চট্টগ্রামে আক্রান্তদের গুরুতর বিটা রোগী ৮০ শতাংশ
Published: 8th, May 2025 GMT
চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। উদ্বেগের বিষয় হলো– আক্রান্তের মধ্যে প্রায় ৮০ শতাংশ গুরুতর বিটা রোগী; যাদের মধ্যে বেশির ভাগের বয়স ৫ থেকে ২০ বছর। বাহকের সঙ্গে বাহকের বিয়ে হওয়ায় সন্তানরাও আক্রান্ত হচ্ছে এ রোগে। গত এক বছরে নতুন করে শতাধিক রোগীর শরীরে মিলেছে থ্যালাসেমিয়ার অস্তিত্ব। প্রতিনিয়ত আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও বাড়ছে না সচেতনতা। যে কারণে আক্রান্ত হলেও অনেকে সঠিক সময় নিচ্ছেন না চিকিৎসা। এ রোগের চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা বাড়তি চিকিৎসা খরচ।
চিকিৎসকদের মতে, হিমোগ্লোবিন জিনের ধরনের ওপর থ্যালাসেমিয়াকে আলফা-থ্যালাসেমিয়া এবং বিটা-থ্যালাসেমিয়া হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এরমধ্যে বিটা-থ্যালাসেমিয়া মেজর সবচেয়ে গুরুতর। এটি এমন একটি অবস্থা, যেখানে দুটি বিটা-থ্যালাসেমিয়া জিন ত্রুটিপূর্ণ থাকে। এর ফলে গুরুতর রক্তস্বল্পতা শুরু হয়, যা ৪-৬ মাস বয়সে শুরু হয়। থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ। বাবা ও মা দু’জনেই থ্যালাসেমিয়ার বাহক হলে সেক্ষেত্রে সন্তানেরও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। না জানার কারণে থ্যালাসেমিয়ার বাহকের সঙ্গে বাহকের বিয়ে হচ্ছে। এতে হুমকিতে পড়ছে সন্তানের জীবনও।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের তথ্যমতে, এ বিভাগের আওতায় ৩৬০ জন থ্যালাসেমিয়ার রোগী রয়েছে। যার মধ্যে আড়াইশ জনের ওপরে বিটা মেজর থ্যালাসেমিয়ার রোগী, যা প্রায় ৮০ শতাংশ। মোট রোগীর মধ্যে গত এক বছরে অন্তত ১২০ জনের দেহে নতুন করে রোগটি শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে ৫ থেকে ২০ বছর বয়সীর সংখ্যা সবচেয়ে বেশি।
বৃহত্তর চট্টগ্রামের রোগীদের সরকারিভাবে ভরসা কেবল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগটি এখনও স্বয়ংসম্পূর্ণ হয়নি। এখানে সংকট রয়েছে বেশকিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি, চিকিৎসক ও নার্সের। এই রোগের চিকিৎসা ব্যবস্থা ব্যয়বহুল হওয়ায় চাপাকান্নায় থাকেন বেশির ভাগ রোগী ও তাদের পরিবার।
এ প্রসঙ্গে হেমাটোলজি বিভাগের মেডিকেল অফিসার অদিতি গোস্বামী বলেন, চট্টগ্রামে মোট আক্রান্ত রোগীর বেশির ভাগই বিটা-থ্যালাসেমিয়া মেজর ধরনের রোগী। অন্য ধরনের চেয়ে বিটা-থ্যালাসেমিয়া মেজর সবচেয়ে গুরুতর। এটি এমন একটি অবস্থা যেখানে দুটি বিটা-থ্যালাসেমিয়া জিন ত্রুটিপূর্ণ। চট্টগ্রামে রোগীর সংখ্যা বাড়লেও বাড়ছে না সচেতনতা। বিভাগে এখনও অনেক রোগী পাওয়া যায়, যারা শনাক্তের অনেকদিন পর চিকিৎসা নিতে আসছেন। অনেকে আবার জানেনই না তিনি যে আক্রান্ত– বিষয়টি উদ্বেগের।
চট্টগ্রামের বিশিষ্ট হেমাটোলজি বিশেষজ্ঞ ও হেমাটোলজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদ এ চৌধুরী আরজু বলেন, ‘থ্যালাসেমিয়া রোগী কোনো অভিশাপে জন্ম নেয়নি। এটি একটি জন্মসূত্রে পাওয়া রোগ। আমাদের দেশের জন্য থ্যালাসেমিয়ার প্রধান চিকিৎসা হচ্ছে রক্ত সঞ্চালন করা। তা হতে হবে নিরাপদ ও বিশুদ্ধ রক্ত সঞ্চালন। প্রতিটি রোগী যেন তাঁর চ্যালেঞ্জ, চাহিদা ও অধিকার নিয়ে বাঁচতে পারেন তা নিশ্চিত করতে হবে।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারতে থাকা লালনের গানের পাণ্ডুলিপি ফেরত চাইলেন কুষ্টিয়ার ডিসি
কুষ্টিয়ার আশ্রম থেকে বাউল সম্রাট ফকির লালন শাহের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি ভারতের কলকাতায় নিয়ে গিয়েছিলেন শিলাইদহের তৎকালীন জমিদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঐতিহাসিক সেই গানের পাণ্ডুলিপি বর্তমানে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ভোলপুর শহরে অবস্থিত শান্তি নিকেতন রয়েছে। দীর্ঘদিন ধরে পাণ্ডুলিপি ফেরত আনার দাবি জানাচ্ছিলেন লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও গবেষকরা। তবে তা ফেরত পাওয়া যায়নি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন একাডেমিতে পাণ্ডুলিপিগুলো ফেরত চেয়েছেন। এ জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন দিয়েছেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) এ আবেদন পাঠানো হয়েছে।
লিখিত আবেদনে ডিসি উল্লেখ করেছেন, কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন আশ্রম থেকে লালন শাহের গানের একটি খাতা কলকাতায় নিয়ে গিয়েছিলেন কুষ্টিয়ার শিলাইদহের তৎকালীন জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর। যা বর্তমানে শান্তি নিকেতনে সংরক্ষিত আছে। প্রায় ১৩৫ বছরের পুরোনো উক্ত খাতায় লালন শাহের ৩১৪টি গান রয়েছে। ইতোপূর্বে শান্তি নিকেতন থেকে লালন শাহের গানের পাণ্ডুলিপির একটি অনুলিপি প্রেরণ করা হলেও, মূল পাণ্ডুলিপি সেখানেই রয়ে গেছে।
প্রতি বছর লালন তিরোধান দিবস ও লালন স্মরণোৎসব উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে লক্ষ লক্ষ দেশ-বিদেশি লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও লালন গবেষকদের আগমন ঘটে। তাদের সবার পক্ষ থেকে বাউল সম্রাট ফকির লালন শাহের গানের মূল পাণ্ডুলিপি শান্তি নিকেতন থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে ফেরত আনার দাবি উঠেছে। তদুপরি সরকার ১৭ অক্টোবর লালন তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে ঘোষণা এবং জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করায় লালন তিরোধান দিবসের গুরুত্ব আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ভক্ত, অনুরাগী, অনুসারী ও লালন গবেষকদের দাবির প্রেক্ষিতে লালন গবেষণার কাজে ব্যবহারের জন্য ফকির লালন শাহের গানের মূল পাণ্ডুলিপি শান্তি নিকেতন থেকে সংগ্রহ করে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে সংরক্ষণ করা প্রয়োজন।
এমতাবস্থায় বাউল সম্রাট ফকির লালন শাহের গানের মূল পাণ্ডুলিপি শান্তি নিকেতন থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে ফেরত এনে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “লালনের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি ফেরত আনার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করছি। আমরা কলকাতা থেকে সেগুলো দ্রুত কুষ্টিয়ায় ফেরত আনতে চাই। এ জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন করা হয়েছে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ