‘শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আরো ১০ হাজার মানুষ হত্যায় প্রস্তুত ছিলেন’
Published: 17th, May 2025 GMT
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনা একজন রাক্ষসী। তার নির্দেশেই ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে।’’
রিজভী বলেন, ‘‘তিনি চেয়েছিলেন, প্রয়োজনে আরো ১০ হাজার মানুষ মারা যাক—তবুও তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে থাকতে চান।”
শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া স্কুল মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
দানব আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী
বিএনপির বর্ধিত সভায় ঐক্যের ডাক, ভোটের জোর প্রস্তুতিতে চোখ
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তথাকথিত সংস্কারের নামে সরকার নির্বাচন পিছিয়ে দিচ্ছে। দেশের মানুষ একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কিন্তু, সরকার জনগণের সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী প্রমুখ।
ঢাকা/হৃদয়/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র
এছাড়াও পড়ুন:
আটালান্টার ‘ওয়াইল্ড কার্ড’ সাকিব
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার মাঝপথেই যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দল পেলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। মাইনর লিগের দল আটালান্টা ফায়ারে যোগ দিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার্স ড্রাফট হয়েছে আগে। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ৩৮ বছর বয়সী সাকিবকে আন্তর্জাতিক ‘ওয়াইল্ড কার্ড’ প্লেয়ার হিসেবে নিয়েছে আটালান্টা। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান সুপার লিগের ব্যস্ততা শেষ করে আটালান্টার হয়ে খেলতে যাবেন সাকিব।
সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকা সাকিবের প্রথম ম্যাচ ভালো যায়নি। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ১১ রান করেন। বোলিংয়ে এক ওভারে দিয়েছেন ৬ রান।
মাইনর লিগ ক্রিকেটের সাউদার্ন ডিভিশনের দল হিসেবে খেলে আটালান্টা। তাদের ডিভিশনে রয়েছে ওরলান্ডো গ্যালাক্সি, লডারডেল লায়ন্স, মরিসভিলে র্যাপ্টোর্স, বাল্টিমোর রয়্যালস ও আলাটাল্টা লাইটিং। ৩০ আগষ্ট ওরলান্ডো গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আটালান্টা ফায়ার। টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ অক্টোবর।
সাকিব ছাড়াও আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলা স্টিভেন টেলর ও অ্যারন জোন্স।
সাকিবকে নিশ্চিত করে আটালান্টা নিজেদের ফেসবুকে পোস্ট করেছে, ‘‘আমরা রোমাঞ্চ নিয়ে ঘোষণা করছি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটালান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দিতে যাচ্ছেন। ব্যাট ও বল হাতে একজন গেম চেঞ্জার সাকিব অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা ও তারকা শক্তি এনে দেবেন ফায়ারের লাইনআপে। আটলান্টায় তার জাদু দেখার জন্য তৈরি হন।’’
ঢাকা/ইয়াসিন