প্রাক্তন দীপিকার সন্তান নিয়ে কী বললেন রণবীর?
Published: 8th, May 2025 GMT
বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। রুপালি পর্দার নয়, তাদের ব্যক্তিগত জীবনের প্রেম বলিপাড়ায় খোলা বইয়ের মতো ছিল। সেই প্রেম ভেঙে গেছে। এরপর রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা, আর আলিয়াকে বিয়ে করে থিতু হন রণবীর কাপুর। তারা দুজনেই এখন বাবা-মা।
করন জোহর সঞ্চালিত ‘কফি উইথ করন’ অনুষ্ঠানের পঞ্চম সিজনে অতিথি হিসেবে উপস্থিত হন রণবীর কাপুর এবং রণবীর সিং। সেখানে সঞ্চালক রণবীর কাপুরের কাছে জানতে চান দীপিকার সঙ্গে আপনার বর্তমান সম্পর্ক কেমন?
এ প্রশ্নের জবাবে রণবীর কাপুর বলেন, “আমরা দুজনই ইতিবাচকভাবে নিজেদের জীবনে এগিয়ে গিয়েছি। আমাদের ভেতর এখন আর অস্বস্তিকর কোনো অনুভূতি নেই। আমরা এখন ভালো বন্ধু।”
আরো পড়ুন:
মেয়ের নাম ‘দুয়া’ রাখার কারণ জানালেন দীপিকা-রণবীর
বাবা হওয়ার পর বিলাসবহুল গাড়ি কিনলেন রণবীর সিং
এরপর দীপিকার স্বামী-অভিনেতা রণবীর সিং সম্পর্কে মন্তব্য করতে বলেন সঞ্চালক। উত্তরে রণবীর কাপুর বলেন, “আমি চাই, ওদের ঘরজুড়ে সুন্দর সুন্দর বাবু আসুক। ওরা (দীপিকা–রণবীর সিংয়ের সন্তানেরা) আমার মতো অভিনেতা হোক এবং অভিনেতা হিসেবে আমাকে পছন্দ করুক।”
ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীপিকার প্রেমে মজেন রণবীর কাপুর। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন এই জুটি। দীপিকার সঙ্গে সম্পর্কের ইতি টানার পর আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান। মূলত, আয়ান মুখার্জি নির্মিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তা প্রেমে রূপ নেয়।
২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২৩ সালের ৬ নভেম্বর কন্যাসন্তান জন্ম দেন আলিয়া।
রণবীরের কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকার জীবনে আসে রণবীর সিং। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেটে একে অপরের কাছে আসেন এই জুটি। এরপরে বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। যদিও তারা শুরুতে সম্পর্কের কথা অস্বীকার করেন। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি। গত বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তান জন্ম দেন দীপিকা পাড়ুকোন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর রণব র স রণব র ক প র আল য় ভ ট রণব র ক প র রণব র স ন রণব র
এছাড়াও পড়ুন:
প্রত্যন্ত গ্রামের তরুণের কাছে কোহলি-ডি ভিলিয়ার্সের ফোন, এরপর যা ঘটল
স্কুল বা কলেজে পড়া কোনো কিশোর যদি বন্ধুদের কাছে গিয়ে দাবি করেন, তাঁকে বিরাট কোহলি–এবি ডি ভিলিয়ার্সরা ফোন দিচ্ছেন, তবে সেই বন্ধুদের প্রতিক্রিয়া কী হবে!
কোথায় ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা কোহলি ও সুদূর দক্ষিণ আফ্রিকায় থাকা ডি ভিলিয়ার্স আর কোথায় ক্রিকেটের সঙ্গে সম্পর্কহীন এক প্রত্যন্ত গ্রামের ছেলে! অজানা–অচেনা এক ছেলের কাছে কোহলি, ডি ভিলিয়ার্সের ফোনের খবর তাই অবিশ্বাসই করার কথা বন্ধুদের। হাস্যকর দাবি আর বাচাল বলে উড়িয়ে দেওয়াটাই বরং স্বাভাবিক। কিন্তু সত্যিকার অর্থেই যদি এমন কিছু ঘটে!
আসলেই ঘটেছে। ঘটেছে মনীশ বিসি নামের একজনের সঙ্গে। মনীশ ছত্তিশগড়ের গারিয়াবান্দ জেলার মাদাগাঁওয়ের বাসিন্দা। তাঁর বয়স এখন বিশের কোঠায়। মনীশ দাবি করেছেন, একটি নতুন সিম কার্ড কিনে চালু করার পর থেকেই তাঁর কাছে কোহলি এবং ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেট কিংবদন্তিরা ফোন করতে শুরু করেছেন। শুধু এ দুজনই নন, আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরও কিছু খেলোয়াড়ও ফোন করেছেন তাঁকে।
আরও পড়ুনকোহলি, রোনালদো, মেসি—প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টে কে কত টাকা পান২৮ জুন ২০২৫একের পর এক তারকার ফোন পেয়ে স্বাভাবিকভাবেই মনীশ ধরে নেন, কেউ তাঁর সঙ্গে মজা করছেন। তাই ফোনটি তিনি দিয়ে দেন তাঁর এক বন্ধু খেমরাজ বিসিকে। পরে অবশ্য কোহলি–ডি ভিলিয়ার্সদের ফোনকলের রহস্য উন্মোচিত হয়েছে। মূলত ঘটনাচক্রে মনীশের হাতে চলে এসেছিল ভারতীয় ক্রিকেটার ও বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের পুরোনো একটি সিম কার্ড। আর সিম কার্ড থেকেই শুরু যাবতীয় বিভ্রান্তির।
রজত পাতিদারের সঙ্গে সেলফি তুলছেন বিরাট কোহলি