নতুন বৈদ্যুতিক স্কুটার বাজারে আনল রানার, প্রতি কিলোমিটারে খরচ ১৪ পয়সা
Published: 25th, May 2025 GMT
চীনের ইয়াদিয়া ব্র্যান্ডের তিনটি নতুন মডেলের স্কুটার আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করেছে অটোমোবাইল খাতের দেশীয় প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। আজ রোববার ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই তিন মডেলের স্কুটারের বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাজারে প্রথমবারের মতো চীনা কোম্পানি ইয়াদিয়ার এই তিনটি মডেলের বৈদ্যুতিক স্কুটারের আনুষ্ঠানিক বাজারজাত শুরু হচ্ছে। দেশে এই তিনটি মডেলের স্কুটারের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১ লাখ ৭৫ হাজার টাকা থেকে ৩ লাখ ২৮ হাজার টাকা। আর এসব স্কুটারে প্রতি কিলোমিটারে বিদ্যুৎ বিল বাবদ খরচ হবে ১৪ পয়সা।
জিটি সিক্সটি, ইএইটএস ২০০, সিও২৯ ভেলাক্স মডেলের নতুন এই স্কুটারের বাজারজাতের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল মুহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আবু হানিফ, ইয়াদিয়ার গ্লোবাল সেলসের মহাব্যবস্থাপক হু–সহ রানার অটোমোবাইলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামীকাল সোমবার থেকে এসব স্কুটার দেশজুড়ে রানারের নিজস্ব বিক্রয়কেন্দ্রসহ দেশের বিভিন্ন প্রান্তের পরিবেশকের কাছে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়াদিয়ার গ্লোবাল সেলসের মহাব্যবস্থাপক হু। এ সময় তিনি জানান, বাংলাদেশে একটি নতুন কারখানা তৈরির চেষ্টা করছেন তাঁরা। ভবিষ্যতে যেখানে ইয়াদিয়ার বৈদ্যুতিক যানবাহন স্থানীয়ভাবে তৈরি হবে। এতে গ্রাহকদের কাছে আরও বিভিন্ন মডেলের স্কুটার আরও কম দামে দেওয়া যাবে।
রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল মুহাম্মদ বলেন, ‘আমরা চেষ্টা করেছি বাংলাদেশের জনগণের জন্য একটি ভালো পণ্য নিয়ে আসতে, যা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। দেশের সব ধরনের পরিবার এই পরিবেশবান্ধব বাহন কেনার মাধ্যমে দেশের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে রানার ও ইয়াদিয়ার কার্যক্রমের ওপর আলাদা আলাদা তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় রানার অটোমোবাইলসের আর্থিক কর্মকর্তা আবু হানিফ জানান, নতুন মডেলের এসব স্কুটারে প্রতি কিলোমিটারে খরচ হবে ১৪ পয়সা। যেখানে একটি জ্বালানিচালিত মোটরসাইকেল চালাতে প্রতি কিলোমিটারের খরচ হয় ৩ টাকা ৮৭ পয়সা।
যা আছে এসব স্কুটারে
জিটি ৬০ মডেলের ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৮০০ ওয়াটের মোটর। একবার চার্জে এই স্কুটার ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। দেশের বাজারে স্কুটারটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার থেকে ১ লাখ ৬৭ হাজার টাকা পর্যন্ত।
ইএইটএস ২০০ মডেলের স্কুটারটি ১০০০ ওয়াটের মোটর দিয়ে তৈরি। এটি এক চার্জে ১৩০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪২ কিলোমিটার। দেশের বাজারে এটির বিক্রয়মূল্য ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
সিও২৯ ভেলাক্স মডেলের স্কুটারটিতে রয়েছে ২০০০ ওয়াটের হুইল-হাব মোটর। এই বাইকটি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে চলবে। একবার চার্জে ৭০ থেকে ৯০ কিলোমিটার চলবে এই স্কুটারটি। মডেলভেদে স্কুটারটির বাজারমূল্য ধরা হয়েছে ২ লাখ ৪৭ হাজার থেকে ৩ লাখ ২৮ হাজার টাকা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এসব স ক ট র অন ষ ঠ ন ব যবস থ
এছাড়াও পড়ুন:
নতুন বৈদ্যুতিক স্কুটার বাজারে আনল রানার, প্রতি কিলোমিটারে খরচ ১৪ পয়সা
চীনের ইয়াদিয়া ব্র্যান্ডের তিনটি নতুন মডেলের স্কুটার আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করেছে অটোমোবাইল খাতের দেশীয় প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। আজ রোববার ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই তিন মডেলের স্কুটারের বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাজারে প্রথমবারের মতো চীনা কোম্পানি ইয়াদিয়ার এই তিনটি মডেলের বৈদ্যুতিক স্কুটারের আনুষ্ঠানিক বাজারজাত শুরু হচ্ছে। দেশে এই তিনটি মডেলের স্কুটারের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১ লাখ ৭৫ হাজার টাকা থেকে ৩ লাখ ২৮ হাজার টাকা। আর এসব স্কুটারে প্রতি কিলোমিটারে বিদ্যুৎ বিল বাবদ খরচ হবে ১৪ পয়সা।
জিটি সিক্সটি, ইএইটএস ২০০, সিও২৯ ভেলাক্স মডেলের নতুন এই স্কুটারের বাজারজাতের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল মুহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আবু হানিফ, ইয়াদিয়ার গ্লোবাল সেলসের মহাব্যবস্থাপক হু–সহ রানার অটোমোবাইলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামীকাল সোমবার থেকে এসব স্কুটার দেশজুড়ে রানারের নিজস্ব বিক্রয়কেন্দ্রসহ দেশের বিভিন্ন প্রান্তের পরিবেশকের কাছে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়াদিয়ার গ্লোবাল সেলসের মহাব্যবস্থাপক হু। এ সময় তিনি জানান, বাংলাদেশে একটি নতুন কারখানা তৈরির চেষ্টা করছেন তাঁরা। ভবিষ্যতে যেখানে ইয়াদিয়ার বৈদ্যুতিক যানবাহন স্থানীয়ভাবে তৈরি হবে। এতে গ্রাহকদের কাছে আরও বিভিন্ন মডেলের স্কুটার আরও কম দামে দেওয়া যাবে।
রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল মুহাম্মদ বলেন, ‘আমরা চেষ্টা করেছি বাংলাদেশের জনগণের জন্য একটি ভালো পণ্য নিয়ে আসতে, যা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। দেশের সব ধরনের পরিবার এই পরিবেশবান্ধব বাহন কেনার মাধ্যমে দেশের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে রানার ও ইয়াদিয়ার কার্যক্রমের ওপর আলাদা আলাদা তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় রানার অটোমোবাইলসের আর্থিক কর্মকর্তা আবু হানিফ জানান, নতুন মডেলের এসব স্কুটারে প্রতি কিলোমিটারে খরচ হবে ১৪ পয়সা। যেখানে একটি জ্বালানিচালিত মোটরসাইকেল চালাতে প্রতি কিলোমিটারের খরচ হয় ৩ টাকা ৮৭ পয়সা।
যা আছে এসব স্কুটারে
জিটি ৬০ মডেলের ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৮০০ ওয়াটের মোটর। একবার চার্জে এই স্কুটার ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। দেশের বাজারে স্কুটারটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার থেকে ১ লাখ ৬৭ হাজার টাকা পর্যন্ত।
ইএইটএস ২০০ মডেলের স্কুটারটি ১০০০ ওয়াটের মোটর দিয়ে তৈরি। এটি এক চার্জে ১৩০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪২ কিলোমিটার। দেশের বাজারে এটির বিক্রয়মূল্য ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
সিও২৯ ভেলাক্স মডেলের স্কুটারটিতে রয়েছে ২০০০ ওয়াটের হুইল-হাব মোটর। এই বাইকটি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে চলবে। একবার চার্জে ৭০ থেকে ৯০ কিলোমিটার চলবে এই স্কুটারটি। মডেলভেদে স্কুটারটির বাজারমূল্য ধরা হয়েছে ২ লাখ ৪৭ হাজার থেকে ৩ লাখ ২৮ হাজার টাকা।