আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান ও ভারত
Published: 24th, May 2025 GMT
পাকিস্তান ও ভারত একে অপরের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়িয়েছে। শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম ডন।
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) একটি নোটাম (বিমানকর্মীদের প্রতি নোটিশ) জারি করে বলেছে, ভারতীয় বিমানের আকাশসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ২৪ জুন পর্যন্ত বহাল থাকবে।
আরো পড়ুন:
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়নি: বিক্রম মিশ্রি
হামলার আগে পাকিস্তানকে জানিয়েছিল দিল্লি, পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তোলপাড় ভারতে
পিএএ জানিয়েছে, “পাকিস্তানের আকাশসীমা দিয়ে ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ২৪ জুন, ২০২৫ ভোর ৪:৫৯ পর্যন্ত বাড়ানো হয়েছে।”
নোটামে বলা হয়েছে, “আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।”
এই নির্দেশের অধীনে, ভারতীয় বিমান সংস্থা বা অপারেটরদের মাধ্যমে পরিচালিত কোনো বিমান পাকিস্তানের আকাশসীমা দিয়ে প্রবেশ বা যাতায়াত করতে পারবে না।
এদিকে, শুক্রবার (২৩ মে) ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একই ধরনের নোটাম জারি করে বলেছে, “সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে।”
গত ২৪ এপ্রিল, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো গত মাসে আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর শুক্রবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ঘোষণা দিলো।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংক নেবে ‘রিপোর্টিং অফিসার’, স্নাতকোত্তরে আবেদন
বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘রিপোর্টিং অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। ট্রাস্ট ব্যাংক এসএমই ডিভিশনে রিপোর্টিং অফিসার পদে কতজন নিয়োগ দেবে, তা নির্ধারিত নয়।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
বয়স: নির্ধারিত নয়
আরও পড়ুনঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬৩ পদে চলছে আবেদন, শেষ ২৫ মে৫ ঘণ্টা আগেআবেদনের নিয়ম: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন