লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস নেমেছে। অতি ভারী বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারের প্রবল চাপে এ ঘটনার সৃষ্টি হয়। স্থানীয়রা অতিদ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন।
মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ারে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে উপজেলা সদর আলেকজান্ডার এবং বড়খেরীর বেড়িবাঁধে ধস দেখা দিয়েছে। বাঁধগুলো এখনও ঝুঁকিপূর্ণ বলে দাবি স্থানীয়দের। এ বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হলে আশপাশের এলাকাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ঝুঁকি এড়াতে দ্রুত সময়ের মধ্যে বাঁধগুলো মেরামত করা হবে।
সরেজমিন উপজেলা সদর আলেকজান্ডার ও রামগতি মাছঘাট তীর রক্ষা বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, আসলপাড়া লঞ্চঘাট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মেঘনা নদীর তীর রক্ষায় বেড়িবাঁধের ছোট-বড় ১০-১২টি স্থানে সিসি ব্লকের (সিমেন্ট কংক্রিটের ব্লক) নিচ থেকে মাটি সরে যাওয়ায় ব্লকগুলো দেবে গেছে। এদিকে উপজেলার বড়খেরী এলাকায় নদীর তীর রক্ষা বাঁধের ব্লকের নিচ থেকে মাটি সরে আট থেকে দশটি স্পটে সিসি ব্লকগুলো দেবে গেছে। বাঁধটি এখন ঝুঁকিপূর্ণ। এ বাঁধটির বড় ধরনের কোনো ক্ষতি হলে রামগতি বাজারসহ আশপাশের এলাকাগুলো চরম ঝুঁকিতে পড়বে।
আলেকজান্ডার বেড়িবাঁধ এলাকার চা দোকানি দুধা মিয়া জানান, ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে নদীতে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধটির কয়েকটি জায়গায় নিচ থেকে মাটি সরে গিয়ে সিসি ব্লক দেবে গেছে। এতদিনেও তা ঠিক করা হয়নি, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলোর দ্রুত মেরামত জরুরি।
বড়খেরী বেড়িবাঁধ এলাকার বাদাম বিক্রেতা সুকুন্দু দাস জানান, নদীর প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধটির কয়েকটি জায়গায় দেবে গেছে। এতে করে ঝুঁকি বেড়ে গেছে। ঝুঁকি এড়াতে বাঁধটি দ্রুত সংস্কারের প্রয়োজন।
পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আ ম ম নঈম বলেন, এলাকাগুলো আমরা সরেজমিন পরিদর্শন করেছি। আশা করি, আগামী অর্থবছরে তা সমাধান হয়ে যাবে।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছেন। লঘুচাপের প্রভাবে নদীতে তীব্র ঢেউয়ের আঘাতে এমনটা হয়েছে। এতে আলেকজান্ডার ও বড়খেরী এলাকায় তীর রক্ষা বাঁধে কিছু কিছু সিসি ব্লক ধস দেখা দিয়েছে। জরুরিভাবে বাঁধটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় শক্তির প্রভাব ও ভারী বর্ষণে বেড়িবাঁধের কয়েক জায়গায় ধস ও বেড়িবাঁধের ওপরে গর্তের সৃষ্টি হয়। এতে বাঁধের ক্ষতি হয়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানালে সরেজমিন দেখতে আসেন। আসা করছি, পানি উন্নয়ন বোর্ড দ্রুতই ব্যবস্থা নেবে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত র রক ষ ধ এল ক বড়খ র উপজ ল

এছাড়াও পড়ুন:

হলান্ডের জোড়া গোল, গোল দুই অভিষিক্তর, সিটির বড় জয়

উলভারহ্যাম্পটন ০: ৪ ম্যানচেস্টার সিটি

মলিন্যুতে ম্যাচ। তবু আজ উলভারহ্যাম্পটনের বিপক্ষে নিরঙ্কুশ ফেবারিটই ছিল ম্যানচেস্টার সিটি। ফুটবলের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা অপটা প্রেডিকটরের হিসেবে শতকরা ৯৪ ভাগ জয়ের সম্ভাবনা নিয়েই মাঠে নেমেছিল পেপ গার্দিওলার সিটি। ভবিষ্যদ্বাণী মিলিয়ে বড় ব্যবধানেই জিতেছে সিটি। উলভারহ্যাম্পটনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে সিটিজেনরা।

দুই অর্ধে দুটি করে গোল করেছে সিটি। দুই অর্ধেই একটি করে গোল পেয়েছেন আর্লিং হলান্ড। সিটিতে যোগ দেওয়ার পর চার মৌসুমেই প্রথম ম্যাচে গোল করার ধারা ধরে রাখলেন নরওয়েজীয় স্ট্রাইকার। সিটির অন্য দুটি গোল দুই অভিষিক্ত খেলোয়াড় তিজানি রেইন্ডার্স ও রায়ান শেরকির।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না সিটির। অফসাইডের কারণে উলভসের মার্শাল মুনেতসির একটি গোল বাতিল না হলে এগিয়েও যেতে পারত তারা। ২৬ মিনিটে সেই গোল বাতিলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সিটি। ৩৪ মিনিটে হল্যান্ডের গোল এগিয়ে যায় দলটি।

প্রিমিয়ার লিগ অভিষেকেই গোল পেয়েছেন সিটির ডাচ মিডফিল্ডার তিজানি রেইন্ডার্স

সম্পর্কিত নিবন্ধ