আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান ও ভারত
Published: 24th, May 2025 GMT
পাকিস্তান ও ভারত একে অপরের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়িয়েছে। শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম ডন।
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) একটি নোটাম (বিমানকর্মীদের প্রতি নোটিশ) জারি করে বলেছে, ভারতীয় বিমানের আকাশসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ২৪ জুন পর্যন্ত বহাল থাকবে।
আরো পড়ুন:
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়নি: বিক্রম মিশ্রি
হামলার আগে পাকিস্তানকে জানিয়েছিল দিল্লি, পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তোলপাড় ভারতে
পিএএ জানিয়েছে, “পাকিস্তানের আকাশসীমা দিয়ে ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ২৪ জুন, ২০২৫ ভোর ৪:৫৯ পর্যন্ত বাড়ানো হয়েছে।”
নোটামে বলা হয়েছে, “আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।”
এই নির্দেশের অধীনে, ভারতীয় বিমান সংস্থা বা অপারেটরদের মাধ্যমে পরিচালিত কোনো বিমান পাকিস্তানের আকাশসীমা দিয়ে প্রবেশ বা যাতায়াত করতে পারবে না।
এদিকে, শুক্রবার (২৩ মে) ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একই ধরনের নোটাম জারি করে বলেছে, “সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে।”
গত ২৪ এপ্রিল, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো গত মাসে আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর শুক্রবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ঘোষণা দিলো।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।
সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।
সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।