নিজেকে কুমিল্লার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক দাবি করা ইমপা ফারহা সংগঠন থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, নিজের ইচ্ছায় আন্দোলনের সব ধরনের দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

শনিবার (১৭ মে) ফেসবুক পোস্টে ইমপা ফারহা লেখেন, “আমি এতো দিন কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হিসেবে যুক্ত ছিলাম। আজ আমি নিজ ইচ্ছায় আমার পদ থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে বৈষম্যবিরোধীর কোনো কিছুতে আমি যুক্ত হব না।”

আরো পড়ুন:

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ নেতার পদত্যাগ

জাতীয় পার্টি ছাড়লেন খুলনার সাবেক এমপিসহ ৩ নেতা

তিনি আরো লেখেন, “পরবর্তীতে আমি আমার মতো করে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারি। এইটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার হবে আমি কোন দলের সাথে যুক্ত হব।”

এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে ইমপা ফারিহা ফোন ধরেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা বা মহানগর কমিটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকা/রুবেল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ পদত য গ

এছাড়াও পড়ুন:

নির্বাচন নিয়ে চিন্তা করা আমার দায়িত্ব নয়: উপদেষ্টা সাখাওয়াত

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‍“জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা  আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবে। ইলেকশন কমিশন আছে তারা দেখবে। এ  নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার দায়িত্ব না। আমার বিষয় হলো, আমি চা শ্রমিকদের নিয়ে চিন্তা করব।”

শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, “চা শ্রমিকদের বেতন ভাতা যা আছে, তা যথেষ্ট না। বাগানে চা উৎপাদনের খরচের চেয়ে অকশনে (নিলাম) চায়ের দাম কম পাচ্ছেন বাগান মালিকরা। এখন মালিকদের পকেটে যদি টাকা না থাকে তবে, জোর করে বেতন ভাতা আদায় করা যাবে না।”     

আরো পড়ুন:

‌‘পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ের সময় এসেছে’

কোরবানির সব হাটেই বসবে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক: ফরিদা আখতার

তিনি  বলেন, “চা বাগান পরিদর্শনে আসা পর্যটকদের জন্য টিকিটের ব্যবস্থা করতে হবে। এই প্রবেশ ফির অর্থ ব্যয় হবে চা শ্রমিকদের কল্যাণে।”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কলকারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন,  শ্রম অধিপ্তরের  অতিরক্তি পরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার মো. এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা তপন দত্ত, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, গীতা রানী কানু ও লশমী গোয়ালা।

ঢাকা/আজিজ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ