এসবির সাবেক রিপোর্টার রাজুর ২৪ লাখ টাকার গাড়ি জব্দের আদেশ
Published: 5th, May 2025 GMT
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক রিপোর্টার মো. শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
আজ সোমবার দুদকের উপসহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, রাজু আহমেদের বিরুদ্ধে দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনপূর্বক কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানের অভিযোগ রয়েছে। নিজ নামে, স্ত্রী ও সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখেন তিনি, যা জ্ঞাত আয় বহির্ভূত। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। তদন্তকালে অপরাধলব্ধ অর্থ দিয়ে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ বিক্রয়/হস্তান্তর বা বেহাত করার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মালিকানাধীন স্থাবর সম্পদসমূহ জব্দ এবং অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে আদালত তার স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করার আদেশ দেন। আদালতের আদেশ মোতাবেক জব্দকৃত স্থাবর সম্পদ এবং অবরুদ্ধকৃত অস্থাবর সম্পদের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগে পুনরায় আবেদন করা হয়। পরবর্তীতে রিসিভার নিয়োগের আদেশ দেন আদালত।
আবেদনে আরও বলা হয়, আসামি তার দাখিলকৃত সম্পদ বিবরণীর অস্থাবর সম্পদ অংশে গাড়ি নং ঢাকা মেট্রো-ঘ-৩৫৩৭০৭ উল্লেখ করেছিল। তবে অধিকতর তদন্তে দেখা যায় যে, রাজু আহমেদের গাড়ির নম্বর হচ্ছে ঢাকা মেট্রো-গ-৩৫৩৭০৭। অর্থাৎ দাখিলকৃত সম্পদ বিবরণীতে গাড়ির নম্বর ভুল দিয়ে কমিশন ও তদন্তকারী কর্মকর্তাকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এইচএসসি পরীক্ষা ২০২৬: আপাতত নির্বাচনী পরীক্ষা নয়, চলবে ক্লাস
এইচএসসি পরীক্ষার জন্য নির্দেশনা না পাওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষা (নির্বাচনী পরীক্ষা) না নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ রোববার (৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে কোথায় পড়বেন: সিদ্ধান্ত নিতে মনে রাখুন ‘থ্রি–সি’৭ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনি পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৬–এর ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর০৪ নভেম্বর ২০২৫