দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন শামীম এস্কান্দার
Published: 25th, March 2025 GMT
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা।
ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক আজ মঙ্গলবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য শামীম এস্কান্দারকে ২০০৭ সালে নোটিশ দেয় দুদক। পরের বছর সম্পদের তথ্য গোপনের অভিযোগে শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক।
আজ মঙ্গলবার এ মামলার অভিযোগ গঠন বিষয় শুনানির দিন ছিল। আসামিপক্ষ থেকে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত শুনানি নিয়ে শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রীকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। শুনানির সময় তাঁরা দুজনই আদালতে উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ম ম এস ক ন দ র
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের সেনা ঘাঁটিতে হুতিদের হামলা
ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা শহরের কাছে হামলা চালিয়েছে। শুক্রবার সকালে এ হামলা চালানো হয় বলে গোষ্ঠীটি জানিয়েছে।
গোষ্ঠীটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র টেলিভিশনে এক বিবৃতিতে বলেছেন, তারা হাইফার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটির দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে হাইফা এবং শহরের আশেপাশের এলাকায় শত্রুপক্ষের বিমানের সাইরেন সক্রিয় করা হয়েছিল এবং ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছিল।
২০২৩ সালে ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে ফিলিস্তিবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ওপর হামলা শুরু করে হুতিরা। তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও হামলা চালাচ্ছে। হুতিদের দমন করতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তবে হুতিরা সাফ জানিয়েছে, কোনো হামলাই তাদেরকে দমাতে পারবে না।
ঢাকা/শাহেদ