চব্বিশের অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে তাঁরা রাজপথে নেমেছিলেন, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১২তম দিনে শনিবার বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, খুনখারাবি শুরু হয়েছে। পাথর দিয়ে থেঁতলে মারার মতো আইয়ামে জাহেলিয়া শুরু হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। আমরা স্পষ্ট করে আপনাদের বলি, আমাদের লড়াই অব্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।’

পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে। কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখনো ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়।’

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে, সেভাবে তাদেরও বিদায় করবে। রামপালে কয়লাবিদ্যুতের নামে মানুষদের জলবায়ু সংকটে ফেলা হয়েছে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সামনের বাংলাদেশে যেন কোনো গুম-খুন না হয়, সে জন্য সব ক্ষেত্রে সংস্কার দরকার। একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তা–ই মনে করত। প্রতিষ্ঠানগুলোতে যদি সংস্কার করা না হয়, পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায়, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব নয়। সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে।’

রামপালের এ কর্মসূচি শেষে বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.

) এর মাজার জিয়ারত করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর বাগেরহাটে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে শহরের রেল রোড এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেবেন তাঁরা।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যারা মৃত্যুর মুখ থেকে ফিরেছে, তাদেরকে কেনার সাধ্য কোনো দলের নেই:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু, এসব জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। তারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। তারা পুরাতন রাজনীতি টিকিয়ে রাখতে চায়। তারা চাঁদাবাজি ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। এত মানুষের জীবন যাওয়ার পরে তারা যদি মনে করে, তারা পুরাতন রাজনীতি করবে, তাহলে এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে।”

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের আসিফ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “তারা ভেবেছিল— দুই-তিনটি আসন দেখিয়ে, ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নেবে। কিন্তু, যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি।” 

এনসিপির আহ্বায়ক বলেন, “৫ আগস্ট আমরা বলেছিলাম, আসুন জাতীয় সরকার গঠন করি। দেশটাকে পুনর্গঠন করি। সকল বিভাজন দূর করে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তারা বলেছিল, তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার বলেছে, ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম, আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না। আমরা দেশ পুনর্গঠন করতে চাই।” 

এনসিপির সাতক্ষীরা জেলার সমম্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন—সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ। 

পথসভার আগে শহীদ আসিফ চত্বর এলাকায় গণঅভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এনসিপির নেতারা। পরে একটি পদযাত্রা শহীদ আসিফ চত্বর থেকে বের হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। 

এর পর নিউমার্কেট এলাকায় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।

ঢাকা/শাহীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • মৃত্যুর মুখ থেকে ফিরে আসাদের কেনার ক্ষমতা কোনো দলের হয়নি: নাহিদ ইসলাম
  • যারা মৃত্যুর মুখ থেকে ফিরেছে তাদের কেনার ক্ষমতা কোনো দলের হয়নি: নাহিদ ইসলাম
  • ২৪-এর আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি: সারজিস
  • পালিয়ে থাকা নেতারা রামপালে ঘের দখলের রাজনীতি করছে: আখতার হোসেন
  • সব জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ, তারা পুরোনো বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়: নাহিদ ইসলাম
  • যারা মৃত্যুর মুখ থেকে ফিরেছে, তাদেরকে কেনার সাধ্য কোনো দলের নেই:
  • ক্ষমতার ভাগবাটোয়ায় ছাড়া তাদের খোঁজ পাওয়া যায়নি, বিএনপির উদ্দেশ্যে
  • ‘আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি’
  • আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে: নাহিদ