ধাক্কা দিয়ে সড়কে ফেলে দিলেন চালকের সহকারী, বাসচাপায় কলেজছাত্র নিহত
Published: 9th, May 2025 GMT
গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জেরে বাসের চালকের সহকারীর ধাক্কায় সড়কে পড়ে সিয়াম (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
সিয়াম গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা থেকে চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে উঠে বাড়ি যাচ্ছিলেন সিয়াম। পথে বাসের ভাড়া নিয়ে চালকের সহকারীর সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ওই সহকারী তাঁকে ধাক্কা দেন। সিয়াম পড়ে যান। তখন পেছন থেকে আসা আরেকটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও তাঁর সহকারী পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র সহক র
এছাড়াও পড়ুন:
ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন পল্লবী থানা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সহযোগী মো. রমজান আলী ওরফে সিটু (৪৭), মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আলমগীর (৩৫), গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ওরফে রাসেল আল জোবায়ের (৩০), ঢাকা মহানগর ৬৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৪৫) এবং আওয়ামী লীগ মনোনীত কুমিল্লার মুরাদনগরের সাবেক সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল কাদের (৫২)।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর পল্লবী এলাকা থেকে আওয়ামী লীগের নেতা রমজান আলীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর বিভাগের একটি দল। ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল ওই দিন রাত রাত ১০টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরকে গ্রেপ্তার করে। একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহাখালীর রসুলবাগ এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাসেলকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি দল। একই দিন রাত ৯টার দিকে ডিবি রমনা বিভাগের একটি আভিযানিক দল ঢাকা-মাওয়া হাইওয়ে থেকে যুবলীগ নেতা মেহেদী হাসান এবং রাত ১০টার দিকে ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে আবদুল কাদেরকে গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।