আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংগঠন ইনমার প্রধান নির্বাহী কর্মকর্তা আর্ল জে উইলকিনসন বলেছেন, সাংবাদিকেরা এখন সময়ের দাবি মেটাতে প্রস্তুত এবং তাঁরা ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় আনতে পারছেন। ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস অব নিউজ মিডিয়া-২০২৫-এর এই উদ্বোধনী দিনে আর্ল জে উইলকিনসন এ কথা বলেন।

গত বুধবার নিউইয়র্কে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ৮৫তম এই বার্ষিক বিশ্ব সম্মেলন। বাংলাদেশ থেকে এবারের এই বিশ্ব সম্মেলনে অংশগ্রহণ করেছেন প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের সামনে থাকা বড় পরিবর্তন, চ্যালেঞ্জ আর সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প ও সংবাদমাধ্যম

আর্ল জে উইলকিনসন শুরুতেই খোলাখুলি আলোচনা শুরু করেন ট্রাম্প প্রশাসনের সংবাদমাধ্যমবিরোধী আক্রমণ প্রসঙ্গে। উইলকিনসন বলেন, ‘আমরা বরং ঘরের হাতিটাকে সরাসরি মোকাবিলা করি, আর আমি মনে করি, আমরা সবাই জানি সেই হাতি কে।’ এরপর তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আপনি যা খুশি বলুন, কিন্তু তিনিই এখন বিশ্বের সবচেয়ে বড় সংবাদ। তিনি আমেরিকান গণতন্ত্রের রক্ষাকবচগুলোকে পরীক্ষা করছেন। তিনি সমাজের স্তম্ভগুলো আক্রমণ করছেন এবং সেগুলোকে নিজের ইচ্ছেমতো পাল্টে দিচ্ছেন।’

ইনমা সম্মেলনে আর্ল জে উইলকিনসন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর ল জ

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কে শুরু হয়েছে ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গতকাল বুধবার শুরু হয়েছে তিন দিনের ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস অব নিউজ মিডিয়া-২০২৫। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সংস্থা ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত সংবাদমাধ্যমের এই বিশ্ব সম্মেলন বিশ্বের ৫০টির বেশি দেশের ৬০০-এর বেশি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নির্বাহীরা অংশগ্রহণ করছেন।

‘ভবিষ্যতের সংবাদমাধ্যম কীভাবে এগোবে—বিশ্বরাজনীতি, সার্চ ইঞ্জিনের পতন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব, অর্থনৈতিক সংকট—এসব গুরুত্বপূর্ণ প্রসঙ্গের জবাব খুঁজবে এই কংগ্রেস।’আর্ল জে উইলকিনসন, নির্বাহী পরিচালক, ইনমা

২১ থেকে ২৩ মে পর্যন্ত চলা এই বিশ্ব সম্মেলনে মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য চলমান চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা ও বিশেষজ্ঞদের পরিচালিত সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের ওয়ার্ল্ড কংগ্রেসের থিম ‘হাউ টু টার্ন ইকোসিস্টেম কেওস ইনটু মিডিয়া অপরচ্যুনিটি’ বা ইকোসিস্টেমের বিশৃঙ্খলাকে কীভাবে গণমাধ্যমের সুযোগে রূপান্তর করা যায়।
ইনমার নির্বাহী পরিচালক আর্ল জে উইলকিনসন সম্মেলন প্রসঙ্গ বলেছেন, ‘ভবিষ্যতের সংবাদমাধ্যম কীভাবে এগোবে—বিশ্বরাজনীতি, সার্চ ইঞ্জিনের পতন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব, অর্থনৈতিক সংকট—এসব গুরুত্বপূর্ণ প্রসঙ্গের জবাব খুঁজবে এই কংগ্রেস।’
এবারের ওয়ার্ল্ড কংগ্রসের প্রধান ইভেন্টগুলোর মধ্যে শুরুতেই ছিল শিক্ষাসফর বা স্টাডি ট্যুর। এর অংশ হিসেবে গত সোম ও মঙ্গলবার নিউইয়র্কের শীর্ষ সংবাদমাধ্যম, যেমন নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি, গার্ডিয়ান ও রয়টার্স কার্যালয় পরিদর্শন করেন ৮৩ জন মিডিয়া প্রতিনিধি। এরপরই রয়েছে দুই দিনব্যাপী সম্মেলন। নিউইয়র্কের টাইমস সেন্টারে ২১ ও ২২ মে অনুষ্ঠিত হচ্ছে মূল সম্মেলন।

মূল সম্মেলনের শেষ দিন রাতে দেওয়া হবে বিশ্ব মিডিয়া অ্যাওয়ার্ডস-২০২৫। এ জন্য নিউইয়র্কের এডিসন হোটেলের বলরুমে আয়োজিত হবে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ডিনার। এ বছর ৪৯টি দেশের ২৮৬টি মিডিয়া ব্র্যান্ড থেকে ৮৩৯টি অংশগ্রহণপত্র জমা পড়ে।

কাল ২৩ মে লিঙ্কন সেন্টারে অনুষ্ঠিত হবে গভীর কৌশলভিত্তিক অধিবেশন। এ ছাড়া সম্মেলনে থাকবে নেটওয়ার্কিং ইভেন্ট, আস্ক মি এনিথিং সেশন এবং গ্লোবাল মিডিয়া নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার প্রতিনিধিদের জন্য এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে গ্লোবাল ট্রেন্ডস, উদ্ভাবনী ধারণা ও সফল রূপান্তরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ থেকে এবারের এই বিশ্ব সম্মেলনে অংশগ্রহণ করেছেন প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিনিধিরা।

সম্পর্কিত নিবন্ধ

  • নিউইয়র্কে শুরু হয়েছে ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫