নারীবিষয়ক সংস্কার কমিশনকে লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। তাঁরা বলেছেন, এই কমিশনের প্রতিবেদনকে কেন্দ্র করে সমাজে নারীর অবস্থান ও অধিকার সম্পর্কে যে ধরনের আদর্শিক বয়ান ও দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে, সেগুলো অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিদাতারা সরকারকে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে এবং কমিশনকে সমর্থন ও সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যে বা যারা কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে, সরকারকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

আজ সোমবার বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।

বিবৃতিতে বলা হয়, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর কমিশন ও এর প্রতিবেদন পুরোপুরি বাতিল করার জোরালো দাবি পেশ করছে কোনো কোনো সংগঠন ও ব্যক্তি। এর শুরুটা সামাজিক যোগাযোগমাধ্যমে হলেও দ্রুত কয়েকটি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও গোষ্ঠী সভা-সমাবেশ করে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে এ বিষয়ে প্রতিবাদ করছে। সব নারীর প্রতি অপমানসূচক, বিদ্বেষমূলক, অকথ্য ভাষায় গালাগাল করার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। পাশাপাশি নারীদের ওপর সহিংসতার উসকানিও দেওয়া হচ্ছে। এ ধরনের বিবেচনাবর্জিত দাবি এবং প্রতিবেদনকে কেন্দ্র করে কমিশনের সদস্য ও নারীর প্রতি অযাচিত আক্রমণের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, কমিশনের প্রতিবেদনের নির্দিষ্ট বিষয় নিয়ে আদর্শিক অবস্থানসহ বিভিন্ন কারণে জনমনে ভিন্নমত থাকতে পারে। তবে সেসব বিষয়ে গঠনমূলক আলোচনা ও বিতর্কের নিশ্চিত সুযোগ এখানে রয়েছে। তা না করে বিস্তারিত একটি প্রতিবেদন সম্পূর্ণ বাতিলের দাবি শুধু অযৌক্তিক নয়, এটি উদ্দেশ্যপ্রণোদিত। যেকোনো বিষয়ে কোনো গোষ্ঠীর দ্বিমত থাকতেই পারে। সে ক্ষেত্রে বিদ্বেষপূর্ণ, সহিংসতাপূর্ণ বা হুমকিস্বরূপ না হয়ে শ্রদ্ধার সঙ্গে, যৌক্তিক উপায়ে উপস্থাপন করা সম্ভব। কিন্তু তা না করে অগণতান্ত্রিক উপায়ে ভয়ভীতি সৃষ্টির অপকৌশল গ্রহণ তীব্রভাবে নিন্দনীয়।

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ ‘পশ্চিমা বিশ্ব’ থেকে আমদানি করা বলে এমন অভিযোগের বিষয়ে বিবৃতিতে বলা হয়, এই অভিযোগ ‘আমাদের আদর্শিক, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার’ সঙ্গে সামঞ্জস্যহীন। প্রতিবেদনে পরিষ্কার উল্লেখ আছে, বিদ্যমান আইন, নীতি, তাত্ত্বিক ও মাঠ গবেষণার ফলাফল ও উপাত্ত পর্যালোচনা ছাড়াও বিভিন্ন পর্যায়ের অংশীজনসহ সাধারণ মানুষের মতামতও নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে এসব সভা আয়োজনে অংশ নিয়েছেন প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা।

বিবৃতিতে নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর ওপর বিস্তারিত ও গঠনমূলক আলোচনা করে একটি ঐকমত্যে পৌঁছাতে সরকারকে সক্রিয় পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়। কমিশনের প্রস্তাব ও এর সদস্যদের প্রতি অপমানজনক ও বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে নিন্দা জানানোর পাশাপাশি যারা বিদ্বেষমূলক মন্তব্য করছে, তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলা হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, মানবাধিকারকর্মী খুশী কবির ও হানা শামস আহমেদ, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, ডায়াস্পোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির প্রতিষ্ঠাতা শামারুহ্ মির্জা, নারীপক্ষের সভানেত্রী গীতা দাস ও নির্বাহী পরিষদ সদস্য সাদাফ সায্‌, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, সেলিম রায়হান, আসিফ মোহাম্মদ শাহান, কাজী মারুফুল ইসলাম, কাজলী সেহরীন ইসলাম ও দীপ্তি দত্ত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো সাবহানাজ রশীদ দিয়া, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মোশতাক চৌধুরী, অর্থনীতিবিদ জাহিদ হোসেন, ইমরান মতিন ও মোস্তাফিজুর রহমান, আলোকচিত্রী শহিদুল আলম, প্রকাশক মাহ্‌রুখ মহিউদ্দীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানা, মির্জা তাসলিমা সুলতানা ও শরমিন্দ নীলোর্মি, আইনজীবী মানজুর আল মতিন, যুক্তরাষ্ট্রের কলগেট ইউনিভার্সিটির শিক্ষক নাভিন মুর্শিদ, সাংবাদিক জাফর সোবহান, সিমু নাসের, আকিব মো.

শাতিল ও রাফিয়া তামান্না।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজনীতির ‘হৃৎপিণ্ড’ সক্রিয় করবে ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বাংলাদেশের রাজনীতির হৃৎপিণ্ড’ উল্লেখ করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, সেই হৃৎপিণ্ডকে সক্রিয় করার যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, সেটা হলো ডাকসু নির্বাচন। এই নির্বাচন স্থির করবে সাংবিধানিক প্রতিবিপ্লবের কালপর্ব তরুণেরা অতিক্রম করতে পারবেন কি না। রাষ্ট্রপতির অপসারণ ও সংবিধান বাতিলের কাজটি তরুণেরা করতে পারবেন কি না, তা–ও নির্ধারিত হবে আগামী ডাকসু নির্বাচনে।

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন ফরহাদ মজহার। ‘শিক্ষা, গবেষণা ও রাজনীতি: আসন্ন ডাকসু নির্বাচন’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে চিন্তাচর্চার সংগঠন ‘ভাববৈঠকী’।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনটি প্রস্তাব তুলে ধরেন ফরহাদ মজহার। এক. সব ধরনের বাইরের হস্তক্ষেপ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চার একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য এবারের ডাকসু নির্বাচনের আগেই কিছু বিষয় সবাই মিলে নির্ধারণ করা। দুই. যদি কোনো শিক্ষক বছরে ন্যূনতম একটি গবেষণাপত্র ‘পিয়ার রিভিউড জার্নালে’ (যে জার্নালের প্রতিটি গবেষণাপত্র বিশেষজ্ঞরা মূল্যায়ন করেন) প্রকাশ করতে না পারেন, তাহলে সেই শিক্ষকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার কোনো অধিকার থাকা উচিত নয়। তিন. মৌলিক বিজ্ঞানকে গুরুত্ব দেওয়া।

‘আপনাদের হুঁশ নেই’

তরুণদের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ৮ আগস্ট (২০২৪ সাল) একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, সংবিধানের নামে ছাত্র-তরুণ-সৈনিকদের পরাস্ত করা হয়েছে। তরুণদের যে শক্তি, ক্ষমতা ও গণসার্বভৌমত্ব কায়েমের স্পৃহা ছিল, সেটাকে নস্যাৎ করা হয়েছে আইন ও সংবিধানের নামে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান কায়েম করে। এখন তরুণদের ফাঁসিতে ঝোলানোর প্রক্রিয়া চলছে। যদি জাতীয় নির্বাচন হয় এবং নির্বাচনের পরে এই সংবিধানের অধীনে সরকার গঠিত হয়, তাহলে সেই সরকার তরুণদের বিচার করবে। তিনি বলেন, ‘যে জুলাই ঘোষণাপত্র শুনলাম সেখানে পরিষ্কার বলা আছে আপনাদের (তরুণদের) আইনি সাহায্য দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। অথচ এগুলো নিয়ে আপনাদের হুঁশ নেই।’

‘শিক্ষকদের ক্ষেত্রে পরিবর্তন নেই’

জুলাই গণ–অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৯০ জন শিক্ষককে শিক্ষার্থীরা বর্জন করেছেন বলে অনুষ্ঠানে জানান অধ্যাপক সামিনা লুৎফা। তিনি বলেন, এখন ৭ জন শিক্ষক দিয়ে তাঁর বিভাগ (সমাজবিজ্ঞান বিভাগ) চালানো হচ্ছে। এখানে শিক্ষকপ্রতি শিক্ষার্থী ২০০ জন। এমন অবস্থায় কোনো শিক্ষকের পক্ষে গবেষণার কাজ করা সম্ভব নয়।

অভ্যুত্থানের পরও দলীয় বিবেচনায় নিয়োগ প্রসঙ্গে সামিনা লুৎফা বলেন, ‘সম্প্রতি একটি দলের শিক্ষকেরা সহ-উপাচার্যের (শিক্ষা) কাছে গিয়ে বলেছেন যে তাঁদের দল থেকে নিয়োগ দিতে হবে। তাহলে তো আমরা সেই আগের জায়গায় ফেরত গিয়েছি। শিক্ষকদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। আগে আওয়ামী লীগ না করলে সব দরজা বন্ধ ছিল। অন্য কিছুর মূল্য দেওয়া হয়নি, একমাত্র যোগ্যতা ছিল রাজনৈতিক পরিচয়। ৫ আগস্টের পরে শুনলাম, যাঁদের বিভিন্ন পদে বসানো হবে, তাঁদেরও মূল যোগ্যতা রাজনৈতিক পরিচয়। এ ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি।’

ভাববৈঠকীর প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোমেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহমান মৈশান, খোরশেদ আলম ও যোবায়ের আল মাহমুদ।

ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা দাবি

আলোচনায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও বক্তব্য দেন। তাঁদের বক্তব্যে ছাত্ররাজনীতিতে সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে। তাঁরা বলেছেন, পুরোনো সন্ত্রাস-দখলদারির রাজনীতি ফিরতে দেওয়া যাবে না। ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে পারলে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে।

এবারের ডাকসু নির্বাচনের জন্য বয়সসীমা তুলে দেওয়ার পেছনে রাজনৈতিক এজেন্ডা আছে বলে মনে করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান। জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশের উদ্যোগে গঠিত হয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থীকে পুনর্ভর্তির (লেখাপড়ায় বিরতির কারণে বিশেষ বিবেচনায় ভর্তির সুযোগ) সমালোচনা করেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

গেস্টরুম-গণরুমকে ছাত্ররাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলে অনেকে পুরো ছাত্ররাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলছে বলে মন্তব্য করেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরমানুল হক।

ডাকসু নির্বাচন ও সংগঠনভিত্তিক রাজনীতিকে মুখোমুখি দাঁড় করিয়ে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।

ইসলামী ছাত্র আন্দোলনের সহকারী সাধারণ সম্পাদক খায়রুল এহসান বলেন, শিক্ষকদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হওয়া দরকার। তাহলে ছাত্ররাজনীতিও ঠিক হয়ে যাবে।

আয়োজকেরা জানান, এই আলোচনায় বক্তব্য দিতে জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ এক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি আসেননি। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক একজন নেত্রীকেও আমন্ত্রণ করা হয়েছিল। তিনিও আসেননি।

সম্পর্কিত নিবন্ধ