জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ মে সকাল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পাশে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফার অন্যতম ২৬তম দফা ‘সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা’ এর অধীনে ফ্রি হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এ প্রোগ্রামের আওতায় ১০ হাজার শিক্ষার্থীকে তিন ডোজে মোট ৩০ হাজার টিকা প্রদান করা হবে।

আরো পড়ুন:

ইয়াবা সেবনের অভিযোগে জাবি কর্মচারী আটক

সমালোচনার মুখে জাবির বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর খাতা বাতিল

এ প্রোগ্রামের আওতায় ১০ মে থেকে ২১ মে ব্লাড স্যাম্পল স্ক্রিনিং ও ১৪ মে থেকে ২২মে ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ বিষয় জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, “ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের তত্বাবধানে জাবি শাখা ব্যবস্থাপনায় আজ (বৃহস্পতিবার) থেকে শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে। আজ থেকে স্ক্রিনিং শুরু হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের কর্যক্রম চলবে।”

তিনি বলেন, “এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কাজ করছি। আমরা আশা করি, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করবে এবং নিজেদের হেপাটাইটিস রোগের হাত থেকে সুরক্ষা করবেন।”

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ প ট ইট স ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

ওয়ালটনের কর্মকর্তা-কর্মচারীদের ফায়ার সেইফটি প্রশিক্ষণ

বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয় ‘অগ্নিনিরাপত্তা, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ।

শনিবার (১০ মে) দুপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষক টিমের মাধ্যমে প্রদত্ত অগ্নিনির্বাপন, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান হয়।

বসুন্ধরায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কর্পোরেট অফিসের অলোম্পিয়াস হলরুমে এই সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান হয়।

আরো পড়ুন:

৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা

ব্যবসায়িক কার্যক্রমে নতুন প্রজন্মকে যুক্ত করার উদ্যোগ ওয়ালটনের

অনুষ্ঠানে ওয়ালটন কর্পোরেট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেখ মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে ইএচএস বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসাবে ওয়ালটনের এএমডি মো. নজরুল ইসলাম সরকার উপস্থিত সবার উদ্দেশ্যে ফায়ার সেইফটি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করে বক্তব্য রাখেন এবং সার্টিফিকেট বিতরণ করেন।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ