বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার এক সংগঠকের পদত্যাগ
Published: 17th, May 2025 GMT
নিজেকে কুমিল্লার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক দাবি করা ইমপা ফারহা সংগঠন থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, নিজের ইচ্ছায় আন্দোলনের সব ধরনের দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
শনিবার (১৭ মে) ফেসবুক পোস্টে ইমপা ফারহা লেখেন, “আমি এতো দিন কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হিসেবে যুক্ত ছিলাম। আজ আমি নিজ ইচ্ছায় আমার পদ থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে বৈষম্যবিরোধীর কোনো কিছুতে আমি যুক্ত হব না।”
আরো পড়ুন:
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ নেতার পদত্যাগ
জাতীয় পার্টি ছাড়লেন খুলনার সাবেক এমপিসহ ৩ নেতা
তিনি আরো লেখেন, “পরবর্তীতে আমি আমার মতো করে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারি। এইটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার হবে আমি কোন দলের সাথে যুক্ত হব।”
এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে ইমপা ফারিহা ফোন ধরেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা বা মহানগর কমিটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঢাকা/রুবেল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ পদত য গ
এছাড়াও পড়ুন:
জবিতে রাত ১০টার পর অবস্থান নিষেধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রাত ১০টার পর শিক্ষার্থীসহ কাউকে অবস্থান না করার নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত ১০টার পর অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্ত কাম্য।
আরো পড়ুন:
তুমি কি জাদু জানো, ছাত্রীকে ইবি শিক্ষক
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় জবির ৩ শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে রাত ১০টার পর ক্যাম্পাসে যেকোনো ধরনের অবস্থান কার্যত নিষিদ্ধ হয়ে গেল।
বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী দিয়া রশিদ বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের সিদ্ধান্ত সময়োপযোগী হলেও প্রয়োগের ক্ষেত্রে মানবিকতা ও নমনীয়তা থাকা দরকার।”
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বলে জানা গেছে। উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সুবিধা ও শৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, সবাই নিয়মটি মেনে চলবে।”
ঢাকা/লিমন/মেহেদী