তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৭ ধারা দিয়ে শুরু; এরপর ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩; বিগত স্বৈরাচারী শাসনামলের বিভিন্ন সময়ে এই আইনগুলো হয়ে উঠেছিল সাইবার পরিসরে মতপ্রকাশের জন্য বড় হুমকি এবং ভিন্নমত দমনের হাতিয়ার। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের শাসনের পতন হয় এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। শুরু থেকেই সরকারের পক্ষ থেকে বহুল আলোচিত-সমালোচিত, দমন-পীড়নমূলক সাইবার নিরাপত্তা আইনটি বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

অবশেষে দায়িত্ব নেওয়ার প্রায় ৯ মাস পর সাইবার নিরাপত্তা আইন বাদ দিয়ে তার পরিবর্তে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ নামে একটি আইন করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অনেক দিন ধরে আলোচনা ও বেশ কয়েকবার খসড়া পরিবর্তনের পর গত মঙ্গলবার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাদ দেওয়া হয়েছে।

প্রস্তাবিত অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের যেসব বিধান বিলুপ্ত করা হয়েছে, তা হলো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ডসংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া মানহানিকর তথ্য প্রকাশ, প্রচারসংক্রান্ত ইত্যাদি ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ইত্যাদি অপরাধ ও দণ্ড এবং আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শন, তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ ইত্যাদি ধারাও বিলুপ্ত করা হয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বাতিল করা ৯টি ধারাকে ‘কুখ্যাত’ ধারা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সাইবার নিরাপত্তা আইনের ৯৫ শতাংশ মামলাই এসব ধারায় হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এসব মামলায় যাঁরা ভুক্তভোগী ছিলেন, মামলাগুলো বাতিল করা তাঁদের অনেক দিনের দাবি ছিল। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি নিশ্চিতভাবেই তাঁদের জন্য একটা স্বস্তির খবর।

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এর খসড়ার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, মতপ্রকাশের অপরাধের ক্ষেত্রে দুটি অপরাধ প্রস্তাবিত অধ্যাদেশে রাখা হয়েছে। এর মধ্যে একটি হলো নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কনটেন্ট প্রকাশ ও হুমকি দেওয়া। আরেকটি হলো ধর্মীয় ঘৃণা ছড়ানোর মধ্য দিয়ে সহিংসতাকে উসকে দেওয়া।

আইন উপদেষ্টার বক্তব্য অনুসারে ধর্মীয় ঘৃণাকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যাতে ভুল-বোঝাবুঝি না হয় এবং কেউ হয়রানি করতে না পারে। ধর্মীয় উসকানিমূলক বক্তব্য বা যেকোনো কনটেন্ট, যেটি সহিংসতা উসকে দিতে পারে, সেটিকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। এ ছাড়া অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে এবং সাইবার নিরাপত্তা কাউন্সিলে সুশীল সমাজের প্রতিনিধিদের রাখার বিধান রয়েছে।

নতুনভাবে এগুলো যুক্ত করার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখা যায়। আশা করা যায়, নতুন আইনটি উল্লিখিত অপরাধগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।

খসড়া অধ্যাদেশে কনটেন্ট অপসারণের পর আদালতের অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে কনটেন্ট অপসারণের আগেই আদালতের অনুমতি নেওয়ার বিধান রাখলে সেটি অধিকতর গ্রহণযোগ্য হতো। অনেক দেশে এ রকম বিধান রয়েছে।

প্রস্তাবিত অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এ অধিকার ক্ষুণ্ন হলে ভুক্তভোগী ব্যক্তি কোনো আইনগত প্রতিকার পাবেন কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি। এর ফলে ওই অধিকারের কোনো প্রায়োগিক ভিত্তি থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নতুন অধ্যাদেশে পরোয়ানা ছাড়া তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার এবং বিচার-পূর্ব আটকের বিধানগুলো রয়েছে কি না, তা স্পষ্ট করে বলা হয়নি। এগুলো বহাল থাকলে নতুন অধ্যাদেশের অপব্যবহারের সুযোগ পুরোপুরি বন্ধ হবে না। অধ্যাদেশটি কার্যকর হওয়ার আগে এ বিষয়গুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে আমরা মনে করি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট কনট ন ট সরক র র অপর ধ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৯ নভেম্বর ২০২৫)

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। লা লিগায় ম্যাচ আছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, দুই দলেরই।

ক্রিকেট

হংকং সুপার সিক্সেস
সকাল ৬-১৫ মি., সনি স্পোর্টস ৫

৫ম যুব ওয়ানডে

বাংলাদেশ-আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-রংপুর
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-ঢাকা
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-চট্টগ্রাম
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

রাজশাহী-বরিশাল
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
দুপুর ১২-১৫ মি., টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১

টেনিস

এটিপি ফাইনালস
বিকেল ৪টা, সনি স্পোর্টস ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

প্যালেস-ব্রাইটন
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-লিভারপুল
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ভায়েকানো-রিয়াল মাদ্রিদ
রাত ৯-১৫ মি., বিগিন অ্যাপ

সেল্তা ভিগো-বার্সেলোনা
রাত ২টা, বিগিন অ্যাপ

সিরি আ

আতালান্তা-সাসসুয়োলো
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

বোলোনিয়া-নাপোলি
রাত ৮টা, ডিএজেডএন

রোমা-উদিনেসে
রাত ১১টা, ডিএজেডএন

ইন্টার মিলান-লাৎসিও
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

অ-১৭ বিশ্বকাপ ফুটবল

ফিজি-আর্জেন্টিনা
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস

পর্তুগাল-জাপান
সন্ধ্যা ৭-৩০ মি., ফিফা প্লাস

সম্পর্কিত নিবন্ধ