আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি থেকে ফেরার পথে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ
Published: 11th, May 2025 GMT
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকায় আয়োজিত কর্মসূচি শেষে ফেরার সময় কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ রোববার ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ শিক্ষার্থীদের। প্রতিবাদে রাত পৌনে আটটার দিকে দিনাজপুর স্টেশনে ট্রেনটি অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রাত ৮টা ৫৫ মিনিটে নির্ধারিত গন্তব্য পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
অভিযোগকারী শিক্ষার্থীরা বলেন, দিনাজপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত শনিবার আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। কর্মসূচি শেষে রোববার সকাল সোয়া ১০টায় কমলাপুর স্টেশনে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তাঁরা। প্রায় ঘণ্টাখানেক পর টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) তাঁদের কাছে টিকিট দেখতে চান। এ সময় টিটিইকে তাঁরা জানান যে তাড়াহুড়ো করে তাঁরা ট্রেনে উঠে পড়েছেন। এই মুহূর্তে তাঁদের কাছে টাকা নেই। সময় দিলে তাঁরা বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। কিন্তু টিটিই তাঁদের সামনের স্টেশনে ট্রেন থেকে নেমে বাসে যাওয়ার পরামর্শ দেন। সিরাজগঞ্জ স্টেশনে এসে আবার তাঁদের কাছে টিকিট দেখতে চান। এ সময় পুলিশের এক সদস্য ও টিটিই ওয়াসিবুর রহমান (শুভ) তাঁদের ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এ সময় রাসেল ইসলাম নামের এক শিক্ষার্থী পড়ে গিয়ে বাঁ হাতের কনুইয়ে আঘাত পান। পরে তাঁরা আবার ট্রেনে ওঠেন।
অভিযোগকারী ফরহাদ হোসেন বলেন, ‘আমরা কেন গেছি ঢাকায়? এ ধরনের প্রশ্ন করে আমাদের চার্জ করেছেন ওই পুলিশ ও টিটিই। তাঁরা আওয়ামী লীগের দোসর। তাঁরা পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে এ ধরনের আচরণ করেছেন। আমরা ওই পুলিশ ও টিটিইর বিচার দাবি করি।’
তবে অভিযোগ অস্বীকার করে টিটিই ওয়ারসিবুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রেন থেকে কাউকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে দিনাজপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান বলেন, একতা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকারী দুজনের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় দিনাজপুর রেলস্টেশনে তাঁরা ট্রেনটি আটকে দেন। শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্ত শেষে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আওয় ম
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।