বিগত বছরের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’। আগামী ১৯ মে হোটেল সোনারগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগীতের বিভিন্ন শাখায় এ সম্মাননা প্রদান করা হবে। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা।
এ উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চ্যানেল আই। সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস চ্যানেল আই-এর পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, সংগীতশিল্পী ফেরদৌস আরা। মিউজিক অ্যাওয়ার্ডসের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির পক্ষে রায়হান কাওসার, দেশবন্ধু বেভারেজের সিইও মো.
সংবাদ সন্মেলনে শাইখ সিরাজ বলেন, ‘দেশের সুস্থধারার সংগীত এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। প্রতি বছরই সুষ্ঠু ও সুন্দরভাবে এই আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। যদিও বর্তমানে আমরা কঠিন সময় পার করছি, এর পরেও এ আয়োজনটি সুন্দরভাবে পালনে ব্যতিক্রম হচ্ছে না।’ জহির উদ্দিন মাহমুদ মামুনের কথায়, সংগীত সবার মনের কথা প্রকাশ করে। সংগীত সামাজিক ও ব্যক্তিজীবনের পাশাপাশি সব ক্ষেত্রে প্রাধান্য পায়। চ্যানেল আই সব ক্ষেত্রে সংগীত, সংস্কৃতি, শিল্প-সাহিত্যকে সবার কাছে তুলে ধরতে নিয়োজিত থাকে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস তেমনই একটি বিশেষ আয়োজন।
অনুষ্ঠানের প্রকল্প পরিচালক রাজু আলীম জানান, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের প্রতিটি আয়োজনে নতুন কিছু সংযোজনের চেষ্টা থাকে। সেই কারণে এবার এই সংগীত মহা-উৎসবে যুক্ত হচ্ছে ফ্যাশন শো।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।