ইচ্ছামতো দখলে বেহাত শতকোটি টাকার জমি
Published: 27th, March 2025 GMT
সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তুলেছে একটি চক্র। উপজেলার সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত তিন কিলোমিটার মহাসড়ক ঘেঁষে এসব জমি দখল করা হয়েছে। ভাড়া দিয়ে টাকাও আদায় করছে চক্রটি। এর পরও জমি উদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সওজের চোখের সামনে দিনের পর দিন এভাবে জমি দখল চলছে। তারা নিজেদের পিঠ বাঁচাতে ৫ আগস্টের আগে মাঝেমধ্যে নামমাত্র উচ্ছেদ অভিযান চালিয়েছে। সাইনবোর্ড এলাকার বাসিন্দা মো.
অভিযোগ উঠেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চিটাগাং রোডে গুলিবর্ষণ করে হতাহতের মামলার আসামি উপজেলা জাপার সহসভাপতি আখিনুর চৌধুরীসহ প্রভাবশালী একটি চক্র এ কাজে জড়িত। দলখদাররা বাস কাউন্টার ও ধর্মীয় স্থাপনাও গড়ে তুলেছে। রয়েছে রেস্তোরাঁ, যাতায়াতের পথ, নার্সারি, পুরোনো টায়ারের ব্যবসা, রেস্তোরাঁর মাঠ, বাঁশের আড়ত, এমনকি গাড়ির গ্যারেজও।
সানারপাড় এলাকার ব্যবসায়ী মো. ইউনুছ আলী, সাইনবোর্ডের আব্দুল হান্নান, শিমরাইলের মো. সিরাজুল ইসলামের ভাষ্য, সওজের নজরদারি না থাকায় শত কোটি টাকার জমি অবৈধ দখলদারদের দখলে চলে গেছে। মিজমিজির বাসিন্দা মো. আবুল কালাম বলেন, সওজের শিমরাইল কার্যালয় থেকে শুরু করে মহাসড়কের সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কের দুই পাশের শত কোটি টাকার জমি যে যার মতো করে দখল করে নিয়েছে। রহস্যজনক কারণে কর্তৃপক্ষ নীরব রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, গণশৌচাগার ও দোকানপাট ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে চক্রের সদস্যরা। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিকী বলেন, ধর্মীয় স্থাপনার পাশাপাশি পাবলিক টয়লেট, গরুর খামার, দোকানপাটসহ অবৈধ স্থাপনা নির্মাণ করছে আখিনুর চৌধুরীসহ একটি অসাধু চক্র। টাকা আয়ের ফন্দি হিসেবে জায়গা দখল করা হয়েছে।
মহাসড়কজুড়ে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে আখিনুর চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করে হতাহতের মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। একটি চায়নিজ রেস্তোরাঁর গাড়ি পার্ক করার জন্য সওজের জায়গা দখল করে আরসিসি ঢালাই করে মাঠ বানানো হয়েছে। রেস্তোরাঁটির মালিক মো. আলমগীর হোসেন বলেন, ‘আমি একা তো দখল করিনি, সবাই করেছে। যখন সওজের দরকার পড়বে, তখন ছেড়ে দেব।’
সওজের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে নার্সারি করেছেন বলে দাবি ব্যবসায়ী মো. তৌহিদুল ইসলামের। তিনি বলেন, ‘যখন তারা চাইবে, ছেড়ে দেব।’ শিমরাইল মোড়ে সাতটি মার্কেট মালিকও সওজের জমি দখল করে অবৈধ স্থায়ী স্থাপনা নির্মাণ করে ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। মার্কেট মালিক দেলোয়ার হোসেন, নুর উদ্দিন ও হাবিবুল্লাহ হবুলও বলেছেন, সওজের যখন প্রয়োজন হবে, তারা জমি ছেড়ে দেবেন।
একই মোড়ে অর্ধশত অস্থায়ী দোকান নির্মাণ করে বাস কাউন্টার মালিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। মাদানীনগর এলাকায় মহাসড়ক দখল করে গড়ে তোলা হয়েছে স্থাপনা। পুরোনো টায়ারের বৃহৎ মার্কেট গড়ে তোলা হয়েছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উদাসীনতার কারণে মহাসড়কের জায়গা দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
মহাসড়কের সাইনবোর্ডসহ শিমরাইল পর্যন্ত শত কোটি টাকার জমি দখল হয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন নারায়ণগঞ্জ সডক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আহসান উল্লাহ মজুমদার। তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেট ছাড়া আমরা উচ্ছেদে যেতে পারিনি। গত বছরের ১৫ জুলাই উচ্ছেদের কথা ছিল। কিন্তু দেশের অবস্থা তখন স্বাভাবিক ছিল না বলেই উচ্ছেদ করা হয়নি।’
এ কর্মকর্তার ভাষ্য, ‘কিছু কিছু শিল্পের জন্য অ্যাপ্রোচের অনুমতি রয়েছে। আমাদের অনুমতি না নিয়ে সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত আমাদের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: দখল ন র ম ণ কর স ইনব র ড অব ধ স থ ব যবস সওজ র
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে পাহাড় কাটায় সওজকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা
পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সড়ক সম্প্রসারণের জন্য সওজ প্রায় ৩৫ শতক পাহাড় কেটেছে। তদন্ত শেষে আজ বুধবার জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ গোলাম বাশির আহমেদ প্রথম আলোকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইন অমান্য করে এবং সরকারি অনুমোদন ছাড়া পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে।
সওজের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন দাবি করেন, তাঁরা জনস্বার্থে পাহাড় কেটে সেতু তৈরি করেছেন। তবে পরিবেশ অধিদপ্তর যে পরিমাণ উল্লেখ করেছে, সে পরিমাণ পাহাড় কাটা হয়নি। তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, চট্টগ্রামে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ‘বারাইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক সম্প্রসারণ (এলওসি-৩)’ প্রকল্পের কাজে ওই পাহাড় কাটা হয়। এ সড়কের ১৭টি এলাকায় পাহাড় কাটা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে পাহাড় কাটার প্রমাণ পান। এক বছরের মাথায় গত ৪ নভেম্বর আরেক দফা তদন্ত করা হয়। দুবার তদন্ত করে মোট ১ লাখ ৩২ হাজার ৫৭০ ঘনফুট বা ৩৪ দশমিক ৯২ শতক পাহাড় কাটার হিসাব বের করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আজ সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে শুনানি হয়। এরপর জরিমানা করা হয়।