সাংবাদিকেরা ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় আনতে পারছে: ইনমা সিইও
Published: 22nd, May 2025 GMT
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংগঠন ইনমার প্রধান নির্বাহী কর্মকর্তা আর্ল জে উইলকিনসন বলেছেন, সাংবাদিকেরা এখন সময়ের দাবি মেটাতে প্রস্তুত এবং তাঁরা ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় আনতে পারছেন। ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস অব নিউজ মিডিয়া-২০২৫-এর এই উদ্বোধনী দিনে আর্ল জে উইলকিনসন এ কথা বলেন।
গত বুধবার নিউইয়র্কে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ৮৫তম এই বার্ষিক বিশ্ব সম্মেলন। বাংলাদেশ থেকে এবারের এই বিশ্ব সম্মেলনে অংশগ্রহণ করেছেন প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের সামনে থাকা বড় পরিবর্তন, চ্যালেঞ্জ আর সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প ও সংবাদমাধ্যমআর্ল জে উইলকিনসন শুরুতেই খোলাখুলি আলোচনা শুরু করেন ট্রাম্প প্রশাসনের সংবাদমাধ্যমবিরোধী আক্রমণ প্রসঙ্গে। উইলকিনসন বলেন, ‘আমরা বরং ঘরের হাতিটাকে সরাসরি মোকাবিলা করি, আর আমি মনে করি, আমরা সবাই জানি সেই হাতি কে।’ এরপর তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আপনি যা খুশি বলুন, কিন্তু তিনিই এখন বিশ্বের সবচেয়ে বড় সংবাদ। তিনি আমেরিকান গণতন্ত্রের রক্ষাকবচগুলোকে পরীক্ষা করছেন। তিনি সমাজের স্তম্ভগুলো আক্রমণ করছেন এবং সেগুলোকে নিজের ইচ্ছেমতো পাল্টে দিচ্ছেন।’
ইনমা সম্মেলনে আর্ল জে উইলকিনসন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর ল জ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: ফিরলেন শানাকা ও করুনারত্নে
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা ও অলরাউন্ডার চামিকা করুনারত্নে।
সিরিজের সূচিসিরিজের প্রথম টি-টোয়েন্টি ১০ জুলাই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, দ্বিতীয়টি ১৩ জুলাই ডাম্বুলায় এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
দলে রদবদলএক বছর পর জাতীয় দলে ফিরছেন দাসুন শানাকা, সর্বশেষ তিনি খেলেছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। তাঁর সঙ্গে বিতর্কিত ক্রিকেটার চামিকা করুনারত্নেও দলে ফিরেছেন। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন চারিত আসালাঙ্কা।
শানাকা ফেরায় দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে। নিউজিল্যান্ড সফরে তিনি একেবারেই ভালো খেলতে পারেননি, দুই ম্যাচে রান করেছিলেন মাত্র ১৪। ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ছন্দহীন। ৮ ইনিংসে রান মাত্র ৬৭, গড় ১১.১৬।
বাংলাদেশ সিরিজের জন্য শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলচারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।