১১ জুলাই: ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র
১৮ জুলাই: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আবশ্যিক) প্রথম পত্র
২৫ জুলাই: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র/পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র/ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র
২৬ জুলাই: ভূগোল (তত্ত্বীয়) প্রথম পত্র/গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র/কৃষিশিক্ষা (তত্ত্বীয়) প্রথম পত্র
১ আগস্ট: সমাজবিজ্ঞান প্রথম পত্র/যুক্তিবিদ্যা প্রথম পত্র/সমাজকর্ম প্রথম পত্র/রসায়ন (তত্ত্বীয়) প্রথম পত্র/হিসাববিজ্ঞান প্রথম পত্র
২ আগস্ট: অর্থনীতি প্রথম পত্র/জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র
৮ আগস্ট: ইতিহাস প্রথম পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র/ইসলাম শিক্ষা প্রথম পত্র/উচ্চতর গণিত (তত্ত্বীয়) প্রথম পত্র/ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র
বিকেলের পরীক্ষা-সময়: বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
৪ জুলাই: বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
১১ জুলাই: ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র
২৫ জুলাই: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র/পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র
২৬ জুলাই: ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ কৃষিশিক্ষা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র
১ আগস্ট: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র/যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র/সমাজকর্ম দ্বিতীয় পত্র/রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র
২ আগস্ট: অর্থনীতি দ্বিতীয় পত্র/জীববিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র
৮ আগস্ট: ইতিহাস দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র/ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র/উচ্চতর গণিত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র
ব্যবহারিক পরীক্ষার সময়
সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১০ থেকে ১৭ আগস্টের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। ২১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে পৌঁছাতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট