পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। ইতিমধ্যেই সিনেমাটির প্রচারে যোগ দিয়েছেন নির্মাতা–শিল্পীরা। ছবির প্রচারে আজ মঙ্গলবার রাতে লুঙ্গি পরে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’
এক ঘণ্টার ব্যবধানে এসব ছবিতে ১৮ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। ৩ হাজার ৮০০–এর বেশি মন্তব্য এসেছে। সাইমন নামে একজন লিখেছেন, ‘অস্থির লুক।’ রিপন নামের আরেকজন লিখেছেন, ‘চমৎকার লাগছে।’

আরও পড়ুন‘পুষ্পা’, ‘কবির সিং’ না ‘জংলি’১৩ মার্চ ২০২৫মঙ্গলবার রাতে লুঙ্গি পরে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন বুবলী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের সেনা ঘাঁটিতে হুতিদের হামলা

ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা শহরের কাছে হামলা চালিয়েছে। শুক্রবার সকালে এ হামলা চালানো হয় বলে গোষ্ঠীটি জানিয়েছে।

গোষ্ঠীটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র টেলিভিশনে এক বিবৃতিতে বলেছেন, তারা হাইফার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটির দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে হাইফা এবং শহরের আশেপাশের এলাকায় শত্রুপক্ষের বিমানের সাইরেন সক্রিয় করা হয়েছিল এবং ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছিল।

২০২৩ সালে ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে ফিলিস্তিবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ওপর হামলা শুরু করে হুতিরা। তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও হামলা চালাচ্ছে। হুতিদের দমন করতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তবে হুতিরা সাফ জানিয়েছে, কোনো হামলাই তাদেরকে দমাতে পারবে না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ