ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে গাছ ফেলে হামলা ও ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসিরনগরের কামারগাঁও এলাকার আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের সেন্টু মিয়া (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে মুখোশধারী ডাকাত দল। ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মুকবুলপুর গ্রামের ছবদর আলীর মরদেহ অ্যাম্বুলেন্সটিতে নেওয়া হচ্ছিল।

লাশবাহী গাড়িটিতে থাকা আত্মীয়স্বজনদের ওপর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ১০-১৫ জনের ডাকাত দল। তারা অ্যাম্বুলেন্স ভাঙচুর করে এবং এক নারীসহ ৯ জনকে পিটিয়ে আহত করে। এমনকি মরদেহের ওপর থেকে কাফনের কাপড় সরিয়ে মৃত ব্যক্তির পা তুলে দেখে টাকা বা মূল্যবান কিছু লুকানো হয়েছে কি না। ডাকাতেরা অ্যাম্বুলেন্সের চালকসহ যাত্রীদের কাছ থেকে অন্তত ১০টি মুঠোফোন ও ৫০ হাজার টাকার বেশি লুট করে।

এ ঘটনায় নিহত ছবদর আলীর বড় ছেলে ও পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো.

আলমগীর মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুনব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাত দলের হামলা, আহত ৯২৩ মে ২০২৫

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম প্রথম আলোকে বলেন, ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ইতিমধ্যে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন স রনগর ড ক ত দল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ