রংপুরের মিঠাপুকুরে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনতার রোষানলে পড়েন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। রোববার উপজেলার বালুয়ামাসিমপুরে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ভুক্তভোগী শিশুটি দরিদ্র কৃষক পরিবারের সন্তান।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে যাওয়ার পর মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিককে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। তার অপসারণ দাবি করেন তাঁরা। কারণ ওসি আবু বক্কর সিদ্দিক এলাকাবাসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত কৌশলে শিশুটিকে বাড়িতে ডেকে নেন। ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় চিৎকার দেওয়ায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বাড়ির পাশে বালুর স্তূপে চাপা দিয়ে রাখে ওই ব্যক্তি। এর মধ্যে শিশুটিকে বাড়ির লোকজন খুঁজতে থাকে। প্রতিবেশী এক নারী সেখানে গিয়ে বালুর নিচে হাত দেখতে পান। পরে আশপাশের লোকজন শিশুটিকে বালুর নিচে থেকে উদ্ধার করে।

দুপুর পৌনে তিনটা পর্যন্ত ওসি ঘটনাস্থলে অবরুদ্ধ ছিলেন। 

বিস্তারিত আসছে.

....... 

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি প্রোগ্রাম, আবেদন শেষ ২৬ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুলাই ২০২৫ সেমিস্টারে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য

১. এটি ৩৬ ক্রেডিট ঘণ্টা।

২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।

৩. এটি তিন সেমিস্টারের প্রোগ্রাম।

ভর্তির যোগ্যতা

১. সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই ইত্যাদি আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে।

২. সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–২.৫০ নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৩. চাকরিজীবীরা অগ্রাধিকার পাবেন।

৪. দেশি–বিদেশি সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে এ অনুষদের অফিস থেকে সমতা নিরূপণ করতে হবে।

৫. তথ্য যাচাই শেষ হলে ভর্তি পরীক্ষার ফি তিন হাজার টাকা দিয়ে অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন০৯ আগস্ট ২০২৫

৩. পরীক্ষার ফল প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২ টায়।

৪. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।

* অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: https://pmics.cse.du.ac.bd/

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.pmics.cse.du.ac.bd

আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন১০ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ