সংসদ নির্বাচনের পর স্থানীয় নির্বাচন চায় এনপিপি
Published: 4th, May 2025 GMT
বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১২টিতে একমত হয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট (এনপিপি)। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জোটের বৈঠক শেষে এ কথা জানানো হয়। জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, আমরা ২৮টি প্রস্তাবে আংশিক একমত হয়েছি। দুয়েকটি বিষয়ে আমরা পরে আলোচনা করে নেব। আমরা সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে। জাতীয় নির্বাচন হওয়ার পর পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে।
তিনি বলেন, তারা (ঐকমত্য কমিশন) আমাদের বলেছে, একসঙ্গে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্ভব কিনা। আমরা বলেছি, নির্বাচন কমিশনই বলেছে একসঙ্গে জাতীয় ও স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয়। অন্য একটি বিষয়ে একমত হয়েছি তা হলো, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন থেকে চার মাস করলে ভালো হয়। রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছিল। আমরা বলেছি, সংসদ সদস্যের মাধ্যমে হতে হবে। এর বাইরে স্থানীয় সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না।
তিনি আরও বলেন, সংসদে আসন সংখ্যা ৩০০ থাকতে হয়। নারীদের আসন ৫০ থেকে ১০০ হবে, এতে আপত্তি নেই। বিচার বিভাগের বিষয়ে আমরা প্রাধান্য দিয়েছি। আমরা বলেছি, জ্যেষ্ঠতা অনুসারে প্রধান বিচারপতি নির্বাচিত হবেন। হাইকোর্ট থেকে অ্যাফিলিয়েট ডিভিশনে এসব বিচার হবে। যেসব বিচারপতি দুর্নীতিপরায়ণ, তাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বাদ দিতে হবে। পরপর দু’বার প্রধানমন্ত্রী হতে পারবেন। এর পর একবার বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয়। কারণ, নির্বাচিত সরকার যেভাবে সুষ্ঠুভাবে দেশ চালাতে পারে, অনির্বাচিত সরকারের পক্ষে তা সম্ভব নয়। এই যে রোহিঙ্গা ইস্যুতে আমরা অনেক অসুবিধায় আছি। কে বা কারা মানবিক করিডোরের প্রস্তাব দিয়েছে, আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তাতে সম্মতি দিয়েছেন। এটা তো দেশের সঙ্গে নির্বাচিত একটা সরকার থেকে করতে হবে। আমরা যারা পলিটিক্যাল পার্টি আছি, তাদের সঙ্গে আলোচনা না করেই এটা করল। এই মানবিক করিডোর যে সামরিক করিডোর হবে না, কে বলতে পারে। এটা যে আরেকটি গাজা হবে না, সেটা কে বলতে পারে? এ জন্য আমরা বলছি, এই অন্তর্বর্তী সরকারের কাজ কী? তাদের প্রথম কাজ, জাতীয় নির্বাচন দেওয়া। ড.
এদিকে ছয় মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চায় বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সবার সঙ্গে আলোচনা করে জাতীয় সনদ তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনকে ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেই চেষ্টায় আমরা আপনাদের (জাতীয়তাবাদী সমমনা জোট) সহযোগিতা পেয়েছি, রাজনৈতিক দলগুলোর থেকে সহযোগিতা পাচ্ছি।
আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্ক্সবাদী) আলোচনা হয়েছে। দলটির সমন্বয়ক মাসুদ রানার নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের হয়ে আলোচনায় উপস্থিত ছিলেন জয়দীপ ভট্টাচার্য, শফি উদ্দিন কবির আবিদ প্রমুখ ।
এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে ঐকমত্য তৈরি হয়েছিল, তা ধরে রাখতে হবে। সেই ঐক্যের মাধ্যমে জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীর বাংলাদেশের পথরেখা নির্দেশ করবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
বরাদ্দকৃত ট্রেনের দাবিতে নোয়াখালীতে ছাত্র জনতার রেলপথ অবরোধ
ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে নোয়াখালীতে।
রবিবার (৪ মে) সকাল ৬টা থেকে মাইজদী কোর্ট স্টেশনে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা রেললাইনে অবস্থান নেন। এতে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, “২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনও তা চালু হয়নি। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি।”
অবরোধে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার অন্যতম সংগঠক নাহিদা সুলতানা ইতু বলেন, “আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ কোনো অজানা কারণে ট্রেন চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ১০ দিনের মধ্যে কোনো আশ্বাস না পেলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।”
আনিসুর রহমান নামের এক যাত্রী বলেন, “আমরা দাবির পক্ষে একমত, তবে ভোগান্তির মধ্যে আছি। জরুরি কাজে ঢাকা যাচ্ছি। কিন্তু এখানেই অনেকটা সময় পেরিয়ে গেছে। বারবার আশ্বাস নয় আমরা সিদ্ধান্তের বাস্তবায়ন চাই।”
আকিল উদ্দিন নামে আরেকজন বলেন, “২০২৩ সালে সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখনো এটি রহস্যজনক কারণে চালু হয়নি। আমরা নোয়াখালীবাসী চাই দ্রুত এই নতুন ট্রেন চালু হোক। ছাত্রদের দাবীর সাথে আমরা সাধারণ জনতা একমত। তবে দাবী আদায় করকে হবে শান্তিপূর্ণ উপায়ে। জনসাধারণ যাতে হয়রানী বা ভোগান্তিতে না পরে সেদিকেও খেয়াল রাখতে হবে।”
মাইজদী কোর্ট স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “৬টায় ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে ছেড়ে যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। সব শেষ দেঢ় ঘণ্টা পর সাড়ে সাতটায় অবরোধ তুলে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।”
ঢাকা/সুজন/এস