চট্টগ্রাম সিটি করপোরেশনকে আইনি নোটিশ
Published: 20th, April 2025 GMT
চট্টগ্রামের খুলশীতে নালায় পড়ে ছয় মাসের শিশু সেহেরিজের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ নোটিশ পাঠান।
নোটিশে সেহরিজের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। তা ছাড়া নগরীর সব খোলা নালা ও খাল চিহ্নিত করে ঢেকে ফেলার সময়বদ্ধ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, সব সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে সমন্বয়ের মাধ্যমে অভিন্ন ড্রেনেজ নিরাপত্তা মানদণ্ড প্রণয়ন এবং স্বাধীন তদারকি কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। সেহেরিজের মৃত্যুর ঘটনায় দায় স্বীকার করে জনসমক্ষে কর্তৃপক্ষকে বিবৃতি দেওয়ার জন্য বলা হয় নোটিশে।
ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, সেহেরিজের মৃত্যু কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; এটি চসিকের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও গাফিলতির প্রতিফলন। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে জীবনের নিরাপত্তা ও আইনের সুরক্ষার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৫০ ও ৫২ ধারায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে, যা পালন করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রাস্তার পাশে পর্যাপ্ত সুরক্ষা ব্যারিকেড বা সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খোলা ড্রেনে পড়ে যায়। এ সময় শিশুটি তার মায়ের কোল থেকে ছিটকে পানির স্রোতে ভেসে যায়। দীর্ঘ ১৪ ঘণ্টা পর প্রায় ৫ কিলোমিটার দূরের চকবাজার খাল থেকে সেহেরিজের নিথর দেহ উদ্ধার করা হয়।
এদিকে চট্টগ্রাম নগরীর অরক্ষিত খাল-নালা চিহ্নিত করে আগামী বৃহস্পতিবারের মধ্যে তালিকা করার নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডা.
রোববার নগরের টাইগার পাসের নগর ভবনে প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগের সঙ্গে আয়োজিত বিশেষ সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় মেয়র বলেন, খালে পড়ে ছয় মাস বয়সী শিশুর মৃত্যুর দায় আমরা কেউ এড়াতে পারি না। একজন নগরবাসী ও মেয়র হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি।
উৎস: Samakal
কীওয়ার্ড: র ঘটন
এছাড়াও পড়ুন:
চ্যালেঞ্জের বছরেও চরকিতে ভরপুর কনটেন্ট
২০২৫ সাল ছিল দেশের বিনোদন জগতের জন্যই এক চ্যালেঞ্জের বছর। সেই চ্যালেঞ্জের মধ্যেই দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি দর্শকদের জন্য মুক্তি দিয়েছে ২৭টি ভিন্নধর্মী কনটেন্ট। সংখ্যার বিচারে যেমন, তেমনি বৈচিত্র্য ও বিস্তৃতির দিক থেকেও এটি শুধু চরকির জন্য নয়, পুরো দেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই এক বছরে চরকিতে মুক্তি পেয়েছে বড় ক্যানভাসের অরিজিনাল সিনেমা, নামকরা নির্মাতা ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের কাজ, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা, পাশাপাশি নতুন ও তরুণ নির্মাতাদের পরীক্ষামূলক কাজ। গল্প, ভাষা ও আঙ্গিক—সব মিলিয়ে চরকির কনটেন্ট পরিকল্পনায় ছিল স্পষ্ট বৈচিত্র্যের ছাপ।
সিরিজে বড় ক্যানভাস, গল্পে সাহস
২০২৫ সালের শুরুতেই আলোচনায় আসে সুকর্ন সাহেদ ধীমান পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’। মানবতা, রাজনীতি ও ইতিহাসের নৃশংস বাস্তবতা থেকে অনুপ্রাণিত এই সিরিজে উঠে এসেছে মরিচঝাঁপি গণহত্যার ফিকশনাল প্রেক্ষাপট। সংবেদনশীল বিষয় ও নির্মাণশৈলীর কারণে সিরিজটি দর্শক–সমালোচকদের দৃষ্টি কাড়ে।