ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তীব্র হামলা রাশিয়ার
Published: 15th, January 2025 GMT
ইউক্রেনের জ্বালানি খাতে ব্যাপক হামলা চালিয়ে রাশিয়া। গতকাল বুধবার কিয়েভের পক্ষ থেকে জানানো হয়, একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এসব হামলা চালানো হয়েছে। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশটির পশ্চিমাঞ্চলে সাতটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হয়।
যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র তৈরির কারখানায় ইউক্রেনের চালানো সবচেয়ে বড় বিমান হামলার এক দিন পর মস্কো এ পাল্টা হামলা চালাল। এসব কারখানা সীমান্ত এলাকা থেকে কয়েকশ মাইল ভেতরে। ইউক্রেনের বিমানবাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, রাশিয়া মঙ্গলবার রাতভর ৪৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৭৪টি ড্রোন হামলা চালায়। পশ্চিম ইউক্রেনের জ্বালানি সরবরাহের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব হামলা হয়েছে। পশ্চিমাঞ্চলী লাভিভ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। সাতটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ হয়ে যায়।
এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির পরিকল্পনা বাস্তবায়নে কয়েক মাস লেগে যেতে পারে বলে মনে করেন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অন্তত দু’জন উপদেষ্টা। পরিস্থিতি বিবেচনা করে ট্রাম্পের দুই সহযোগী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এর আগে ট্রাম্পের আসন্ন প্রশাসনের রাশিয়া ও ইউক্রেনবিষয়ক দূত লেফটেন্যান্ট জেনারেল কেইথ কেলগ এক সাক্ষাৎকারে বলেন, তিনি মনে করি, ১০০ দিনের মধ্যে সমাধানে পৌঁছানো সম্ভব।
উপদেষ্টা ও দূতের বক্তব্য প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের মন্তব্যের সঙ্গে মিলছে না। ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, প্রেসিডেন্ট হয়েই তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত বন্ধ করবেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উত্তরাঞ্চলে পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
সিরাজগঞ্জের বাঘাবাড়ীসহ উত্তরবঙ্গের ১৬ জেলায় পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের (সওজ) ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের আশ্বাসে বুধবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
উত্তরবঙ্গ ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পেট্রোল পাম্প রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটের কারণে উত্তরাঞ্চলের বৃহত্তম প্রাপ্তিস্থান বিপিসি নিয়ন্ত্রিত বাঘাবাড়ির পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকেও জ্বালানি তেল উত্তোলন, সরবরাহ ও বিপণন বন্ধ রাখা হয়।
প্রসঙ্গত মহাসড়ক-আঞ্চলিক সড়কের পাশে সওজের সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা পেট্রোলপাম্প উচ্ছেদ সওজের অভিযান চলছে। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীসহ উত্তর অঞ্চলের বিভিন্ন জেলায় সওজের অভিযান বন্ধে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পেট্রোল পাম্প মালিকরা। বাঘাবাড়ির পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোগুলো থেকেও জ্বালানি তেল উত্তোলন, সরবরাহ ও বিপণন দিনভর বন্ধ থাকে।