বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার এক সংগঠকের পদত্যাগ
Published: 17th, May 2025 GMT
নিজেকে কুমিল্লার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক দাবি করা ইমপা ফারহা সংগঠন থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, নিজের ইচ্ছায় আন্দোলনের সব ধরনের দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
শনিবার (১৭ মে) ফেসবুক পোস্টে ইমপা ফারহা লেখেন, “আমি এতো দিন কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হিসেবে যুক্ত ছিলাম। আজ আমি নিজ ইচ্ছায় আমার পদ থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে বৈষম্যবিরোধীর কোনো কিছুতে আমি যুক্ত হব না।”
আরো পড়ুন:
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ নেতার পদত্যাগ
জাতীয় পার্টি ছাড়লেন খুলনার সাবেক এমপিসহ ৩ নেতা
তিনি আরো লেখেন, “পরবর্তীতে আমি আমার মতো করে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারি। এইটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার হবে আমি কোন দলের সাথে যুক্ত হব।”
এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে ইমপা ফারিহা ফোন ধরেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা বা মহানগর কমিটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঢাকা/রুবেল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ পদত য গ
এছাড়াও পড়ুন:
হলান্ডের জোড়া গোল, গোল দুই অভিষিক্তর, সিটির বড় জয়
উলভারহ্যাম্পটন ০: ৪ ম্যানচেস্টার সিটি
মলিন্যুতে ম্যাচ। তবু আজ উলভারহ্যাম্পটনের বিপক্ষে নিরঙ্কুশ ফেবারিটই ছিল ম্যানচেস্টার সিটি। ফুটবলের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা অপটা প্রেডিকটরের হিসেবে শতকরা ৯৪ ভাগ জয়ের সম্ভাবনা নিয়েই মাঠে নেমেছিল পেপ গার্দিওলার সিটি। ভবিষ্যদ্বাণী মিলিয়ে বড় ব্যবধানেই জিতেছে সিটি। উলভারহ্যাম্পটনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে সিটিজেনরা।
দুই অর্ধে দুটি করে গোল করেছে সিটি। দুই অর্ধেই একটি করে গোল পেয়েছেন আর্লিং হলান্ড। সিটিতে যোগ দেওয়ার পর চার মৌসুমেই প্রথম ম্যাচে গোল করার ধারা ধরে রাখলেন নরওয়েজীয় স্ট্রাইকার। সিটির অন্য দুটি গোল দুই অভিষিক্ত খেলোয়াড় তিজানি রেইন্ডার্স ও রায়ান শেরকির।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না সিটির। অফসাইডের কারণে উলভসের মার্শাল মুনেতসির একটি গোল বাতিল না হলে এগিয়েও যেতে পারত তারা। ২৬ মিনিটে সেই গোল বাতিলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সিটি। ৩৪ মিনিটে হল্যান্ডের গোল এগিয়ে যায় দলটি।
প্রিমিয়ার লিগ অভিষেকেই গোল পেয়েছেন সিটির ডাচ মিডফিল্ডার তিজানি রেইন্ডার্স