আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে গত দুই দিন বৈঠক হলেও মুদ্রা বিনিময় হার নমনীয় করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। তবে সরকার মনে করছে, ঐকমত্যে পৌঁছানোর সময় এখনো শেষ হয়ে যায়নি, আরও আলোচনা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ কথা জানা গেছে।

মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রা টাকার মান কত হবে—তা বাজারের ওপর ছেড়ে দেওয়ার শর্ত পূরণের ওপর নির্ভর করছে আইএমএফের চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ বাংলাদেশ পাবে কি না। ঋণের কিস্তি ও শর্তের বিষয়ে সর্বশেষ গত সোমবার ও গতকাল মঙ্গলবার ভার্চ্যুয়ালি আইএমএফের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

জানতে চাইলে আহসান এইচ মনসুর গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, আইএমএফের ঋণ কর্মসূচিটি চালু থাকবে। কিছু কারিগরি দিক নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে। আরও আলোচনার দরকার পড়বে। দেখা যাক।’

আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি। ২০২৪ সালের জুন পর্যন্ত তিনটি কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। বাকি আছে ঋণের ২৩৯ কোটি ডলার। বাকি ঋণের দুই কিস্তি ও শর্ত নিয়ে আইএমএফের সঙ্গে প্রায় এক মাস ধরে দর-কষাকষি চলছে।

ইতিমধ্যে পাওয়া দ্বিতীয় ও তৃতীয় কিস্তির পর্যালোচনা করতে গত ৬ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত আইএমএফের একটি মিশন ঢাকা ঘুরে গেছে। ওই সময় ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। আলোচনা গড়ায় পরে ওয়াশিংটনেও। সেখানে ২১ থেকে ২৬ এপ্রিল আইএমএফ-বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক ছিল। ওই বৈঠকের এক ফাঁকে ঋণের কিস্তি ও শর্তের বিষয়ে আইএমএফের সঙ্গে বাংলাদেশের আলোচনা হয়। সেখানেও কোনো সমঝোতা হয়নি।

এরপরই বাংলাদেশ ও আইএমএফ গত দুদিন ভার্চ্যুয়ালি বৈঠক করেছে। বৈঠক শেষে আগের দিনের মতো গতকালও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সরকারের পক্ষ থেকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনার পথ শেষ হয়ে যায়নি। চলতি মাসে আবার আলোচনা হতে পারে।

সোমবারের বৈঠকের হালনাগাদ বিষয়ে জানতে চেয়ে ওই দিন প্রথম আলোর পক্ষ থেকে আইএমএফকে ই–মেইল করা হয়। সোমবার দিবাগত রাত পৌনে ২টায় ই–মেইলের জবাব দেয় আইএমএফ। এতে বলা হয়, ‘ঢাকার মিশন শেষে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকেও একটি চুক্তিতে পৌঁছানোর জন্য বাংলাদেশের সঙ্গে আইএমএফের আলোচনা অব্যাহত ছিল। ঋণ কর্মসূচির আওতায় সংস্কারকাজে গতি আনতে ভার্চ্যুয়াল বৈঠক চলছে।’

দুই দিনের বৈঠক সূত্রে জানা গেছে, সরকারের দিক থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে বিনিময় হার নমনীয়, অর্থাৎ বাজারভিত্তিক হলে মুদ্রাবাজার পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা আছে। তখন বেড়ে যেতে পারে ডলারের দাম, যার প্রভাবে বেড়ে যেতে পারে আমদানি পণ্যের দাম। এ কারণে বেড়ে যেতে পারে আবার সার্বিক মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের বেশি আছে।

গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান মনে করেন ঋণ কর্মসূচিটি বজায় থাকা জরুরি। তিনি প্রথম আলোকে বলেন, কর্মসূচিটি না থাকলে অর্থনীতি পরিচালনায় বাংলাদেশের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভোটারের বয়স ১৬ আর এমপি প্রার্থীর বয়স ২৩ বছর চায় এনসিপি

কোনো ব্যক্তি বা দল যাতে দেশের পুরো শাসনব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ভোটার হওয়ার বয়স ১৬ বছর এবং সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর নির্ধারণের প্রস্তাব করেছে দলটি। বর্তমানে ১৮ বছর বয়স হলে নাগরিকেরা ভোটার হতে পারেন। আর সংসদ নির্বাচনে প্রার্থী হতে বয়স হতে হয় ন্যূনতম ২৫ বছর।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতারা। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার উপস্থিত ছিলেন। আর এনসিপির পক্ষে বৈঠকে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আরমান হোসাইন ও জাবেদ রাসিন।

বৈঠক শেষে বিকেলে আখতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘সংস্কারকে কোনো বায়বীয় অবস্থায় আমরা ফেলে রাখতে চাই না। যেকোনো সময়ই নির্বাচন হতে পারে। তবে তার আগে মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।’

ভোটার হওয়ার ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স কমানোর পক্ষে যুক্তি দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘বিশ্বের অনেক দেশ তাদের তরুণদের ১৬ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নিচ্ছে। আমরা দেখতে পাই, তরুণ প্রজন্মের কাছে যে পরিমাণ তথ্য থাকে, তাতে এই বয়সে তাঁরা সিদ্ধান্ত নিতে সক্ষম।’

বৈঠকে তথ্যপ্রাপ্তিকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান এনসিপির সদস্যসচিব। এ ছাড়া শান্তিপূর্ণ পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর এবং পুলিশ সংস্কার নিয়ে এনসিপি ঐকমত্য কমিশনের কাছে লিখিত বক্তব্য উপস্থাপন করবে বলেও জানান তিনি।

বৈঠকের আলোচনা নিয়ে সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা কমিশনের কাছে মৌলিক সংস্কারের একটা রূপরেখা তুলে ধরেছি। আমরা মনে করি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সুষ্ঠু গণতন্ত্র নিশ্চিতে মৌলিক সংস্কার বাস্তবায়ন আবশ্যক।’

কোনো ব্যক্তি বা দল যাতে দেশের পুরো শাসনব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জোর দিয়েছেন বলে জানান সারজিস আলম। তিনি বলেন, ফ্যাসিবাদী বা স্বৈরাচারী মনোভাবের যে উপকরণগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। যেখানে জনগণের ভোট, মতামত এবং অংশগ্রহণ সার্বিক নীতিনির্ধারণে ভূমিকা রাখবে।

জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) পক্ষে এনসিপির অবস্থানের কথা জানিয়ে সারজিস আলম বলেন, এনসিসি নির্বাহী বিভাগকে জবাবদিহি করার এবং সাংবিধানিক পদে নিয়োগের কাজটি করবে। তিনি আরও বলেন, ‘আমরা জাতীয় সংসদের নিম্নকক্ষ আসনভিত্তিক করার এবং উচ্চকক্ষে ভোটের আনুপাতিক হারে আসন নির্ধারণের প্রস্তাব করেছি।’

আরও পড়ুনশুধু নির্বাচনী নয়, ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণই মৌলিক সংস্কার: আখতার হোসেন৭ ঘণ্টা আগে

আলোচনায় এককেন্দ্রিক ক্ষমতার বিলুপ্তি; নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার; স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং সাংবিধানিক পদে স্বাধীন নিয়োগের ওপর জোর দিয়েছে এনসিপি।

এর আগে সকালে শুভেচ্ছা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। ঐকমত্য কমিশনের আলোচনা সেই পথরেখা তৈরি করতে সহায়ক হবে। আশা করছি, এই পথরেখা ধরে দ্বিতীয় পর্যায়ের আলোচনাও এগিয়ে যাবে।’

আরও পড়ুনকুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ঐকমত্য কমিশনকে যেসব প্রস্তাব দি‌ল ইসলামী আন্দোলন
  • দীর্ঘস্থায়ী সংঘাত পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশাকে বাড়িয়ে দিতে পা
  • কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে আসতে হবে: আলী রীয়াজ
  • মৌলিক সংস্কারে এনসিপির রূপরেখা, মূল লক্ষ্য তিনটি
  • আইএমএফ ঋণের সুরাহা ছাড়াই শেষ আরেক দফার বৈঠক
  • ভোটারের বয়স ১৬ আর এমপি প্রার্থীর বয়স ২৩ বছর চায় এনসিপি
  • আইএমএফের ঋণ নিয়ে কী হচ্ছে
  • ডলারের দরে নমনীয়তা দেখায়নি সরকার, আইএমএফের সঙ্গে আজ আবার বৈঠক
  • আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরে দাঁড়ানো মানে একধাপ পেছনে যাওয়া