জুলাই গণ–অভ্যুত্থানের সময় ড্রোন দিয়ে ছাত্র-জনতার অবস্থান নির্ণয় করতেন এডিসি ইশতিয়াক: প্রসিকিউটর
Published: 18th, June 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ড্রোন দিয়ে ছাত্র-জনতার অবস্থান নির্ণয়ের দায়িত্বে পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদ ছিলেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের গাজী মোনাওয়ার এ কথা বলেন। ইশতিয়াক আহমেদ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমেও (সিটিটিসি) দায়িত্ব পালন করেছেন।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থান চলার সময় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে ছাত্র-জনতার অবস্থান নির্ণয় করে গুলি করে হত্যা করা হয়। সে সময় ড্রোন ব্যবহারের দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, তাঁকে আজকে হাজির করা হয়েছিল। এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় বাড়ানো হয়েছে।
গুম ও নির্যাতনের মামলায় সোহায়েল কারাগারে
গুম ও নির্যাতনের মামলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.
আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করে ২০১২ সালে একজন ব্যক্তিকে গুম ও নির্যাতনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পরে কারাগারে পাঠানো হয়। সোহায়েল একসময় র্যাবের মুখপাত্র ছিলেন।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বলেন, সোহায়েল ২০১২ সালের দিকে একজন বেসামরিক ব্যক্তিকে গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন এবং দীর্ঘদিন তাঁকে গুম করে রাখেন। পরে সেই ব্যক্তিকে তিনি মিথ্যা মামলায় কারাগারে পাঠান। সেই ভুক্তভোগী নিজে এসে অভিযোগ করেছেন। সেই অভিযোগের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করা হলে তা মঞ্জুর হয়েছিল। আজকে সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করা হলে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত একমাত্র আসামি সোহায়েল।
মিরপুরের মামলায় কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, গণ-অভ্যুত্থান চলাকালে মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু তদন্ত সংস্থা এখনো তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। মিরপুর একটি বড় এলাকা এবং সেখানে অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা ও নির্যাতন করা হয়েছে। এ মামলার তদন্তের জন্য আরও তিন মাস সময়ের আবেদন করা হয় এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
এ মামলার আসামি পুলিশের মিরপুর বিভাগের সাবেক এডিসি এম এম মইনুল ইসলামকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পাশাপাশি মিরপুরে তৎকালীন সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এক আওয়ামী লীগ নেতাকে আজ মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা ইতিমধ্যে অন্যান্য মামলার গ্রেপ্তার আছেন।
আরও পড়ুনহেলিকপ্টার থেকে গুলির নির্দেশদাতারা দায় এড়াতে পারেন না: হাইকোর্ট১৪ আগস্ট ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত র জনত হ জ র কর তদন ত আহম দ ইশত য
এছাড়াও পড়ুন:
শাহবাগে সমাবেশস্থলে ছাত্রদলের নেতা কর্মীরা, চলছে স্লোগান
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে আসছেন নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বেড়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। বেলা দুইটা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা।
সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে।
শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে নেতা-কর্মীরা। আজ রোববার বেলা দুইটার কিছু আগে