অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ছেলেদের উড়ন্ত সূচনার পর এবার মেয়েদের দিয়ে শুরু হলো হতাশার। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জাপানের বিপক্ষে রীতিমতো ব্যর্থতার ছবি আঁকল বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে তারা হেরেছে ১১-০ গোলে।
ম্যাচের শুরুটা অবশ্য খুব একটা খারাপ ছিল না। প্রথম কোয়ার্টারে একটি মাত্র গোল হজম করেই প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিল লাল-সবুজের মেয়েরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দপতন ঘটে। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
তৃতীয় কোয়ার্টারে কিছুটা লড়াইয়ের চেষ্টা ছিল বাংলাদেশের। জাপান সেখান থেকে মাত্র একবারই জাল খুঁজে নেয়। তবে শেষ কোয়ার্টারে পুরোপুরি ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। মাত্র ১৫ মিনিটে হজম করে আরও ৭ গোল। তাতেই ১১-০ গোলের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে।
আজ বাংলাদেশ পুরুষ দলের খেলা নেই। আগামীকাল ছেলেরা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচে হংকংকে গতকাল ৩-০ গোলে হারায় তারা। কাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে মেয়েরা। দুটি ম্যাচই চীন সময় বিকেলে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হক
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াজ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাসার সামনের পাকা রাস্তার ওপর রিয়াজ নামে ওই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে রিয়াজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।