মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা নারী ও শিশুসহ ১২১ জনকে আটক করেছে বিজিবি।

রবিবার (২৫ মে) ভোরে তাদের আটক করা হয়। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরো পড়ুন:

পাটগ্রাম সীমান্ত দিয়ে আরো ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

শিবচরে র‌্যাব পরিচয়ে প্রতারণা: বরখাস্ত হওয়া সেনা সদস্য আটক

বিজিবি সূত্র জানায়, রবিবার ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করা হয়। বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা ৭৯ জনকে এবং পাল্লাথল বিজিপি ক্যাম্পের সদস্যরা ৪২ জনকে আটক করেন। পরিচয় যাচাই-বাছাই শেষে আটককৃতদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি।  

এছাড়াও সিলেটের বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রাম বিওপি দিয়ে অনুপ্রবেশ করা আরো ৩২ জনকে আটক করেছে বিজিবি।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, “বড়লেখা সীমান্ত দিয়ে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করেছে বিজিবি। সকালে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।”

গত ৯ মে ভোরের দিকে ভারতীয় কর্তৃপক্ষ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে  ৭৫ জন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় নাগরিককে পুশইন করে। তাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করছিলেন। তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।

এর আগে, গত ৭ মে ভোরের দিকে কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৮ বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করে বিজিবি। তাদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্ত থেকে ১৪ জনকে আটক করা হয়।

সেসময় রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাছাই করছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লে.

কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন নারী ও দুইজন শিশু।  গত ১৪ মে সকালে বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে। বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

ঢাকা/আজিজ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক র বড়ল খ প রব শ শ শ সহ সদস য

এছাড়াও পড়ুন:

নেত্রকোনা সীমান্ত দিয়ে ফের ২১ জনকে পুশইন করল বিএসএফ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও দুইজন পুরুষ রয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম।

তিনি আরও বলেন, আজ ভোরে বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকা দিয়ে তাদেরকে পুশইন করানো হয়। পরে তাদের আটক করে বিজিবি। আটককৃদের বাড়ি ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায়।

ক্যাম্প কমান্ডার বলেন, জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা ভারতের দিল্লিতে কাজের জন্যে যান। তাদেরকে দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে গতকাল বুধবার নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে উড়োজাহাজে করে আসামে আনা হয়। পরে তাদেরকে আজ বৃহস্পতিবার ভোরে বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ। এর আগে গত ৩ জুন ওই সীমান্ত দিয়ে ৩২ জনকে ঠেলে পাঠিয়েছিল বিএসএফ। 

নেত্রকোনার ৩১ বিজিবির ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম বলেন, হাবিলদার আবদুল করিমের  নেতৃত্বে একটি দল, সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফের পুশইন করা ওই ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করে। আমাদের অফিসিয়াল প্রক্রিয়া শেষে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।

নেত্রকোনা ৩১ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এস এম কামরুজ্জামান বলেন, বুধবার রাতে বিএসএফ ২১ জনকে পুশইন করেছে। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা গত ৬ মাস থেকে ১২ বছর আগে দেশের বিভিন্ন জেলা থেকে ভারতে গিয়েছিলেন। বৈধ প্রক্রিয়া না করে বিএসএফ তাদের পুশইন করেছে। তাদেরকে বিজয়পুর ক্যাম্পে রাখা হয়েছে। পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘টাকা নাই জীবন নাই’ নামের আইডি থেকে হত্যার হুমকি দেওয়া হতো
  • নেত্রকোনা সীমান্ত দিয়ে ফের ২১ জনকে পুশইন করল বিএসএফ
  • বাংলাদেশি-রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৪
  • নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক