ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তীব্র হামলা রাশিয়ার
Published: 15th, January 2025 GMT
ইউক্রেনের জ্বালানি খাতে ব্যাপক হামলা চালিয়ে রাশিয়া। গতকাল বুধবার কিয়েভের পক্ষ থেকে জানানো হয়, একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এসব হামলা চালানো হয়েছে। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশটির পশ্চিমাঞ্চলে সাতটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হয়।
যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র তৈরির কারখানায় ইউক্রেনের চালানো সবচেয়ে বড় বিমান হামলার এক দিন পর মস্কো এ পাল্টা হামলা চালাল। এসব কারখানা সীমান্ত এলাকা থেকে কয়েকশ মাইল ভেতরে। ইউক্রেনের বিমানবাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, রাশিয়া মঙ্গলবার রাতভর ৪৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৭৪টি ড্রোন হামলা চালায়। পশ্চিম ইউক্রেনের জ্বালানি সরবরাহের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব হামলা হয়েছে। পশ্চিমাঞ্চলী লাভিভ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। সাতটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ হয়ে যায়।
এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির পরিকল্পনা বাস্তবায়নে কয়েক মাস লেগে যেতে পারে বলে মনে করেন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অন্তত দু’জন উপদেষ্টা। পরিস্থিতি বিবেচনা করে ট্রাম্পের দুই সহযোগী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এর আগে ট্রাম্পের আসন্ন প্রশাসনের রাশিয়া ও ইউক্রেনবিষয়ক দূত লেফটেন্যান্ট জেনারেল কেইথ কেলগ এক সাক্ষাৎকারে বলেন, তিনি মনে করি, ১০০ দিনের মধ্যে সমাধানে পৌঁছানো সম্ভব।
উপদেষ্টা ও দূতের বক্তব্য প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের মন্তব্যের সঙ্গে মিলছে না। ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, প্রেসিডেন্ট হয়েই তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত বন্ধ করবেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দরের ৯টি ওয়ার্ডে পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়া পাম্প বর্তমান জায়গায় পুণঃস্থাপন ও পানি সরবরাহের দায়িত্ব পুনরায় ওয়াসার কাছে ন্যাস্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া পাম্প হাউসের সামনে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা, বন্দর নাগরিক কমিটি(বনাক) ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, শ্রমিক নেতা দাউদ আলী. ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ উজ্জল, মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সহসভাপতি আলী আহমেদ, ক্বারী মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ হোসেন, আলহাজ্ব হাফেজ গাজী, মোঃ রিপন, শওকত হোসেন, আলী বাহার প্রমুখ। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর , বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ ৯টি ওয়ার্ডেই তীব্র পানি সংকট বিরাজ করছে। সরবরাহকৃত পানিও ময়লাযুক্ত এবং দুর্গন্ধময় হওয়ায় তা পান করা যায় না। এ ছাড়া চৌরাপাড়া পাম্প হাউসের পাম্পটি সাড়ে ৪ বছর ধরে বিকল হয়ে আছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছেনা।
এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ না নিলে মানববন্ধন থেকে নগরভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।