ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামুনকান্দা জংশন এলাকায় পয়েন্টম্যানের ভুল সিগন্যালের কারণে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি লাগেজ বগি লাইনচ্যুত হয়েছে। 

এ ঘটনায় ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল এবং ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল গত শুক্রবার (৯ মে) রাত ৯টা ১০ মিনিট থেকে প্রায় ১২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভাঙ্গা জংশনের সহকারী স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা রেল জংশন থেকে বের হওয়ার কিছু দূর গিয়ে ইঞ্জিন ও লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়। ইঞ্জিন ও বগি এক লাইন থেকে অন্য লাইনের ওপর চলে যাওয়ায় পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার সময় ট্রেনে ৬০০-৭০০ যাত্রী ছিলেন, যারা দুর্ভোগে পড়েন।

এদিকে, দুর্ঘটনার জন্য দায়ী পয়েন্টম্যান নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাচিনা খাতুন বলেন, “নজরুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সিগন্যাল পরিবর্তন করেছেন, যা এ দুর্ঘটনার মূল কারণ। তার ভুলের সত্যতা পাওয়া গেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।” 

তিনি আরও বলেন, “ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি রিলিফ ট্রেন এবং শতাধিক কর্মকর্তা-কর্মচারী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। আশা করছি, আজ শনিবার দুপুরের মধ্যে লাইন সচল করা সম্ভব হবে।”

ভাঙ্গা বামুনকান্দা রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, দুর্ঘটনার পর রাতেই যাত্রীরা বিভিন্ন বিকল্প পরিবহনে গন্তব্যে রওনা দিয়েছেন। 

তিনি বলেন, “ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সিগন্যাল ব্যবস্থার উন্নতি ও কর্মীদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে। তদন্ত কমিটির রিপোর্টে ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা/তামিম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন র

এছাড়াও পড়ুন:

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়ীদের শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে কারা জড়িত, তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

তদন্তে যাঁরা দায়ী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, ‘ইতিমধ্যে কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কেউ কেউ সংযুক্ত রয়েছেন। তদন্ত কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টি দেখবে। যাঁরা দায়ী, শাস্তি তাঁদের পেতেই হবে।’

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বিষয়টি আইনগত প্রক্রিয়ার অংশ, ইন্টারপোল সেই অনুযায়ী কাজ করছে।’

ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘২০১১ সালের পর আমার আর ইমিগ্রেশন পার হওয়া হয়নি। তাই এখনকার প্রক্রিয়া কেমন, তা জানতেই এই পরিদর্শন। ইমিগ্রেশন আগের তুলনায় অনেক উন্নত ও সময়োপযোগী হয়েছে।’

পরিদর্শনকালে যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। তাঁদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ইমিগ্রেশন কর্মকর্তাদের নির্দেশ দেন।

সম্পর্কিত নিবন্ধ