কারামুক্তির পর মায়ের সঙ্গে ফিরেন বিমর্ষ ফারিয়া
Published: 20th, May 2025 GMT
একরাত কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মুক্তি পান তিনি। কারাগারের বাইরে অপেক্ষায় ছিলেন তার মা ফেরদৌসী বেগম ও কয়েকজন ঘনিষ্ঠ স্বজন।
কারাগার থেকে বেরিয়ে সোজা মায়ের সঙ্গে গাড়িতে ওঠেন নুসরাত ফারিয়া। তার চেহারায় ছিল স্পষ্ট ক্লান্তি। বিমর্ষ ফারিয়া কালো রঙের কাচঘেরা গাড়িতে করে গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। এসময় কারো সঙ্গে কোনো কথা বলেননি এই অভিনেত্রী।
আরো পড়ুন:
জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি, কারামুক্ত হয়ে নুসরাত ফারিয়া
মুক্তির পর ফারিয়ার পোস্ট, দিলেন অসুস্থতার বার্তা
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে কারা কর্তৃপক্ষ ফারিয়াকে তার মায়ের জিম্মায় বুঝিয়ে দেয়। মা ফেরদৌসী বেগম সকাল থেকেই আদালত চত্বরে মেয়ের অপেক্ষায় ছিলেন। কিন্তু তখন দেখা হয়নি। বিকেলে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর মা-মেয়ের দেখা হয়।
গত ১৮ মে দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তারপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
নুসরাত ফারিয়ার জামিন শুনানির জন্য ২২ মে, নতুন তারিখ ধার্য থাকলেও বিশেষ শুনানি করে একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার (২০ মে) নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। আজ বিকেলে ৩টা ২৮ মিনিটে কারাগার থেকে মুক্তি পান এই অভিনেত্রী।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় ‘জুলাই আন্দোলনে’ অংশ নেন এনামুল হক নামে এক ব্যক্তি। সেদিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। কয়েক মাস চিকিৎসার পর সুস্থ হয়ে চলতি বছরের ৩ মে মামলাটি দায়ের করেন তিনি। এ মামলায় নুসরাত ফারিয়া ২০৭ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। এজাহারে তাকে আওয়ামী লীগের অর্থের ‘জোগানদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত