বাংলাদেশের পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা চুক্তি বাতিল করেছে ভারতের আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)। শিক্ষাবিষয়ক আদান–প্রদানের জন্য ২০২৩ সালে হওয়া এই সমঝোতা চুক্তির মেয়াদ ছিল ২০২৮ সাল পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই চুক্তি বাতিল করল এনআইডি।

গতকাল সোমবার এনআইডির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং জাতীয় অগ্রাধিকারের সর্বোচ্চ স্বার্থে এনআইডি আহমেদাবাদ একটি দৃঢ় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় অনুভূতি এবং তার নৈতিক কাঠামোর সঙ্গে সংহতি রেখে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন আহমেদাবাদ এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট ঢাকা বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সহযোগী চুক্তি সমাপ্ত করা হচ্ছে।’

এই দুই প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্র অনেকটা একই রকম। ডিজাইন, অ্যানিমেশন থেকে ফটোগ্রাফি বা চিত্র নির্মাণ অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে সমঝোতার এবং একসঙ্গে কাজ করার জায়গা রয়েছে। সেই কারণেই ২০২৩ সালে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

এনআইডির পরিচালক অশোক মণ্ডল ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আমরা দেশের সঙ্গে এবং আমাদের সরকারের পাশে রয়েছি। আমাদের প্রতিষ্ঠানের জন্য জাতিই প্রাধান্য পাবে এবং সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সরকার (রাজ্য বা কেন্দ্র) থেকেই কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি।’

ওই প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, চুক্তি সই হলেও প্রতিষ্ঠান দুটির মধ্যে গত দুই বছরে যৌথভাবে কোনো প্রকল্প করা হয়নি। অতীতেও চুক্তি হয়েছে; কিন্তু কোনো প্রকল্প হয়নি।

তবে এ ঘটনা ইঙ্গিত দিচ্ছে, বাংলাদেশের সঙ্গে অদূর ভবিষ্যতে কূটনীতির ভাষায় ‘পিপল টু পিপল কন্টাক্ট’ বা মানুষে মানুষে আদান-প্রদানের ক্ষেত্র আরও সংকুচিত হবে। বেসামরিক ক্ষেত্রে, যেমন শিক্ষা বা সাংস্কৃতিক অঙ্গনে দুই দেশের মধ্যে দূরত্ব আরও বাড়বে।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশে দায়িত্ব পালনকারী সাবেক এক ভারতীয় কূটনীতিবিদ প্রথম আলোকে বলেন, যত দূর মনে হচ্ছে, আপাতত দুই দেশের মধ্যে সম্পর্ক আরও নিম্নগামী হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পিএসসিতে এনসিপির প্রতিনিধিদল, ভাইভায় ১০০ ও প্রিলি–লিখিত পরীক্ষার নম্বর প্রকাশসহ ১৫ দফা প্রস্তাব

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ে আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় বিসিএস ভাইভা পরীক্ষায় ১০০ নম্বর, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার নম্বর প্রকাশ, ৪৪তম বিসিএসের পুনঃ ফল ও ২০২৩ সালের নন–ক্যাডার বিধি সংশোধনসহ ১৫ দাবি পেশ করেছে দলটি।

আজ শনিবার বেলা ১১টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের কাছে প্রস্তাবনাগুলো পেশ করে এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া।

হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে পিএসসির সঙ্গে আলোচনা ও ১৫ দাবি পেশের বিষয়টি তুলে ধরা হয়েছে।

এনসিপির ১৫ দফা প্রস্তাবনা হলো—

১. ২০২৩ সালের নন–ক্যাডার বিধি সংশোধন দ্রুত বাস্তবায়ন ও ৪৩তম বিসিএস থেকে সমন্বয় করা।

২. ৪৩তম বিসিএস নন–ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদে দ্রুত সুপারিশ সম্পন্ন করা।

৩. ৪৪তম বিসিএসের পুনঃ ফল প্রকাশ ও চলতি বছরেই গেজেট প্রকাশের দাবি।

৪. চলমান (৪৩–৪৭তম) বিসিএসগুলোয় সর্বোচ্চসংখ্যক নন–ক্যাডার পদে সুপারিশের ধারা অব্যাহত রাখা।

৫. ৪৩তম বিসিএসের হেড টিচার পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের মেধার ভিত্তিতে নতুন সার্কুলারে যুক্ত করা।

৬. ৪৫তম বিসিএস ভাইভার হাজিরাপত্রে মার্কস আপডেট করা।

৭. স্বচ্ছতা নিশ্চিতে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার মার্কস প্রকাশ করা।

৮. প্রার্থীদের জন্য চূড়ান্ত নম্বরপত্র অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন দিয়ে দেখার সুযোগ চালু করা।

আরও পড়ুনচাকরির পাশাপাশি যে পাঁচটি কাজ আপনার আয় বাড়াবে৯ ঘণ্টা আগে

৯. পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়া এক মাসে সম্পন্ন করা।

১০. প্রতিবছর একটি ক্যালেন্ডার ইয়ারে বিসিএস সম্পন্ন করার ব্যবস্থা।

১১. শিক্ষা ও স্বাস্থ্য খাতে স্পেশাল বিসিএসে প্যানেল সিস্টেম চালু করা।

১২. ভাইভা বোর্ডভিত্তিক মার্কসের তারতম্য কমাতে নির্দিষ্ট মূল্যায়ন ক্যাটাগরি প্রণয়ন।

১৩. প্রিলি থেকে লিখিত পরীক্ষার মধ্যে কমপক্ষে দুই মাস বা ৫০ দিনের যৌক্তিক ব্যবধান রাখা।

আরও পড়ুন৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা১ ঘণ্টা আগে

১৪. চূড়ান্ত ফল প্রকাশের আগে ক্রস চেক করে সম বা নিম্ন ক্যাডারে কেউ যেন নিয়োগ না পায়।

১৫. পিএসসির অধীনে অনুষ্ঠিত সব পরীক্ষা গ্রেডভিত্তিক বা ক্লাস্টার সিস্টেমে আয়োজনের দাবি।

বৈঠক শেষে প্রতিনিধিদলের সদস্যরা জানান, প্রতিটি দাবি নিয়ে পিএসসি কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তাঁরা। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনসুইডেনে ৭৫০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন স্নাতকোত্তরে, জীবনযাপন খরচ–ভ্রমণ ব্যয়সহ নানা সুযোগ৯ ঘণ্টা আগেআরও পড়ুনএ সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি কোনগুলো (১৭-২৩ অক্টোবর)২৪ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আল নাসরের বিদায়, ১৩টি টুর্নামেন্টে খেলেও শিরোপাহীন রোনালদো
  • গাজায় আবার তীব্র হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর
  • টেস্ট অধিনায়ক হচ্ছেন লিটন!
  • আমিরাতের জাতীয় দিবসের অনুষ্ঠানকে সৌদি আরবে দীপাবলি উদ্‌যাপন বলে প্রচার
  • পিএসসিতে এনসিপির প্রতিনিধিদল, ভাইভায় ১০০ ও প্রিলি–লিখিত পরীক্ষার নম্বর প্রকাশসহ ১৫ দফা প্রস্তাব
  • লিটন বললেন, টেস্ট অধিনায়কত্ব পেলে কেউই ‘না’ করবে না