হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন খুলনার রাকিব হাসান। ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এসব কনটেন্ট প্রকাশ করে থাকেন।

সমকালীন নানা বিষয়কে উপজীব্য করে কনটেন্ট তৈরি করে থাকেন রাকিব ও তার টিম। তারই ধারাবাহিকতায় তৈরি করেছেন ‘পার্টি অফিস’ নামে একটি নাটক। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকিব হাসান ও তার ভাই খায়রুল ইসলাম জিসান। নাটকটি প্রকাশের পর অন্তর্জালে সাড়া ফেলেছে; যা এখন রীতিমতো ভাইরাল।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের গল্প নাটকটিতে বলা হয়েছে। “যে বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুলও ফুটে না, আমার এ দলটা নেতাতে ভরা, কেউ দুর্নীতি করে না”— এই স্লোগান নিয়ে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেন ফজলু ভাই। একের পর এক ব্যবসায় লোকসান করে ফজলু বুঝতে পারেন, এখন সবচেয়ে লাভজনক ব্যবসা রাজনীতি। তাই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেন। আর দলের প্রেসিডেন্টও হন। এরপর অনুসারীদের নিয়ে শহরে হেঁটে বেড়িয়ে নতুন রাজনৈতিক দলের জানান দেন ফজলু। গল্পে যেমন বাস্তব চিত্র তুলে এনেছেন, তেমনি তাদের শারীরিক অঙ্গভঙ্গি দর্শকদের বিনোদিত করেছে।

আরো পড়ুন:

সিদ্দিককে মারধর, পোশাক বিতর্ক নিয়ে যা বললেন মিম

সুগার ড্যাডি ছাড়া এত টাকা কামানো সম্ভব না: ফারিয়া

গত ৩ মে ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত হয় নাটকটি। এ পর্যন্ত ইউটিউবে নাটকটির ভিউ ৩৩ লাখ ছাড়িয়েছে। আর ফেসবুকে ১৭ মিলিয়ন। নাটকটি দেখে নেটিজেনরাও তাদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন। আরাফাত লেখেন, “ভাইরে ভাই, হাঁটার স্টাইলটা সেই! হাঁটা দেখছিলাম বারবার আর আদু ভাইকে মিস করছিলাম।” আরেকজন লেখেন, “নতুন দলের অবস্থা। ধন্যবাদ এমন ভিডিও উপহার দিবার জন্য।”

আবু উবায়দা লেখেন, “দেশের চলমান ঘটনা নিয়ে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ ভাইকে। অনেক সুন্দর হয়েছে ভিডিওটি।” আশরাফুল ইসলাম লেখেন, “কঠিন হইছে। বাস্তব কাহিনি নিয়ে গড়া।” কমেডিয়ান দিলদারের সঙ্গে তুলনা করে সলিম নামে একজন লেখেন, “এরা তো দিলদার, এটি এমের চাইতেও মারাত্মক।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

রাকিব হাসানের জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। তবে তার বাবার বাড়ি বরিশালে। ২০১৮ সালের ১ অক্টোবর ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র যাত্রা শুরু করেন। বর্তমানে এ পেজের অনুসারী সংখ্যা ৩১ লাখ। ইউটিউবে ৪৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন টক ন র জন ন টকট

এছাড়াও পড়ুন:

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবল নৌকা, ছিলেন জগন্নাথের ১৫ শিক্ষার্থী

রাজধানীর পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ছিলেন। তাঁরা সবাই নিরাপদে আছেন। একজনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় লালকুঠির ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। ওই ১৫ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তাঁরা নিরাপদে আছেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা পদার্থবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় সাহা জানান, বুড়িগঙ্গা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়েছিলেন ওই ১৫ শিক্ষার্থী। লালকুঠির ঘাট এলাকায় কর্ণফুলী ১৪ লঞ্চ নোঙর করছিল। তখন লঞ্চটি নৌকার কাছাকাছি চলে আসে। ওই সময় নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে লঞ্চের সঙ্গে নৌকার ধাক্কা লাগে। তবে তাঁর আগেই শিক্ষার্থীরা নদীতে ঝাঁপ দেন।

ওসি সোহাগ রানা বলেন, নৌকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী ছিলেন। সবাইকে উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ