এসবির সাবেক রিপোর্টার রাজুর ২৪ লাখ টাকার গাড়ি জব্দের আদেশ
Published: 5th, May 2025 GMT
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক রিপোর্টার মো. শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
আজ সোমবার দুদকের উপসহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, রাজু আহমেদের বিরুদ্ধে দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনপূর্বক কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানের অভিযোগ রয়েছে। নিজ নামে, স্ত্রী ও সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখেন তিনি, যা জ্ঞাত আয় বহির্ভূত। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। তদন্তকালে অপরাধলব্ধ অর্থ দিয়ে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ বিক্রয়/হস্তান্তর বা বেহাত করার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মালিকানাধীন স্থাবর সম্পদসমূহ জব্দ এবং অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে আদালত তার স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করার আদেশ দেন। আদালতের আদেশ মোতাবেক জব্দকৃত স্থাবর সম্পদ এবং অবরুদ্ধকৃত অস্থাবর সম্পদের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগে পুনরায় আবেদন করা হয়। পরবর্তীতে রিসিভার নিয়োগের আদেশ দেন আদালত।
আবেদনে আরও বলা হয়, আসামি তার দাখিলকৃত সম্পদ বিবরণীর অস্থাবর সম্পদ অংশে গাড়ি নং ঢাকা মেট্রো-ঘ-৩৫৩৭০৭ উল্লেখ করেছিল। তবে অধিকতর তদন্তে দেখা যায় যে, রাজু আহমেদের গাড়ির নম্বর হচ্ছে ঢাকা মেট্রো-গ-৩৫৩৭০৭। অর্থাৎ দাখিলকৃত সম্পদ বিবরণীতে গাড়ির নম্বর ভুল দিয়ে কমিশন ও তদন্তকারী কর্মকর্তাকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর ‘উসকানিমূলক’ বক্তব্য প্রত্যাখ্যান কাতারের
যুদ্ধবিরতি আলোচনায় ‘উভয় পক্ষের সঙ্গে খেলা বন্ধ করা’ দরকার—ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে মধ্যস্ততাকারী দেশ কাতার। দেশটি বলেছে, নেতানিয়াহুর এমন মন্তব্য উসকানিমূলক।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক্স পোস্টে লিখেন, ‘কাতার উসকানিমূলক বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে... এ ধরনের বক্তব্য রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের ন্যূনতম মানদণ্ড পূরণে সম্পূর্ণ ব্যর্থ।’
এ বছর জানুয়ারি মাসের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। গত মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবার গাজায় হামলা শুরু করে। যুদ্ধবিরতির মধ্যস্ততা করে মিসর ও কাতার।
গত মাসের মাঝামাঝিতে এসে জানা যায়, গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এটা নিয়ে আলোচনা চলছে। হামাস রাজি হলে তা বাস্তবায়ন করা হবে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে হামাস এখনো তাদের মূল দাবিতে অটল আছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামাসের দাবি, গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে।
নতুন প্রস্তাবে ইসরায়েলের পক্ষ থেকে পরবর্তী পর্যায়ের আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, যুদ্ধ–পরবর্তী গাজা পুনর্গঠনে হামাসের কোনো ভূমিকা থাকতে পারবে না।
আরও পড়ুনগাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব মিসর-কাতারের৩০ মার্চ ২০২৫