যুদ্ধবিরতি অব্যাহত রাখতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। আজ রোববার ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এই যুদ্ধবিরতি চলাকালে আজই পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের প্রধান অগ্রাধিকার হলো শান্তি। আর ভারত বলছে, দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তারক্ষী হিসেবে সাবেক সেনাদের মোতায়েন করা হবে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। পাকিস্তানের বিরুদ্ধে ওই হামলায় মদদ দেওয়ার অভিযোগ আনে ভারত। তবে তা বরাবরই নাকচ করে এসেছে ইসলামাবাদ। এ নিয়ে উত্তেজনার মধ্যে ৬ মে রাত থেকে পাল্টাপাল্টি হামলা শুরু করে ভারত ও পাকিস্তান। চার দিন সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতিতে একমত হয় তারা।

এর পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা বন্ধ রয়েছে। পরে আজ ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, ১২ মে দুই দেশের সেনা অপারেশনের প্রধানের মধ্যে যে যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্য হয়েছিল, তা চলবে। এর মেয়াদ শেষ হওয়ার সুনির্দিষ্ট কোনো তারিখ নেই। গতকাল দুই দেশের বাহিনীর মধ্যে নতুন করে আলাপ হয়নি বলেও জানান তিনি।

যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে সর্বশেষ পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে দেশটি শান্তি চায় বলে উল্লেখ করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। সংবাদমাধ্যম আরটি আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা কোনো সহিংস দেশ নই। আমরা একটি সচেতন ও দায়িত্বশীল দেশ। আমাদের প্রথম অগ্রাধিকার হলো শান্তি।’

আরও পড়ুনপাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নারী ব্লগার গ্রেপ্তার১৮ ঘণ্টা আগে

পাকিস্তান শান্তি চায়—এমন বার্তা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে বিভিন্ন দেশ সফরে যাচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, তাঁকে এ দায়িত্ব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) অন্যতম প্রধান মিত্র পিপিপি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিলাওয়াল লিখেছেন, ‘আমার সঙ্গে আজ প্রধানমন্ত্রী যোগাযোগ করেছিলেন। তিনি অনুরোধ করেছেন, শান্তির পক্ষে পাকিস্তানের অবস্থা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আমি যেন একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিই।’ আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, ওই প্রতিনিধিদলের কাজ হবে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অপপ্রচারগুলো তুলে ধরা।

আরও পড়ুনপেহেলগাম হামলা: বিরোধীদের দাবি এড়াতেই কি বিদেশে দল পাঠাচ্ছে মোদি সরকার১৭ মে ২০২৫

এদিকে এএফপির খবরে বলা হয়েছে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তারক্ষী হিসেবে দেশটির সামরিক বাহিনীর সাবেক সদস্যদের মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। শনিবার ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৪০ হাজার সাবেক সেনাকে স্বেচ্ছাসেবী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৩৫ জনের লাইসেন্স করা ব্যক্তিগত অস্ত্র রয়েছে। সাবেক সেনাসদস্যদের মোতায়েন করার বিষয়টি অনুমোদন দিয়েছে জম্মু ও কাশ্মীর সরকারও।

আরও পড়ুনমাত্র ২৩ মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে: রাজনাথ১৬ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ম ত য় ন কর

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে ৬ ভাড়াটিয়াকে ঘরে রেখে তালা দিলেন মালিক 

সুনামগঞ্জে বাসা ভাড়া নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় ভাড়াটিয়া একটি পরিবারকে ঘরের ভিতরে রেখেই তালা দিলেন মালিক ইউসুফ চৌধুরী। আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর ধরে শহরের রায়পাড়া এলাকায় মাসে সাড়ে ৬ হাজার টাকায় একটি টিনের বাসা ভাড়া নিয়ে পরিবারের ৬ সদস্যসহ বসবাস করে আসছেন চানাচুর বিক্রেতা ইমন বর্মন। বাসা ভাড়া নেয়ার পর থেকে নিয়মিত মাসিক ভাড়া পরিশোধ করছেন তিনি। আর্থিক সমস্যার কারণে জুন মাসের ভাড়া পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েন। ভাড়া পরিশোধের সময় কয়েক তিন দিন অতিক্রান্ত হওয়ায় দুর্ব্যবহার করেন বাড়ির মালিক ইউসুফ চৌধুরী। সময় মতো ভাড়া পরিশোধে অপারগতা প্রকাশ করায় ভাড়াটিয়া ইমন, তার মা জবা বর্মনসহ ছয়জনকে ঘরে তালাবদ্ধ করে রাখেন। ভাড়া পরিশোধ না করা পর্যন্ত তাদের ঘরে তালাবদ্ধ করে রাখা হবে জানিয়ে অন্যত্র চলে যান। 

এ ঘটনা স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ঘরে বন্দি অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাচ্চু মিয়া বাসার মালিকের থেকে চাবি এনে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। 

আরো পড়ুন:

যানজটমুক্ত ঢাকার স্বপ্ন: জুলাই থেকে নামছে ইলেকট্রিক বাস

হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ: হেলপার গ্রেপ্তার

ইমন বর্মন বলেন, ‘‘কয়েক বছর ধরে এই বাসায় ভাড়া থাকি। জুন মাসের ভাড়া পরিশোধ করতে দেরি হওয়ার আমি, আমার মাসহ ৬ জনকে ঘরে রেখে তালা মেরে চলে যান বাড়ির মালিক।’’ তিনি এ ঘটনার বিচার চান।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

ঢাকা/মনোয়ার/বকুল

সম্পর্কিত নিবন্ধ