হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন খুলনার রাকিব হাসান। ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এসব কনটেন্ট প্রকাশ করে থাকেন।
সমকালীন নানা বিষয়কে উপজীব্য করে কনটেন্ট তৈরি করে থাকেন রাকিব ও তার টিম। তারই ধারাবাহিকতায় তৈরি করেছেন ‘পার্টি অফিস’ নামে একটি নাটক। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকিব হাসান ও তার ভাই খায়রুল ইসলাম জিসান। নাটকটি প্রকাশের পর অন্তর্জালে সাড়া ফেলেছে; যা এখন রীতিমতো ভাইরাল।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের গল্প নাটকটিতে বলা হয়েছে। “যে বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুলও ফুটে না, আমার এ দলটা নেতাতে ভরা, কেউ দুর্নীতি করে না”— এই স্লোগান নিয়ে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেন ফজলু ভাই। একের পর এক ব্যবসায় লোকসান করে ফজলু বুঝতে পারেন, এখন সবচেয়ে লাভজনক ব্যবসা রাজনীতি। তাই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেন। আর দলের প্রেসিডেন্টও হন। এরপর অনুসারীদের নিয়ে শহরে হেঁটে বেড়িয়ে নতুন রাজনৈতিক দলের জানান দেন ফজলু। গল্পে যেমন বাস্তব চিত্র তুলে এনেছেন, তেমনি তাদের শারীরিক অঙ্গভঙ্গি দর্শকদের বিনোদিত করেছে।
আরো পড়ুন:
সিদ্দিককে মারধর, পোশাক বিতর্ক নিয়ে যা বললেন মিম
সুগার ড্যাডি ছাড়া এত টাকা কামানো সম্ভব না: ফারিয়া
গত ৩ মে ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত হয় নাটকটি। এ পর্যন্ত ইউটিউবে নাটকটির ভিউ ৩৩ লাখ ছাড়িয়েছে। আর ফেসবুকে ১৭ মিলিয়ন। নাটকটি দেখে নেটিজেনরাও তাদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন। আরাফাত লেখেন, “ভাইরে ভাই, হাঁটার স্টাইলটা সেই! হাঁটা দেখছিলাম বারবার আর আদু ভাইকে মিস করছিলাম।” আরেকজন লেখেন, “নতুন দলের অবস্থা। ধন্যবাদ এমন ভিডিও উপহার দিবার জন্য।”
আবু উবায়দা লেখেন, “দেশের চলমান ঘটনা নিয়ে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ ভাইকে। অনেক সুন্দর হয়েছে ভিডিওটি।” আশরাফুল ইসলাম লেখেন, “কঠিন হইছে। বাস্তব কাহিনি নিয়ে গড়া।” কমেডিয়ান দিলদারের সঙ্গে তুলনা করে সলিম নামে একজন লেখেন, “এরা তো দিলদার, এটি এমের চাইতেও মারাত্মক।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।
রাকিব হাসানের জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। তবে তার বাবার বাড়ি বরিশালে। ২০১৮ সালের ১ অক্টোবর ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র যাত্রা শুরু করেন। বর্তমানে এ পেজের অনুসারী সংখ্যা ৩১ লাখ। ইউটিউবে ৪৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন টক ন র জন ন টকট
এছাড়াও পড়ুন:
স্বপ্নের চরিত্রে প্রান্তর
‘আন্তঃনগর’, ‘৮৪০’ থেকে ‘জিম্মি’—একের পর এক সিরিজ ও সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেতা প্রান্তর দস্তিদার। সিরিজের বাইরে চলচ্চিত্র ও টিভি নাটকেও দেখা গেছে তাঁকে। ক্যারিয়ারে মাত্র দুই বছরেই ক্রমেই পায়ের তলার মাটি শক্ত করছেন প্রান্তর; বৈচিত্র্যময় সব চরিত্রে মেলে ধরেছেন নিজেকে। তবে একটি চরিত্র করার স্বপ্ন ছিল তাঁর? কী সেই চরিত্র? গতকাল শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানালেন, ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ের স্বপ্ন ছিল তাঁর। স্বপ্নটা সত্যি হয়েছে। সরকারি অনুদানে নির্মিত জীবন আমার বোন সিনেমায় বীর মুক্তিযোদ্ধা ‘মুরাদ’–এর চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার।
প্রান্তর দস্তিদার