দুই দশক পর মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা
Published: 18th, June 2025 GMT
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন মহল্লা ও গ্রামে গ্রামে এখন পোস্টারের ছড়াছড়ি। এসব পোস্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার সদর উপজেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনকে পদপ্রত্যাশী প্রার্থী ও তাঁদের সমর্থকেরা সাঁটিয়েছেন। এর ফলে প্রায় দুই দশক পর এই উপজেলায় সরাসরি ভোটে বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের সমর্থকেরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কাউন্সিলরদের (ভোটার) সঙ্গে সরাসরি যোগাযোগ ও সভা-সমাবেশের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদপ্রার্থীরা।
২২ জুন মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম এলাকায় সকাল ১০টা থেকে সম্মেলন শুরু হবে। উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আhlsল মুকিতকে প্রধান এবং সদস্য বকসী মিছবা-উর-রহমান, আবুল কালাম বেলাল ও বকসী জুবায়ের আহমদকে সদস্য করে ৪ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সম্মেলন সম্পন্ন করতে গঠিত নির্বাচন কমিশন ও স্থানীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, ২২ জুন সকাল ১০টা থেকে সম্মেলন শুরু হবে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৫টি পদে ১৬ জন মনোনয়নপত্র নিয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো.
প্রধান নির্বাচন কমিশনার আবদুল মুকিত আজ বুধবার প্রথম আলোকে বলেন, এরই মধ্যে সব প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। ব্যালট পেপার ও ছবিযুক্ত ভোটার তালিকার মুদ্রণকাজ চলছে। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা, পোলিং এজেন্ট নির্বাচন করা শেষ। ছয়টি বুথে ভোট গ্রহণ করা হবে। সদর উপজেলার ৭১ সদস্যবিশিষ্ট ১৩টি শাখা কমিটির ৯২৩ জন নেতা এই সম্মেলনে ভোট প্রদান করবেন।
সম্মেলন কেন্দ্র করে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নেতা-কর্মীরা নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরাও বড় আকারের পোস্টার সাঁটিয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে সম্মিলিতভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রার্থীরা দলের সমাবেশে একযোগে উপস্থিত হয়ে বক্তব্য দিচ্ছেন। এতে দলের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে কাউন্সিল সম্পর্কে আগ্রহের সৃষ্টি হয়েছে।
এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জাতীয় কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা কমিটির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আবদুর রহিম রিপনের উপস্থিত থাকার কথা রয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন আজ প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন পর তৃণমূলের নেতা-কর্মীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের পছন্দের নেতা নির্বাচিত করবেন। সব প্রস্তুতি খুবই সুন্দর ও সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। গোপন ব্যালটের মাধ্যমে সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। আজ সকালে আমি একটি গ্রামীণ বাজারে প্রার্থীদের বড় পোস্টার দেখেছি। পছন্দের নেতৃত্ব বেছে নিতে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করছি। এ রকম একটি সম্মেলন প্রমাণ করছে, দলীয় ঐক্য ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে মৌলভীবাজার বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কম ট র সদস য সদর উপজ ল ব এনপ র র রহম ন র উপজ ল গঠন ক
এছাড়াও পড়ুন:
শাহবাগে সমাবেশস্থলে ছাত্রদলের নেতা কর্মীরা, চলছে স্লোগান
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে আসছেন নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বেড়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। বেলা দুইটা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা।
সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে।
শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে নেতা-কর্মীরা। আজ রোববার বেলা দুইটার কিছু আগে