যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, সে আগুনে ঘি ঢেলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার ট্রাম্প বলেন, জো বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়া–সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছিল। পূর্বসূরি এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জনগণকে অন্ধকারে রাখায় আশ্চর্যান্বিত হয়েছেন তিনি।

ট্রাম্পের এ মন্তব্যের এক দিন আগে ৮২ বছর বয়সী বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর আসে। রোববার তাঁর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা ইতিমধ্যে তাঁর হাড়ে ছড়িয়েছে। তিনি প্রোস্টেট ক্যানসারের একটি আক্রমণাত্মক ধরনে আক্রান্ত।

বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টিকে আরও বড় রাজনৈতিক বিতর্কের সঙ্গে যুক্ত করারও চেষ্টা করেছেন ট্রাম্প, যা শুরু হয়েছে চলতি সপ্তাহে প্রকাশিত একটি নতুন বইকে কেন্দ্র করে। বইটিতে দাবি করা হয়, প্রেসিডেন্ট থাকার সময় বাইডেনের মানসিক সক্ষমতা হ্রাস পাচ্ছিল, কিন্তু হোয়াইট হাউস তা গোপন রাখে।

গতকাল ওভাল অফিসে সাংবাদিকেরা ট্রাম্পকে বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘জনগণকে আরও অনেক আগেই কেন এ বিষয়ে জানানো হয়নি, তা ভেবে আমি অবাক হচ্ছি। এ পর্যায়ে পৌঁছাতে, স্টেজ নাইনে যেতে অনেক সময় লাগে।’

নিজ কার্যালয় থেকে রোববার এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা ইতিমধ্যে তাঁর হাড়ে ছড়িয়েছে। প্রোস্টেট ক্যানসারের একটি আক্রমণাত্মক ধরনে আক্রান্ত তিনি।

সম্ভবত এখানে ট্রাম্প এ মন্তব্যের মাধ্যমে বাইডেনের কার্যালয় থেকে দেওয়া ঘোষণার দিকে ইঙ্গিত করেছেন। বাইডেনের কার্যালয় থেকে বলা হয়েছিল, বাইডেনের ক্যানসার ‘গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)’ পর্যায়ের।

আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্যানুযায়ী, প্রোস্টেট ক্যানসার যখন খুব অস্বাভাবিক আচরণ করে, তখন তাকে সর্বোচ্চ গ্রেড ৫ দেওয়া হয়। গ্লিসন স্কোর সর্বোচ্চ ১০ পর্যন্ত যায়, বাইডেনের স্কোর ৯; যা তাঁর রোগ কতটা গুরুতর তা নির্দেশ করে।

বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর এএফপি কয়েকজন ক্যানসার–বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে। তাঁরা বলেছেন, স্ক্রিনিংয়ের সীমাবদ্ধতার কারণেই হয়তো বাইডেনের অবস্থা এত দিন অজানা থেকে গেছে। উন্নত চিকিৎসাসুবিধা পাওয়া একজন সাবেক প্রেসিডেন্টের ক্ষেত্রেও এমন একটি অগ্রসর পর্যায়ের ক্যানসার দেরিতে শনাক্ত হওয়ার ঘটনা নজিরবিহীন নয়।

জনগণকে আরও অনেক আগেই কেন এ বিষয়ে জানানো হয়নি, তা ভেবে আমি অবাক হচ্ছি। এ পর্যায়ে পৌঁছাতে, স্টেজ নাইনে যেতে অনেক সময় লাগে।ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

তবে ক্যানসার–বিশেষজ্ঞরা যত ব্যাখ্যাই দেন, ট্রাম্প তা মানছেন না। তিনি মনে করেন, বাইডেনের প্রেসিডেন্ট থাকাকালে যে পরীক্ষাগুলো করা হয়েছিল, সেগুলোতেই রোগটি সম্পর্কে কোনো না কোনো ইঙ্গিত ধরা পড়া উচিত ছিল।

ট্রাম্প আরও বলেন, ‘যদি আপনি একটু খেয়াল করেন, তিনি সেই চিকিৎসক যিনি বলেছিলেন, জো বাইডেনের মানসিক সক্ষমতায় কোনো সমস্যা নেই। এমন অনেক কিছু ঘটেছে, যেগুলোর বিষয়ে জনগণকে কিছুই জানানো হয়নি।’

বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর এএফপি কয়েকজন ক্যানসার–বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে। তাঁরা বলেছেন, স্ক্রিনিংয়ের সীমাবদ্ধতার কারণেই হয়তো বাইডেনের অবস্থা এত দিন অজানা থেকে গেছে। উন্নত চিকিৎসাসুবিধা পাওয়া একজন সাবেক প্রেসিডেন্টের ক্ষেত্রেও এমন একটি অগ্রসর পর্যায়ের ক্যানসার দেরিতে শনাক্ত হওয়ার ঘটনা নজিরবিহীন নয়।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে প্রতিদ্বন্দ্বী বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। রোববার বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর ট্রাম্প সেদিন এ খবরে বেদনাহত হয়েছেন বলে জানান।

কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই ট্রাম্প নিজেই তাঁর ঘনিষ্ঠ মহলকে বাইডেনের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য গোপন করা নিয়ে অভিযোগ করতে উসকে দেন। নিজেও এ নিয়ে কথা বলছেন।

আরও পড়ুনজো বাইডেন ক্যানসারে আক্রান্ত১৯ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর য য়

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ